![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় গনজাগরন মঞ্চের কোনো সংবাদ পত্রিকায় পড়লেই নিচের ছবিগুলো নিয়মিত দেখতাম।
আর আজকের হরতালে গনজাগরন মঞ্চের ছবি ।
অথচ আগেও যেমন পুলিশ প্রশাসন দিয়ে সহায়তা করা হয়েছে, আজকেও পুলিশই গাড়ি আটকে দিয়ে তাদের হরতাল করার সুযোগ দিয়েছে। কিন্তু তবুও গনজাগরন মঞ্চের কেন এই করুণ পরিণতি!!!
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
আমি আবুলের বাপ বলেছেন: সাথে লেবু বেশী কচলানোর কারনে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
কিরমানী লিটন বলেছেন: দলীয় চেতনার কাছে আত্মসমর্পণ,ফরমায়েসী কর্মসূচী,স্বার্থের মিশ্রন আর সার্বজনীন স্বার্থের উপেক্ষায়-এটি এখন শুধুই বখাটের আড্ডা,এছাড়া দেশবাসীর কাছে এর ভিন্ন কোন আবেদন আর অবশিষ্ট নেই-বরং বিরক্তির কারন ...
সত্যকে চোখের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আমি আবুলের বাপ ,
অনেক শুভকামনা ...
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আপনার এক বাক্যেই আসল কারন ফুটে উঠেছে।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
রায়হান চৌঃ বলেছেন: দলীয় নয়, বলেন দালালি........
সময় বাংলাদেশকে ধীরে ধীরে সব রকম এর দালাল মুক্ত করবে....... আপনারা দেখে থাকবেন কোন এক সময় এর মুন্নি সাহ এর মতো ইমরান এইডস্ সরকার ও বিলিন হয়ে যাবে।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আমি আবুলের বাপ বলেছেন: পুলিশ-প্রশাসনের পাহারায় আর যাই হোক বিপ্লব হয় না,হয় দালালী-চামচামি।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: গণজাগরণ মঞ্চের এই পরিণতির এক কথায় উপসংহার টানাটা নিছকই একপেশে। এ জন্যে তাদের দায় যেমন আছে তেমনি দায় আছে আওয়ামীলীগসহ দেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের। দায় আছে মিডিয়ার। দায় মুক্ত নই আমি-আপনিও।
একটি সম্ভাবনা, একটি আলোর মিছিলকে নিভিয়ে দিয়ে কিংবা নিভে যেতে দেখে যারা আনন্দে আত্মহারা। যারা আজ তাই নিয়ে উপহাস করে তাদেরকেই বরং এককথায় পরিচিতি দেয়া যায়। আর তা হল "অন্ধকারের মানুষ" অথবা "আততায়ী"।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: যেই আলোর মিছিল জাতিকে দুভাগে বিভক্ত করে,সেটা আলোর মিছিল হতে পারে না।আলোর মিছিল কেন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে নাই,সেটা ভেবে দেখুন।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
মিথুন আহমেদ বলেছেন: ফ্রি বিরিয়ানী প্যাকেজ চালু করা হোক... পারলে আরও কিছু আকর্ষণীয় ঘোষণা করুন... রাস্তায় দাড়ানোর জায়গা পাবেন না...।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
আমি আবুলের বাপ বলেছেন: ফ্রি বিরিয়ানীর প্যাকেজের পাশাপাশি আরো কিছু আকর্ষণী কি হতে পারে,আপনার কোনো আইডিয়া আছে?
৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
নয়ন01 বলেছেন: ফ্রি বিরিয়ানী প্যাকেজ চালু করা হোক... পারলে আরও কিছু আকর্ষণীয় ঘোষণা করুন
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
আমি আবুলের বাপ বলেছেন: আরো কিছু আকর্ষণী কি হতে পারে,আপনারও কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন
৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষ আকাম কুকাম যাই করুক নিজের পরিবারের বেলায় 'পবিত্র' থাকতে চায়।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
আমি আবুলের বাপ বলেছেন: আপনার মন্তব্যটা মাথার উপ্রে দিয়া গেলো।এই গজাম থেকেই ধর্মনিরপেক্ষ হাসপাতালের দাবী জানিয়েছিলো।কোনো কোনো হাসপাতালও এদের কাছে রাজাকার ছিলো। অথচ সেদিন ফেসবুকে দেখলাম, এদেরই বড় একজন নেতা রাজাকার হাসপাতালে (!)তার বাবা হওয়ার আনন্দ শেয়ার করছেন।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
শিশির খান ১৪ বলেছেন: হুম শুনছি সে নাকি নিজেও ডাক্তার হাসপাতালের পাশে রাস্তা আটকায়া এরকম মাইকে গান বাজনা করা কি উচিত ?৩ টা হাসপাতাল পিজি হাসপাতাল ,ডায়বেটিক হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ এর প্রচুর রোগী ওই রাস্তা ব্যবহার করে অযথা রাস্তা আটকায়া অসুস্থ লোক গুলাকে কষ্ট দেয়া আমার কাছে মোটেও ভালো কাজ বলে মনে হয় নি
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
আমি আবুলের বাপ বলেছেন: তখন চেতনায় অন্ধ ছিলো।তাই ভালো-মন্দ কিছু দেখার সুযোগ হয়নি।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
নয়ন01 বলেছেন: গতকালের সেরা ইভেন্ট। ১০-১২ জনের বিশাল হরতালের নিউজ কভার করতে ২০ এর অধিক ক্যামেরা আর ৫০ এর গণমাধ্যম কর্মি। আর কি লাগে।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
আমি আবুলের বাপ বলেছেন: এমন কোটি জনতার অংশগ্রহনে স্বতঃস্ফুর্ত হরতাল বাংলাদেশে কেউ কি কখনো দেখেছে?
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @লেখক-
শুধু তাই না। ইমরান নিজেও নাকি রংপুর মেডিক্যালে শিবির নেতার সিটে ছিলো কিছুদিন.....
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: চেতুনা একটা মৌসুমি ব্যবসা।সবসময় চেতনা চেগায় না।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
রানার ব্লগ বলেছেন: দলীয় করন প্রচেস্টার কারনে।