![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপ
জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে হাস্যজ্জল সপরিবারে শিশু শাহাদাত হোসেন।
জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের বিস্ময় শিশু শাহাদাত হোসেন।
গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিজে গাড়ি চালিয়ে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক দিয়ে বামনডাঙ্গা থেকে শহরে ফিরছিলেন। এক পর্যায়ে ব্র্যাক মোড় এলাকায় সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু জামাতের আমির শাহাদাত নাশকতার উদ্দেশ্যে একাই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাড়ি অবরোধ করেন।তখন আত্মরক্ষার্থে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন তার নিজের পিস্তল দিয়ে গুলি করেন কয়েকটি।এতে শিশুটির ডান পায়ে দুটি ও বাঁ পায়ে একটি গুলি লাগে। এরপরও শিশু শাহাদাত হোসেন না থেমে তার প্রাননাশ করার চেষ্টা চালায়। তখন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আর কোনো উপায় না পেয়ে গাড়িসহ পালিয়ে যান।শিশুটি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও বিভিন্ন ভাবে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হুমকি দিতে থাকে।এতে তিনি পালিয়ে থাকেন। অবশেষে গতকাল অসীম সাহসী এই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হাইকোর্টে আসেন।এরপর আবার তিনি আত্মগোপন করেন।
এই খবর হলিউডে ছড়িয়ে পরলে শিশু শাহাদাত হোসেনকে নিয়ে বিভিন্ন পরিচালক সিনেমা তৈরি করতে আগ্রহ প্রকাশ করেন।অবশেষে জনি ডেপ নিজেই তার নতুন ছবির ছোটো বেলার চরিত্রে শিশু শাহাদাত হোসেনকে অভিনয়ের সুযোগ দেন।
এই নিউজটি পড়ার পর সবাই এর সত্যতার জন্য লিঙ্ক চাইবেন।যদি না দিতে পারি তাহলে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন।কেউ কেউ চাপাবাজ,গাজাখোর বলে গালাগালিও করবেন।
আচ্ছা, তাহলে নিচের বক্তব্যগুলো আগে একটু দেখি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কমিওর কথা উল্লেখ করে বলেন, হোশি কমিও জাপানি নাগরিক নয় তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন। এইচটি ইমাম বলেন, হোশি কমিওর সম্পর্ক আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেইজে লিখেছেন, খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকান্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।
এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপুর্ন এবং অত্যন্ত গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গের থেকে এসেছে। ওনারা অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। কিন্তু এই তথ্যগুলোর সত্যতার জন্য লিঙ্ক কি দিতে পারবেন? না দিতে পারলে কি, আমার অসুস্থ মস্তিষ্কের মত ওনাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন?
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০
আমি আবুলের বাপ বলেছেন: ভাইজান কি মজা নিলেন? বাংলাদেশের বিস্ময় শিশু বলতে যেই শিশু বাংলাদেশের মানুষের মনে বিশ্ময় স্রষ্টি করে, তাই বোঝাতে চেয়েছি। তবে বিশ্ময় বানানটা ভুল হতে পারে।
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচারপতিও তো বলেছিলেন হলিউডি ছবির দৃশ্য।
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: কিন্তু বিচারপতি সংসদ সদস্য মনজুরুল ইসলামের বীরত্বের কথা বলেছেন। শিশুটির কথা বলেন নাই।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: মাথাডা আউলায়া গেল।
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
আমি আবুলের বাপ বলেছেন: মাথাডা কার ঠিক আছে? আমাদের না ওনাদের?
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮
মানবী বলেছেন: " চতুর্থ শ্রেণির ছাত্র শিশু জামাতের আমির শাহাদাত নাশকতার উদ্দেশ্যে একাই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাড়ি অবরোধ করেন।তখন আত্মরক্ষার্থে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন তার নিজের পিস্তল দিয়ে গুলি করেন কয়েকটি।"
- স্যাটায়্যার ভালো হয়েছে :-)
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১
আমি আবুলের বাপ বলেছেন: সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন দাবি করলেন, গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে ছিলেন না। বরং জামায়াতে ইসলামীর লোকজন তার ওপর হামলা চালাতে পারে- এই আশঙ্কায় তিনি নিরাপদে ছিলেন।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
জনি চৌধুরী বলেছেন: লিখাটা পড়ে অনেক ভালো লাগলো, পাঠককে বুঝাতে পেরেছেন যা আপনি বুঝাতে চেয়েছেন।
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০
আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ।অসুস্থ মস্তিষ্ক কাদের?জনগনের না এইসব ক্ষমতাধরদের?
৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
রিয়াদ ফেরারী বলেছেন: ভাই কি যে বলুম বুইঝবার পারচি না ।
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
আমি আবুলের বাপ বলেছেন: কিচুই বলার নাই।দেকপেন আর হাচবেন।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
মঞ্জু রানী সরকার বলেছেন: লিঙ্ক দিতে সমস্যা কোথায়?
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: আপনি কি আমার এই নিউজের লিঙ্ক চাচ্ছেন? তাহলে সাথে থাকুন,অল্প কিছু ক্ষন পরই ফিরছি।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
চন্দ্রদ্বীপবাসী বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২
আমি আবুলের বাপ বলেছেন:
৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭
নতুন বলেছেন: তথ্য ভাগিনার কাছে লিংক চান তিনি দিতে পারবেন।
আমার মনে হয় তথ্য ভাগিনা এই ব্লগ পরে এটাকেও রেফারেন্স হিসেবে ব্যবহার করবে তার নেক্সট ফেবু স্টেটাসে।
১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪
আমি আবুলের বাপ বলেছেন: যার কাছে প্রমান আছে,সে প্রমান দিয়ে কথা বলে।আর যে খামাখা বকবক করে, সে নির্ভরযোগ্য সুত্র,বিশ্বস্ত সুত্র ইত্যাদি কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭
জানা বলেছেন:
" চতুর্থ শ্রেণির ছাত্র শিশু জামাতের আমির শাহাদাত নাশকতার উদ্দেশ্যে একাই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাড়ি অবরোধ করেন।তখন আত্মরক্ষার্থে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন তার নিজের পিস্তল দিয়ে গুলি করেন কয়েকটি।"
চতুর্থ শ্রেণির ছাত্র শিশু জামাতের আমির শাহাদাত
একদম সত্যিকথা। আমারতো প্রথম দিন থেকেই তাই মনে হয়েছে। এখন দেখি আমার সন্দেহ নিছক সন্দেহ নয়; এক্কেবারে বাস্তব।
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
আমি আবুলের বাপ বলেছেন: আমারতো প্রথম দিন থেকেই তাই মনে হয়েছে। এখন দেখি আমার সন্দেহ নিছক সন্দেহ নয়; এক্কেবারে বাস্তব।
আপনি একাই জোতিষি না,বাংলাদেশের সবাই এখন জোতিষি ।কারন সবাই এখন জানে, সব ঘটনার পিছনেই জামাত-বি এন -পি জড়িত আছে। এমন কি বাংলার আকাশে মেঘ ডাকলেও জামাত-বি এন -পির ষড়যন্ত্র ।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মগেে মুল্লুক কথাটা বদলাবাদ সময় এসেছে
++++
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০
আমি আবুলের বাপ বলেছেন: মগের মুল্লুকে মগেরা কি এভাবে গুলি করে?
১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
রুদ্র জাহেদ বলেছেন: হা হা।শকিং
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
আমি আবুলের বাপ বলেছেন:
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
রুদ্র জাহেদ বলেছেন: হা হা।শকিং
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
আমি আবুলের বাপ বলেছেন:
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে স্যাটায়ার।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭
আমি আবুলের বাপ বলেছেন: পুরা বাংলাদেশটাই এখন স্যাটায়ার।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
সভ্য আজাদ বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
আমি আবুলের বাপ বলেছেন: আপনার নিকটা ভালো।আর কয়েকদিন পর সবাই বুকে নেমপ্লেট লাগিয়ে ঘুরবে,আমি সভ্য।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
বিক্ষুদ্ধ বলেছেন: ভাই ফাটাফাটি পোসট দিছেন।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫১
আমি আবুলের বাপ বলেছেন: ব্রেকিং নিউজ -লিটন সাহেব ধরা খাইছে
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
ভিটামিন সি বলেছেন: মজাদার পোষ্ট ভ্রাতা। আমি তও ভাবছিলাম ভিলেন হিসেবে লিটনও ওই ছবিতে থাকবো। কিন্তু তা তো হইল না।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
আমি আবুলের বাপ বলেছেন: লিটন সাহেব এখন জেলে,পুলিশ তারে নিয়া খেলে।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আহত শাহাদাত তিব্র যন্ত্রণার মধ্যেও মাঝে মাঝে হঠাত হো হো করে হেসে উঠছে। তার মা উদ্বিগ্ন হয়ে ডাক্তারের কাছে ছুটে যায়, ছেলে কি পাগল হয়ে যাচ্ছে !!! ডাক্তার আতি দ্রুত একটা মেডিকেল টিম গঠন করে। কিছুতেই কিছু ধরা যাচ্ছে না। আবশেষে শাহাদাতের বালিশের নিচে একটি পত্রিকার পাতা পাওয়া যায় যেখানে লিটনের আত্মসমর্পণের খবরটি ছাপা হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫
আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা। লিটন সাহেব আত্মসমর্পণ করেন নাই। ডিবি ধরে নিয়ে গেছে। গভীর রাত্রে কি লিটন সাহেবকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হওয়া যায় না?
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা............ আরে জনি ডেপ কেন স্বয়ং স্পিলবার্গ সাহেবতো হ্যারিকেন দিয়া খুজঁতাছে ওরে................ তবে পরিচালক হিসেবে স...সাহেবেরে খুজঁতাছে............ এতো ভালো প্লট আর পাওয়া যাবে না !!!!!!!!!!!!!!!!!!
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
আমি আবুলের বাপ বলেছেন: আমি কি একটা চান্স পাইতে পারি না?এত বড় একটা নিউজ, সব পত্রিকা ওভারলুক করলো, আর আমি সাহস কইরা প্রচার কইরা দিছি।এর লাইগাওতো একটা রোল পাইতে পারি।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
মোহাম্মদ জামিল বলেছেন: লিটন সাহেব ভিলেন না উনি বীর। আর বীর রা এরকম দুই একজন রে গুলি কইরা মারার ক্ষেমতা রাখে। এটা কোন ব্যাপার না।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০
আমি আবুলের বাপ বলেছেন:
এই সেই বীর লিটন।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
মানুষ বলেছেন: বিস্ময় শিশু টার্মটা বুঝলাম না।