নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

মানুষের পেটে শুকরের বাচ্চা!!! লাইক-শেয়ার করে ছড়িয়ে দিন।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬



শিরোনাম দেখেই অনেকই ভাবছেন,আমি ভুয়া কোনো অনলাইন পত্রিকার খবর শেয়ার করছি।অথবা ফেইসবুকের রেডিও মুন্না টাইপের কোনো পেইজ খুলে লাইক-শেয়ারের ধান্দা করছি।আসলে কোনোটাই না।
নিচের নিউজটা পড়ুন।আশা করি সত্যতা পেয়ে যাবেন।


কিছুক্ষণ পর সরকারদলীয় আরেক ক্যাডার সম্রাটসহ প্রায় ২২-২৫ জন সাঙ্গপাঙ্গ নিয়ে ইকবাল আবার জেলেপাড়ায় ঢোকে। আর পাড়ার ঘরবাড়িগুলোতে আচমকা ভাংচুর ও লুটপাট শুরু করে। প্রতিবন্ধী স্বপন দাসের দোকানের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এ সময় তাদের ঠেকাতে পাড়ার লোকজন এগিয়ে এলে ক্যাডাররা নিরীহ সংখ্যালঘুদের মারধর শুরু করে। হামলাকারীদের হাত থেকে আহত রবীন্দ্রদাসকে বাঁচাতে এগিয়ে আসেন তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তুলসী রানী দাস। তার ওপরও এতটুকু মায়া হয়নি সন্ত্রাসীদের। তারা তুলসীর পেটে উপর্যুপরি লাথি মারে। মুহূর্তেই রক্তক্ষরণ শুরু হয়ে যায় তার। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মৃত সন্তান প্রসব করেন তিনি।


ফেনীতে সরকারদলীয় ক্যাডারদের হাত থেকে রক্ষা পায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও পেটের সন্তান। তার পেটে উপর্যুপরি লাথির চোটে ঘটনাস্থলেই মৃত বাচ্চা প্রসব করেন তিনি।
এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সরকারদলীয় ক্যাডাররা যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে,সেই সব মা কি মানুষের বাচ্চা জন্ম দিয়েছেন নাকি শুকরের বাচ্চা জন্ম দিয়েছেন

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

পুরাতন আামি বলেছেন: বাংলাদেশকে বাংলাজায়গা বানাতে চাচ্ছে .।.।।স্বাধীন দেশ থাকবে না। অধিকার শব্দটি জাদুঘর এর সংরক্ষিত ইতিহাস এর পাতায় থাকবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

আমি আবুলের বাপ বলেছেন: অধিকার আছে,তবে তা দানবধিকার।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

আরণ্যক রাখাল বলেছেন: তীব্র ঘৃণা জাগে মাঝে মাঝে এদের প্রতি

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

আমি আবুলের বাপ বলেছেন: এরাইতো চেতনার সোইনিক। :)

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

কিরমানী লিটন বলেছেন: দুর-হ, দুঃশাসন ...

শুভকামনা আপনার জন্য ...

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আমি আবুলের বাপ বলেছেন: এটা দু:শাসন নয়,জংলি শাসন।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত স্বৈরাচারের সোনার ছেলে এরা!!!

আপনার ঘাড়ে কয়টা মাথা!!!!

এমনই দু:শাসন চেপেছিল ৭২-৭৫!!! যে জন্য মানুষ পাওয়া যায়নি ইতিহাসের জনকের কাঁদার জন্য! আজা আবার সেই দু:শাসন ডিজিটালী চেপে বসেছে! কিছূ মানুষের মোহ মুক্তি ঘটাতে! চেতনার নামে স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ অপমান করছে তারা! দলীয় বৃত্তবদ্ধতার বাইরে কখনো যেতে পারে নি পারবেও না!
স্বাধীনতার মানেটাকেই তারা ভুল ভাবে বুঝতেছে!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

আমি আবুলের বাপ বলেছেন: আগেরবার পেটে গুলি করেও সুরাইয়াকে মারতে পারেনি।এবার কিন্তু পেটে লাথি মেরেই মারতে পেরেছে।সাবাস,আম্লীগঈ পারবে।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নয়নের জন্য কোন সরকারকে ১০ বছর কাজ করতে দেয়া উচিত। তবে শান্তির জন্য কোন সরকারকে ১০ দিনের বেশী রাখা উচিত নয়!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ।তবে আমার মতে অগনতান্ত্রিক সরকার কোনোটাই পারবে না।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

নতুন বলেছেন: সরকার এদের পশ্রয় দেওয়া বন্ধ করবে কবে?

জনগন সচেতন না হলে এই সব চলতেই থাকবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

আমি আবুলের বাপ বলেছেন: জনগনের এখন আর কিছু করার নাই।খালি চেয়ে চেয়ে দেখবে আর দীর্ঘনিশ্বাস ফেলবে।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

গেম চেঞ্জার বলেছেন: হায়রে দেশ!! হায়রে চেতনা!! হায়!!

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭

আমি আবুলের বাপ বলেছেন: ফারুকীর ভাষায়, এই চেতনা লইয়া আমি করিব?

৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


নোয়াখালী সন্ত্রাসের ভুমি

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

আমি আবুলের বাপ বলেছেন: পুরো বাংলাদেশ এখন সন্ত্রাসের ভুমি।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

মানবী বলেছেন: শিরোনামে যে প্রনীটির কথা উল্লেখ করা হয়েছে তারাও হয়তো একজন গর্চবতীর সাথে এমন ঘৃন্য আচরন করবেনা। এই নরাধমেরা জীবজন্তুর চেয়েও হিংস্র অতি ঘৃণ্য এক প্রজাতি। এদের রাজনৈতিক প্রভুরা মগজ ধোলাই করেছে ঠিক "হিরোক রাজার দেশে"র মতো। এদের বোধ বুদ্ধি, বিবেক বিবেচনা সব আজ বিলুপ্ত।

অন্তরের অণ্তঃস্থল থেকে ঘৃনা জানাই এই নরাধমের পাল আর তাদের পালকারীদের প্রতি।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

আমি আবুলের বাপ বলেছেন: প্রানীটি এমন করবে না।
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.