নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

ও যাদুরে দেখলে কেমন তুমি খেল :)

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০







মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার বাবলু, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার সরকার, নরেনন্দ্র দেব নাথ, সুজিত কুমার, জ্যোর্তিময় সরকার, শিশির কুমার সরকার, নরেশ চন্দ্র প্রমুখ। বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করে অসম্প্রদায়িক রাজনীতি তথা বঙ্গবন্ধুর আদর্শিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যা বর্তমানে অসম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক হিসেবে পরিচালিত হচ্ছে।





বরিশালের উজিরপুরে পূর্ব হারতায় দুর্গাপূজার মণ্ডপে হামলার সময় ছাত্রলীগ নেতাসহ সাতজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।



আ’লীগ নেতার সন্ত্রাসী ভাগিনাকে চাঁদা দাবিতে মন্দিরে হামলা আহত-২


দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষ: যুবলীগের হামলায় ৫ পূজারী আহত

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

চলন বিল বলেছেন: দুঃখের বিষয়, আমার দেশের বাড়ি হচ্ছে সুন্দরগঞ্জ, এই কুলাঙ্গারদের আবাসস্থল।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

আমি আবুলের বাপ বলেছেন: আপনার দেশের বাড়ি হচ্ছে সুন্দরগঞ্জ,এটা দুঃখের বিষয় নয়। দুঃখের বিষয় এই কুলাঙ্গারের পক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে হিন্দু ধর্মব্যাবসায়ীরা মানববন্ধন করে!!!!

২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: লিটন বাহিনী প্রতিমার পায়ে গুলি করার হুমকি দিছে মনে হয়।

বরিশালের উজিরপুরে আটকদের মধ্যে একজন "শুকদেব সরকার" , ও যাদুরে .......



২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা। লিটন সাহেবকে ছাড়া ওনাদের পুজাই হবে না। ;)

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রঙ্গ ভরা বঙ্গ দেশে আরও কত খেল যে দেখুম :P
ও জাদুরে ------ ;)

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

আমি আবুলের বাপ বলেছেন: ওরে পাকা চুল কালো করে কলপ যে ওই মাখে,
নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে।
খেয়ে যে লাথি ল্যাং ,ভেঙ্গে ওই গেল ঠ্যাং ।
ভাঙ্গলো মাথায় তোমার বেল,
ও যাদুরে দেখলে কেমন তুমি খেল :)

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: হিন্দুরা কি বিপদে আছে নাকি?

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

আমি আবুলের বাপ বলেছেন: আমার মনে হয়,মোটেই না।এগুলো বিচছিন্ন ঘটনা। তবে এগুলোর সাথে কারা জড়িত,তা স্পষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.