নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

নিপুনভাবে প্রশংসা ও সমালোচনা কোথায় শিখবেন?ক্যারিয়ার ডেভেলেপ টিপস ।(ভিডিও সহ) ফান পোষ্ট :)

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬


সবাই চায় নিজের ক্যারিয়ার ডেভেলেপ করতে। আর এজন্য বিভিন্ন বিশেষজ্ঞগন অনেক রকম টিপস দেন।সব টিপসই বিফলে যায়,জাষ্ট দুটো গুনের অভাবে। ক্যারিয়ার ডেভেলেপ করতে হলে যে দুটো গুন প্রয়োজন, তা হলো-

১)সঠিক ও নিপুনভাবে প্রশংসা করে বসকে তেলে ভাসানো।
২)বসের শত্রুর নামে যত ভাবে পারা যায় সমালোচনা করা।

কিন্তু অধিকাংশ মানুষই এসব পারে না।ফলে তারা উন্নতিও করতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলেই সম্ভব।
অনেকের মনে প্রশ্ন, এগুলো কোথায় শিখবো?কত টাকা লাগবে?
হ্যা এসব শেখার জন্যও আপনাকে কোথাও যাওয়া লাগবে না, আবার কোনো টাকা-পয়সাও খরচ করতে হবে না।আপনার হাতের নাগালেই আছে।
আপনাকে কষ্ট করে বর্তমান দশম জাতীয় সংসদের অধিবেশনগুলো দেখতে হবে।

সংসদে নেই, তবুও বিএনপির সমালোচনা ৭২৬৮ বার

সংসদে সরকারি দলের প্রশংসা আর সংসদের বাইরে থাকা বিরোধী জোটের নিন্দার পরিমাণ অভাবনীয়ভাবে বেড়েছে। বর্তমান দশম জাতীয় সংসদের ১১২ কার্যদিবসে সরকারি দলের সদস্যরা ৭ হাজার ৫০০ বার নিজ দলের প্রশংসা এবং ৭ হাজার ২৬৮ বার সংসদের বাইরে থাকা বিএনপির নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে সময় ব্যয় করেছেন।


এসব দেখে অবশ্যই আপনি হয়ে যাবেন বিশিষ্ট তেলবাজ আর শত্রুর একজন নিপুন সমোলোচক। আপনার ক্যারিয়ার আর ঠেকায় কে?
তবে ফাও হিসাবে যেটা শিখবেন ,তা হলো টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের ভাষায় পুতুল নাচ।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদের বিরোধী দল সরকারের অংশ। তাই তারা আত্মপরিচয়ের সংকটে আছে। সংসদে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। যে কারণে বর্তমান সংসদ হয়ে পড়েছে ‘পুতুল নাচের নাট্যশালা’। তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি দশম সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। তথাকথিত বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। প্রমাণ করতে পারেনি যে তারা প্রকৃত অর্থে বিরোধী দল। এটা উদ্বেগের ও হতাশার।’

ও হ্যা ভিডিওর লিঙ্কটা দিতাম। তবে ইউ টিউবে এত মনমুগ্ধকর ভিডিও দেখলাম যে, কোনোটা রেখে কোনটা দেবো, তা মনস্থির করতে পারলাম না। কারন প্রত্যেকটাই একেকটা ইউনিক। তাই নিজেই কষ্ট করে দেখে নিতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

সুমন কর বলেছেন: :(

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১

আমি আবুলের বাপ বলেছেন: B:-)

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

এস কাজী বলেছেন: হাহাহাহা সুমন দা নিউজটি দিয়ে হাসালেন বটে। দেখব ভিডিও গুলি

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

আমি আবুলের বাপ বলেছেন: স্যরি, বুঝলাম না।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

এস কাজী বলেছেন: দুঃখিত আমি মন্তব্য আরেক জায়গায় করতে গিয়ে ভুল করে করে ফেলেছি। মন্তব্য মুছে দিলে খুশি হব। অবশ্য ব্যাপারটা এমনিতেই হাস্যকর । তাই মন্তব্য মুছা না মুছা আপনার ব্যাপার। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

আমি আবুলের বাপ বলেছেন: কি যে বলেন না,আপনার মন্তব্য আমি মুছে ফেলব!!? ভুল করে হলেও গরীবের বাড়িতে(ব্লগে) হাতির পারা,এতেই আমি ধন্য। :)

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

কিরমানী লিটন বলেছেন: :D :P B-)) =p~ =p~ =p~ B:-) B:-)

শুভকামনা ...

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ। আপনি কি টিপস ফলো করা শুরু করছেন? :)
আপনার জন্যও রইলো শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.