![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৃশংস হামলা চালিয়ে ঢাকায় গতকাল শনিবার ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে। কিন্তু এই হত্যার বিচার চান না ফয়সালের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক। কিন্তু কেন বাবা হয়ে ছেলের হত্যার বিচার চান না? এ বিষয়ে একটি অত্যন্ত উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই উচ্চপদস্থ তদন্ত কমিটি নিবিড়ভাবে যাচাই করে সম্ভাব্য কয়েকটি কারন খুজে পেয়েছে।
১) তিনি বুঝতে পেরেছেন ,এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ সামান্য ছেলে হত্যার বিচার চেয়ে কাউকে বিব্রত করতে চান নাই। এতে উন্নয়েনের এই গতি ব্যহত হতে পারে।
২) তার ছেলে নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন। আর মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকারের বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমান ছিলেন রাজাকার ও আই এস আই এর চর। যে জিয়া স্মতি পাঠাগারের সহসভাপতি , সেও অবশ্যই রাজাকার ও আই এস আই এর চর। জানেনই তো বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই। এরকম রাজাকারের মরাই উচিত।
৩)তিনি বুঝতে পেরেছেন, কোনো একজন নির্দেশ না দিলে ,বিচারতো দুরের কথা, কাউকে গ্রেফতারও করা যায় না। তাই তিনি তার নির্দেশের অপেক্ষায় আছেন।তার নির্দেশ আসলেই তিনি বিচার চাইবেন।
৪)তার ছেলেতো অনেকদিন বেচেছেন।এখনতো মায়ের পেটেই গুলি করে-লাথি মেরে মারা হয় । সেদিক থেকে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন।
উপরের লেখা যারা পড়েছেন,তারা এবার লেখায় থুথু মেরে নিচে এক বাবার অসহায় আর্তনাদ পড়ুন।আর নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকুন।
ছেলে হত্যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ, হতাশ এই বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যাঁরা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যাঁরা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।’
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
আমি আবুলের বাপ বলেছেন: চিন্তা করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ,আইনশৃংখলা স্বাভাবিক, সব দেশেই বিচ্ছিন্ন ঘটনা ঘটে
তিনি বলেন, আনসারুল্লাহ, আইএস যারাই এ কাজ করে থাকুক না কেন; সবাই যুদ্ধাপরাধী বা জামাত শিবিরের লোক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার কাছে বিষয়টি জানতে চান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
সাদী ফেরদৌস বলেছেন: খাইছে আমারে , আগে যারা নাস্তেক শাহাবাগি ছেল , এখন তারা জিয়া স্মতি পাঠাগারের সহসভাপতি
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
আমি আবুলের বাপ বলেছেন: জ্বী ভাই,তথ্যটা জানার পর মনে হয় আপনার বুক থেকে একটা পাষান ভার নেমে গেলো? এখনই মনে হয় একটা ব্লগ লেখার পরিকল্পনা করছেন, কেন ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা জায়েজ ছিলো!!! ?
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
পদ্মা_েমঘনা বলেছেন: "কোনো একজন নির্দেশ না দিলে ,বিচারতো দুরের কথা, কাউকে গ্রেফতারও করা যায় না, এখনতো মায়ের পেটেই গুলি করে-লাথি মেরে মারা হয় । সেদিক থেকে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন" ----এ পর্যন্ত একটি হত্যারও কোন সুরাহা হল না! সমানে চলছে দোষ চাপানোর রাজনীতি!
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
আমি আবুলের বাপ বলেছেন: অত্যন্ত মুল্যবান কথা বলেছেন, মহানগর গোয়েন্দা কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, প্রকাশকদের ওপর এ হামলা পূর্ব পরিকল্পিত। এটা প্রতিরোধ সহজ নয়। তবে আমরা চেষ্টা করছি যাদের হত্যার হুমকি দেয়া হয়েছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার।এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শিগগিরই ধরা পড়বেন। লালমাটিয়ায় হামলাকারীরা পেশাদার নন জানিয়ে তিনি বলেন, এ হামলায় চাপাতির পাশাপাশি গুলিও করা হয়েছে। যেটা পেশাদার খুনির কাজ নয়।
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
মিথুন আহমেদ বলেছেন: হায় !! হায় !! এটা কি কইলেন !!! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক !!! এক্কেবারে সরকার, শাহবাগীদের বাড়া ভাতে ছাই দিলেন রে ভাই। এতদিন এত ব্লগার, সুফীবাদী মারা যাওয়ার পর বাংলার আম জনতাকে গিলানো হয়ছিল এগুলো বিএনপি জামাতের কাজ। এখন কি বিএনপি জামাত টার্গেট মিস করল !!! না কি সরকার !!!!
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
আমি আবুলের বাপ বলেছেন: শুধু তাই না,স্বয়ং সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী একজন সাদা দলের শিক্ষক নেতা।
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বাংলার জামিনদার বলেছেন: খামাখা পুলিশ পিছে লাইগ্যা থাকবে। যে গেছে তার নানা দোষ বের করা হবে। দরকার নাই। কতবড় ঠাডা পরলে কোনো পিতা একথা বলতে পারে। !!!
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আমি আবুলের বাপ বলেছেন: পুলিশের কাজ আরো কমিয়ে দিলেন য়ে নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা।
[link|http://www.jugantor.com/current-news/2015/11/01/527|যুক্তরাষ্ট্র প্রবাসী রাফিদা আহমেদ বন্যা রোববার মুক্তমনা ব্লগে এক পোস্টে লিখেছেন, 'দীপনের বাবার মতো আমিও বিচার চাই না। আমি কোনোদিন অভিজিৎ হত্যার বিচার চাইতে আসবো না।
৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
নিমগ্ন বলেছেন: অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: বিশ্বাস না করলে,রাস্তায় বড় বড় বিলবোর্ডগুলো দেখুন। প্রমান পেয়ে যাবেন।
ও হ্যা,আমি এই পয়েন্টটা বলতে ভুলে গেছি।হানিফ সাহেব ঠিকই বলে দিয়েছেন।
[link|http://www.jugantor.com/current-news/2015/11/01/531#sthash.5fXnFuMO.gbpl&st_refDomain=&st_refQuery=|আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্লগারদেরকে যারা হত্যা করছেন নিহত দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হক হয়তো তাদেরই অনুসারী। এ কারণেই তিনি পুত্র হত্যার বিচার চাননি
৭| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
সজিব হাওলাদার বলেছেন: আজকের বাংলাদেশের এই প্রকাশ্য বিভাজন,বিভেদের জন্য কি শাহাবাগীরা দায়ী নয়?তাদের জন্যই আজকের এই অবস্থা।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
আমি আবুলের বাপ বলেছেন: এরকম বিভাজন করা হয়েছে রাজনৈতিক কারনে।ক্ষমতায় টিকে থাকার জন্য এই বিভাজন করে ফায়দা লুটছে। কিন্তু মানুষ এভাবে দেখতে চায় না।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
জেকলেট বলেছেন: অন্ধকারের পথে যাত্রা। অশুভের দিকে যাত্রা। ঠিকানা বিহীন ধ্বংসের পথে যাত্রা। এই যাত্রায় পা বাড়ানো সহজ কিন্তু ফিরে আসা খুবই কঠিন.। কবে যে সবাই এটা বুঝবে????