নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

নেড়ী কুত্তা কুঁই কুঁই ছাড়া আর কিছুই করতে পারে না!!!

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

১৯ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, নোবেল কমিটির দীনতার কারণে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পাননি। তবে তিনি নোবেল পাবেন। কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বে শান্তিময় পরিবেশ উপহার দেয়ার জন্যেই প্রধানমন্ত্রী এ পুরস্কার পাবে।আমাদের দেশে একজন নোবেল পেয়েছেন। যিনি এখন বিবর্ণ।


অক্টোবর ১১, ২০১৫


ড মো আনোয়ার হোসেন :মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মর্মাহত।মাননীয় প্রধানমন্ত্রী, বড়ই অপমানিত বোধ করছি আমরা। গণভবনে সাংবাদিক সম্মেলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আপনার বাক্যবাণ আমাদের শেলের মতো বিদ্ধ করছে। এই অপমান হয়তো আমাদের প্রাপ্যই ছিল। পদে যাওয়া, তা রক্ষা করা কিংবা পদায়িত কাউকে পদ থেকে নামানো-– ইত্যাদি বিষয়ে আমাদের শিক্ষকদের নীতিহীন কর্মকাণ্ড, ক্ষমতাবানদের লেজুড়বৃত্তি এবং নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়া-– এসবের কারণে সমাজে শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ধসও নেমেছে আমাদের ভাবমূর্তিতে। বোধকরি এসবের কারণে এমন অপমানজনক কথা আমাদের শুনতে হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই আপনাকে বিনীতভাবে জানিয়ে রাখি, উপরে বর্ণিত কর্মকাণ্ডে লিপ্ত যে সকল শিক্ষকদের সামনে রেখে আপনি কথাগুলো বলেছেন, তারা সংখ্যায় মুষ্টিমেয়। আপনার সমালোচনায় আত্মশুদ্ধি নয়, আরও নতজানু এবং বশংবদ হবেন তারা। এমন শিক্ষককুল বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে কোনো কাজেই আসবেন না। অপাংক্তেয় আবর্জনা হিসেবেই বিবেচিত হবেন।

এবার একটা গল্প।তবে গল্পের সাথে উপোরোক্ত বক্তব্যের মিল নিতান্তই কাকতাল মাত্র।
আমাদের মহল্লায় বাঘা নামের এক কুকুর ছিলো।আশেপাশের মহল্লায় রাত্রে মোবাইল চুরির প্রকোপ অনেক বেড়ে গেলেও, আমাদের মহল্লায় মোবাইল চোররা ঢুকতো না। কারন বাঘার গর্জনে পুরো এলাকা জেগে যেতো।হঠাত একদিন কেউ শত্রুতা করে বিষ খাইয়ে বাঘাকে মেরে ফেললো। সেদিনই মহল্লার পিচ্চি গুলো প্রায় বাঘার মত আর একটা কুকুর নিয়ে আসলো।সারাদিন সেটাকে খাওয়ানো হলো রাজকীয় খাবার।গোশত তো আছেই,সাথে যেই তার কাছে যায়, তাকে ১/২ টা বিস্কুট দেয়। কিন্তু সেদিন রাতেই ৫টা মোবাইল চুরি হলো।সকালে এসে সবাই দেখে, নতুন কুকুরটা আরামে ঘুমাচ্ছে। রাগে অনেকেই লাথি মারা শুরু করলো। আশচর্যের ব্যাপার,আমাদের আগের বাঘার গর্জনে পুরো মহল্লা কেপে উঠতো,আর এইটা কুঁই কুঁই শব্দ ছাড়া আর কিছুই করে না। তখন মহল্লার বড় ভাই লিটু ভাই,মন্তব্য করলেন এটা নেড়ি কুত্তা, নেড়ী কুত্তা কুঁই কুঁই ছাড়া আর কিছুই করতে পারে না!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯

চলন বিল বলেছেন: হাসিনাকে নোবেল দেয়া হয় নাই? কি আজব
আইচ্ছা আমিই দিলাম নো-বেল

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

আমি আবুলের বাপ বলেছেন: নোবেল কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনকে করা হোক।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ জামিল বলেছেন: গামছা ও কাপড় আর ড: আনোয়ার হোসেন ও তেলবাজ। ..কইজাইতাম!!!

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: তিনি নিজেই আবার স্বীকার করেছেন,তেলবাজীর জন্যই শিক্ষকদের মর্যাদা এখন নাই।আমার অবাক লাগে,এত শিক্ষিত লোকজন যদি সামান্য স্বার্থের কারনে তেলবাজী করে,তাহলে সাধারন মানুষের কি দোষ?

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে কে আছিস...

তেলের ড্রাম এনে দে- চুবিয়ে মারি!

নীতি নৈতিকতা বিবেক আর কত বিসর্জন দেবে হে চামচকুল!!!

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: এই তেলবাজরা একদিন রাস্তায় রাস্তায় গান গাইবে-
তেল গেলো ফুরাইয়া,বাত্তি গেলো নিভিয়া ।কি হবে আর কান্দিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.