নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে বিচারপতি মানিকের উপর হামলা,সবাই মুখ টিপে হাসে কেনো?

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর আবার হামলা বিএনপিকে সন্দেহ

সদ্য অবসরে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলা হয়েছে। বিডিনিউজ জানায়, স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে নেমে বাড়িতে যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গাপূজার একটি মণ্ডপে যান শামসুদ্দিন চৌধুরী। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন কেড়ে নেয়। সাবেক ওই বিচারপতির মেয়েও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। তাঁর ধারণা, 'বিএনপির লোকেরাই' তাঁর বাবার ওপর এ হামলা চালিয়েছে।

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে যে হামলাটা হলো,তার প্রতিবাদ করে কেউ একটা কথা বললও না। কেউ কি নাই তার জন্য কাদাঁর? তার মেয়ে ছাড়া একটা লোকও কি নাই তার অবদানের কথা মনে করে তার উপর হামলার প্রতিবাদ করবে? বিশেষ করে তিনি এখন নতুন নতুন ইতিহাস তৈরি করছেন আর যেই সার্ভিস বিচারপতি হিসাবে দিয়ে গেছেন,সেসবের কথা বারবার মনে করে দিচ্ছেন।

লন্ডনে হামলা নিয়ে মুখ খুললেন বিচারপতি মানিক

বিচারপতি মানিক জানান, ‘আমি লন্ডনে আসার কয়েকদিন আগে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে বলেছিলাম, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন এমন কোনও প্রমাণ নেই। তিনি মূলত পাকিস্তানিদের খবরাখবর দিতেন। মেজর রফিক এবং ক্যাপ্টেন নুরুল হক তাদের বইতেও একথা লিখেছেন। আর প্রত্যেক সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধের তথ্য পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার ব্যাপারে কোনও তথ্য নেই। তিনি ছিলেন একজন পাকিস্তানপন্থী। আর এরপর থেকেই আমার ওপর হামলার পরিকল্পনা হয়।তিনি আরও বলেন, ‘এছাড়া, আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।’

এতো কিছু করেও ওনার এই লাথি-গুতা খাওয়ার প্রতিবাদে সমাবেশ-মিছিল তো দুরের কথা,একটা মানববন্ধনও হলো না ,আবার আড়ালে মুখ টিপে হাসছেন। এটা তার প্রতি চরম অবিচার।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যে কারণে হাসেন সেই কারণেই ....;)

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

আমি আবুলের বাপ বলেছেন: আমি হাসি আসে না।ওনার জন্য দুঃখ হয়। এত সার্ভিস দেয়ার পরও ওনার শুভাকাংখি শুধু তারঁ মেয়ে।
যাদের জন্য এত কিছু করলেন ,ওনারাই হাসেন। না হলে অন্তত একটা মানববন্ধনও করতে পারতেন।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো কিছু করেও ওনার এই লাথি-গুতা খাওয়ার প্রতিবাদ কেউ করলেন না,আবার আড়ালে মুখ টিপে হাসছেন। এটা চরম অবিচার।

একটা গান আবার বাঙালীর চেতনাকে খুব নাড়িয়ে দেয়-

"বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা!!!! ;) "

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

আমি আবুলের বাপ বলেছেন: এই হয়।যাদের জন্য উনি এত কিছু করলেন,আর ওনার বিপদে উনি কাঊকে পেলেন না!!!!!!!!!!!

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

সামছুল কবির মিলাদ বলেছেন: উনি এখন অচল পয়সা তাই!

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫

আমি আবুলের বাপ বলেছেন: উনি এখন অচল পয়সা তাই! আপনার মন্তব্যটাই ঠিক মনে হয়। তবে কেউ যে প্রতিবাদ করলো না,এতে ওনার অন্তরে রক্তক্ষরন হচ্ছে ,এটা সরকারের বোঝা উচিত।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও উনার জন্য দুঃখ হয়। বেচারা বাকী জীবনে যখনই কোথাও যাবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে বলবে, এই গালে থাপ্পড় খাইছে, এই পাছায় লাত্থি খাইছে। একটার ভিডিও আছে। তার বংশধরেরাও এই কলংক মাথায় নিয়ে চলবে - সুপ্রীম কোর্টের বিচারপতি ২ বার মাইর খাইছে রাস্তায়!

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

আমি আবুলের বাপ বলেছেন: আর উনি জেমসের সেই গানটা গাইবেন-

রক্তক্ষরনে বুকটাতে এত ক্ষত জমে গেছে এই বুকটাকে আর যায়না যে চেনা ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "আমি হাসি না" না বলে "আমি হাসি আসে না" বলার মানে কি ? :) :)
ইহাতে প্রমানিত হইল, শুধু শামসুই কোপাই, শামসুকেও কোপান যায়।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

আমি আবুলের বাপ বলেছেন: শামসু এখন লন্ডনে,
কোপায় তারে কোন জনে? :)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

ঢাকাবাসী বলেছেন: শামশু এখন লন্ডনে ..য় তারে কোনজনে!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২

আমি আবুলের বাপ বলেছেন: |-) |-)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ভোরের সূর্য বলেছেন: ওনার মেয়ে অপ্রাসঙ্গিকভাবে ইনডাইরেক্টলী বিএনপিকে দ্বায়ী করেছে কেন বুঝলাম না। ওনার বাবার উপর হামলা হয়েছে সেটার জন্য যথেষ্ঠ কারণ আছে। কিন্তু সেই কারণটা আমরা কেউ ভেবে দেখছিনা। সবকিছুর মধ্যেই বিএনপি কে টানা অভ্যাস হয়ে গেছে।

আপনাদের কি কারো মনে আছে কিছুদিন আগে একটা ব্রেকিং নিউজের কথা? ইনিই সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যিনি বর্তমান প্রধান বিচারপতির অভিশংসন বা ইমপিচমেন্টের চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন। পরবর্তীতে এটা নিয়ে আর কোন কথা হয়নি এবং ধামাচাপা দেয়া হয়। উল্লেখ্য যে উভয় বিচারপতিই আওয়ামীলীগ ঘড়ানার। আমার মনে হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আওয়ামীলীগের গ্রুপগত দণ্ডের শিকার যার ফলে আওয়ামীলীগের যারা তাঁর উপর রুষ্ট হয়েছিলেন তারাই এই হামলা করেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

আমি আবুলের বাপ বলেছেন: আপনার কথা ঠিক হতে পারে।কারন উনি এবং ওনার মেয়ে যেভাবে করুণা ভিক্ষা করছে,তাতে সন্দেহ করা অস্বাভাবিক নয়।তা ছাড়া উনি বিশ্ব হিন্দু পরিষদের পুজায় যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন।আবার কেউ তার পক্ষে প্রতিবাদ করে নাই।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

বিপরীত বাক বলেছেন: ঢাকাবাসী বলেছেন: শামশু এখন লন্ডনে


আমিও কই, " সামসু এখন লন্ডনে। "

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৮

আমি আবুলের বাপ বলেছেন: |-) |-)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

অবিবাহিত ছেলে বলেছেন: ফাগল নাকি....

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আমি আবুলের বাপ বলেছেন: ফাগল এখনো হয় নাই,হয়ে যাবে আর কয়েকদিন পর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.