![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগে সীমান্ত হত্যা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। আমাকে অন্ধ ভারত বিদ্বেষী আর পাকিস্তান প্রেমিক বলে কিছু দেশপ্রেমিক বাংগালী চিহ্নিত করেছেন। তবে আজকে কিন্তু ভারতে প্রশংসাই করবো।
কি আনন্দ আজ আকাশে বাতাসে। ভারত দুঃখ প্রকাশ করেছে। বিএসএফ প্রায় প্রতিদিনই আমাদের মারে।আমরা কিছু বলতে পারি না। তবে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে লাশ নিয়ে আসি। কিন্তু অন্ততঃ একটার বেলায় তারা বাংলাদেশীকে হত্যার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে!!! এতে খুশী না হয়ে কি পারা যায়। তাই এই হত্যার প্রতিবাদ না করে সারা বাংলাদেশে আনন্দ উদযাপন করা হোক। তবে যারা এই হত্যার প্রতিবাদ করবে তাদেরকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দেয়া হোক।
৩৬ ঘন্টা পর বিএসএফের গুলিতে নিহত মনিরুলের লাশ ফেরত
এদিকে গুলি করে বাংলাদেশীকে হত্যার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ কওে বিএসএফ। বুধবার দুপুরে বিএসএফ ও বিজিবি‘র মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
মনিরুলের অপরাধ একই।
গত মঙ্গলবার ভোওে মনিরুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী ও রাখাল গরু আনার জন্য পুটখালী সীমান্তের ইছামতী নদীর পারে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। মনিরুল বিএসএফের হাতে আটক হন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। পরে খবর পেয়ে ভারতীয় পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।
ঠিকইতো আছে। কেন তাদের মাকে এনে এভাবে আমাদের সীমান্তে এনে কেটেকুটে রান্না করে খাবে? এই অপরাধে পিটিনো ও গুলি করা ঠিকই আছে।
তবে ভারতের জেলেরা টনে টনে ইলিশ পাচার করার সময় ট্রলার সহ ধরা পরলেও আমরা কিছু বলি না। গুলিতো দুরের কথা সামান্য গালিও দেই না। আমরা তাদের সসন্মানে মুক্তি দেই।
সরকারী হিসাব অনুযায়ী, বঙ্গোপসাগরে দেশের নিজস্ব পানিসীমায় পরিচালিত অভিযানে আটক ভারতীয় ট্রলার, নৌযানবহর হচ্ছেÑ এফবি দয়াময়, এফবি হংসরাজ, এফবি দুইবোন, এফবি আবির, এফবি জবা, এফবি দক্ষিণেশ্বরী, এফবি জয় হনুমান, এফবি হীরালাল সি, এফবি বাসন্তী-১, বাসন্তী-২, সী মেরি, মেরিস গিফট, জেসাস, আদি পুরুষ শ্যামাচরণ, এফবি উমা, এফবি তারা মা, এফবি নিউ প্রসেনজিৎ, এফবি সনাতন, এফবি মালিকের দান, এফবি মা তারাময়ী, এফবি মলেশ্বর, এফবি মা বাসন্তী, এফবি পায়েল, এফবি মা গৌরী, এফবি সরস্বতী, এফবি নাগমাতা, এফবি মা কালী, এফবি স্বর্ণপ্রভা ও এফভি সায়ান। এসব ট্রলারবহর থেকে আটক ৫২০ জন ভারতীয় জেলের মধ্যে ২৬২ জনকে জামিনে মুক্তি দেয়া হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতায় ট্রলার, নৌযানসহ নৌপথে তাদেরকে ভারতে পাঠানো হয়।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
আমি আবুলের বাপ বলেছেন: ইসলাম নিয়ে আপনার এত চুলকানি কেন?এখানে ভারতের অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
ভারতের সাথে সমানে সমান হয়ে, ভালো প্রতিবেশী হয়ে থাকার মতো অবস্হানে বাংলাদেশ নেই।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
আমি আবুলের বাপ বলেছেন: বুঝলাম না।আমেরিকায় বসে কি ভারতের দালালী করলেন?তাহলে নেপালের দিকে তাকান।নেপাল ভারতকে শিক্ষা দিতে পারছে,আমরাও একদিন পারব।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
আইচ্ছা তাইলে ইসলাম কুনো চুলকানি নাই। সব চুলকানি আবুলের বাপের আর ভারতের।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভারত ধ্বংস হোক, নিপাত যাক। ইসলাম বেঁচে থাকুক।