নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

পিটিয়ে লাল মিয়াকে সাদা মিয়া বানানো যায়!!!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২




প্রথমেই একটা বহুল প্রচলিত জোকস।

চার দেশের পুলিশের মধ্যে প্রতিযোগীতা হচ্ছে।
১.রাশিয়া
২.আমেরিকা
৩.ভারত
৪.বাংলাদেশ।
প্রতিযোগীতার বিষয় একটি কুকুরকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
কে কতো দ্রুত তা খুঁজে বের করতে পারে।
ছেড়ে দেয়া হলো কুকুরকে।
প্রথমে রাশিয়ান পুলিশ : কুকুরটাকে দুই দিনে খুঁজে বের করলো।
এরপর আমেরিকান পুলিশ : তিন দিনে খুঁজে বের করে আনলো।
এরপর ভারতের পুলিশ : বের করতে চারদিন ব্যায় হলো।
এবার বাংলাদেশের পুলিশের পালা। দুই দিন গেলো,তিন দিন গেলো, পাঁচ দিন গেলো, এমনকি এক সাপ্তাহ পার হয়েছে। কুকুর খুঁজে আনাতো দূরের কথা। পুলিশের'ই খবর নেই।
পরে সব দেশের পুলিশেরা মিলে বাংলাদেশের পুলিশকে খুঁজতে বের হলো।
খুঁজতে খুঁজতে পাওয়া গেলো বাংলাদেশের পুলিশ গত সাপ্তাহখানেক যাবত একটা ভেড়াকে বেঁধে পিটাচ্ছে আর বলছে স্বীকার কর, তুই-ই সেই কুকুর। তুই-ই সেই কুকুর!!!

এবার নিচের নিউজটা দেখুন।



তাবেলা হত্যা রহস্যে বহু প্রশ্নের উত্তর মেলেনি


পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেন, ‘‘সিসিটিভি-র ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই চারজনকে আটক এবং মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে৷ তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজে লাল মটর সাইকেল থাকলেও, উদ্ধা করা মটর বাইকটি লাল নয়, সিলভার রঙের৷


মোটর সাইকেলের রঙের সঙ্গে মিল না পাওয়া যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা নিশ্চিত হয়েছি যে, আটক মটর সাইকেলটিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে৷ রঙের বিষয় নিয়ে ভাবছি না৷

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব মজা পেলাম। মজা পেলেও একদম সত্যি কথা। ধন্যবাদ







ভালো থকাবেন নিরন্তর।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

আমি আবুলের বাপ বলেছেন: দু:খিত, মন্তব্যের জবাব দেরীতে দেয়ার জন্য।
আমরা এসব লাইভ নাটক দেখব,আর মজা পাব।
আপনিও ভালো থাকুন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

কিরমানী লিটন বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব মজা পেলাম। মজা পেলেও একদম সত্যি কথা। ধন্যবাদ


শুভকামনা নিয়ত ...

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

আমি আবুলের বাপ বলেছেন: দু:খিত, মন্তব্যের জবাব দেরীতে দেয়ার জন্য।
স্বাধীন ভাবে কাজ না করতে। লে,পুলিশ দ্বারা এরকম অনেক মজা উপভোগ করবো।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

কারগার বলেছেন: আপনি দেখি খুব মজার এবং বাস্তবধর্মী লোক... ব্লগটি পড়ে ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

আমি আবুলের বাপ বলেছেন: দু:খিত, মন্তব্যের জবাব দেরীতে দেয়ার জন্য।
ধন্যবাদ। জাতি এই কারাগার থেকে কবে মুক্তি পাবে?

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

মানবী বলেছেন: B-)

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

আমি আবুলের বাপ বলেছেন: B-) B-)

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯

তাল পাখা বলেছেন: কে বলেছে আপনি আবুলের বাপ? আপনি তো দেখছি 'রসের হাঁড়ি।

ছোট বেলা মেলায় পুতুল নাচ দেখেছেন ভাই? আমাদের পুলিশ হচ্ছে কাপড়ের তৈরী সেই পুতুল। যার সূতো রয়েছে অন্তরালে।
অনেক অনেক ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ। তবে আমি রসের হাড়ি নই।পুলিফই রসের হাড়ি।
আপনার পুতুল নাচের উদাহরণ একদম পারফেক্ট।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ আপনার বাস্তববাদী উপস্থাপনাটুকু। সত্যি কথাটিকে আপনি চরম রসবোধে রসাল করে উপস্থাপন করেছেন। আপনাকে বিনম্র শ্রদ্ধা।লিখে চলুন সতত।

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

আমি আবুলের বাপ বলেছেন: রস আর রস,স্বরাষ্ট্র মন্ত্রীও রস দিলো।আগের দিনের বক্তব্য পরেরদিন পাল্টায়।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
রঙের বিষয় নিয়ে ভাবছি না

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

আমি আবুলের বাপ বলেছেন: :-/ :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.