নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী ভিসি লীগের কর্মকাণ্ড মানবো না!!! :); নিখিল বাংলা পাচাটা ভিসি লীগ পরিষদ

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪



সম্প্রতি ভিসি লীগের কিছু সদস্যের বিতর্কিত কর্মকান্ড দেখে সন্দেহ হচছে, এরা আসলেই ভিসি লীগ করেন নাকি আলাদা বিদ্রোহী ভিসি লীগ গঠন করেছেন? তারা কথাই শুনতে চান না। তাদের হাতে নিজের পছন্দ মত লোকদের লিষ্ট ধরিয়ে দেয়া হয়,কিন্তু তাদের চাকুরী দেয়া হয় না।মনে রাখবেন ভিসি লীগ করেন বলেই ভিসি - প্রো-ভিসি হয়েছেন। এটা যোগ্যতায় নয়, বরং সরকার চেয়েছে বলেই হয়েছেন। সুতরাং সাবধান। যখন যা বলা হয়ে মাথা নিচু করে শুনতে হবে। ভিসি লীগের ভিতরে থেকে আলাদা বিদ্রোহী ভিসি লীগ গঠন করার চেষ্টা করার পরিণাম ভালো হবে না।
তাই বেঈমানী করে পার পাবেন না।
আপনাদের সাবধান করার জন্যই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন , যোগ্যতায় নয়, আওয়ামী লীগ করেন বলেই ভিসি'

বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে উদ্দেশ্য করে খায়রুজ্জামান বলেন, 'আওয়ামী লীগ করেন বলেই ভিসি ও প্রো-ভিসি হয়েছেন। এটা যোগ্যতায় নয়, বরং সরকার চেয়েছে বলেই হয়েছেন।


তিনি হুমকি দিয়ে আরও বলেন, 'এত শান্তিতে ক্যাম্পাস চালাচ্ছেন। ভাবছেন- আপনাদের দক্ষতা? না, আমরা শান্ত আছি বলেই আপনারা সুন্দরভাবে ক্যাম্পাস চালাতে পারছেন। মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি চায় আপনাদের গদি উল্টাতে ৪৮ ঘণ্টা সময়ও লাগবে না।

ভিসি ও প্রো-ভিসি হওয়ার আগে আমাদের কথা দিয়েছিলেন, লিটন ভাই শুধু একবার হই। আপনার লিস্ট ধরে ধরে আমরা চাকরি দেবো। আপনি যেভাবে বলবেন সেইভাবেই দেবো। 'আমরা লিস্ট দিয়েছি বছর দেড়-দুই বছর আগে। সেই লিস্ট কোথায় গেল? কিন্তু বিতর্কিত ঘরনা থেকে আসা লোকজনকে শিক্ষক নিয়োগ দিচ্ছেন। নিজেদের আত্মীয়-স্বজনকেও নিয়োগ দেয়া আপনাদের অব্যাহত আছে' যোগ করেন এ আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, 'যাদের পিঠে পা দিয়ে সিঁড়ি বানিয়ে আজ আপনারা ভিসি ও প্রো-ভিসি হয়েছেন, দয়া করে সেইটুকু স্মরণ করবেন। তা না হলে যখন সবকিছুই হারিয়ে যাবে, তখন রাস্তা দিয়ে চলাফেরা করাও কঠিন হয়ে দাঁড়াবে আপনাদের।


তাই এই বিদ্রোহী ভিসি লীগের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় (বিশ্ববিদ্যালয়ে) ঐক্য গড়ে তুলুন আর বজ্রকন্ঠে আওয়াজ তুলুন

ভিসি তুমি যেই হও
চামচামি তোমার করতে হবে।
ভিসি তুমি যেই হও
পা তোমার চাটতে হবে।

প্রচারেঃ নিখিল বাংলা পাচাটা ভিসি লীগ পরিষদ।

বি দ্রঃ স্বাতন্ত্র্যবোধ বজায় রেখে এখনো যেসব ভিসি- প্রো-ভিসি দায়ীত্ব পালন করছেন,তাদেঁর কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

নিমগ্ন বলেছেন: খ্রাপ কি কইছে। যা বাস্তুব তাই ৎাই-ই তো কইছে। সমিস্যা কি?

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

আমি আবুলের বাপ বলেছেন: ভিসি ও প্রো-ভিসিদের গায়ে গন্ডারের চামড়া।না হলে লজ্জায় এতক্ষনে পদত্যাগ করত।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

নিষ্‌কর্মা বলেছেন: ভিসি ও প্রো-ভিসি হওয়ার আগে আমাদের কথা দিয়েছিলেন, লিটন ভাই শুধু একবার হই। আপনার লিস্ট ধরে ধরে আমরা চাকরি দেবো। আপনি যেভাবে বলবেন সেইভাবেই দেবো। 'আমরা লিস্ট দিয়েছি বছর দেড়-দুই বছর আগে। সেই লিস্ট কোথায় গেল?

<<<<< বিশ্ববিদ্যালয় চমৎকার চলছে!

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

আমি আবুলের বাপ বলেছেন: এদের জন্যই আজকে এই অবস্থা।এজন্যই সরকার বেতন- মর্যাদা না বাড়িয়ে এদেরকে হাড্ডি লোভী কুত্তা হিসাবে বিবেচনা করতে পারে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

নতুন বাঙ্গাল বলেছেন: জনাব আবুলের বাপ ,সব ঠিক আছে ; কিন্তূ লিটনের কথার এই অংশটা বাদ দিয়েছেন কি কারনে সেটা একটু বলবেন কি?

'বিএনপি চারদলীয় জোট যদি একবারে ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে, আপনারা কি ১৪৪-ও দিতে পারেন না? বিএনপি চারদলীয় জোট যদি একবারে ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে, আপনারা কি ১৪৪-ও দিতে পারেন না? '

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: এইটা ওনার দাবী।মেধার ভিত্তিতে না হয়ে এটা যদি সত্যিই হয় তাহলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলো না কেন?
আগেও রাজনৈতিক বিবেচনায় অনেক কিছুই হতো , তবে এরকম ল্যাংটা হয়ে না। একজন মহানগর আওয়ামী লীগের সভাপতি একজন ভিসিকে এইভাবে কথা বললে, ঐ ভিসির কচু বনে যাওয়া উচিত।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

নতুন বাঙ্গাল বলেছেন: 'ভিসি লীগ করেন বলেই ভিসি - প্রো-ভিসি হয়েছেন। এটা যোগ্যতায় নয়, বরং সরকার চেয়েছে বলেই হয়েছেন।' এটাও তো ওনার দাবি, সেটা আপনি বিশ্বাস করে কোট করতে পারলেন আর একই ব্যাক্তির অন্য বক্তব্যের ক্ষেত্রে 'যদি সত্যিই হয়' ...।?

এই জন্যই আমাদের এই দুরঅবস্থা, যতদিন আমরা সাধারন মানুষ, নিজেদের দেখার দৃস্টিভন্গী বদলাতে না পরাবো, ততদিন এই এ টিম বি টিমের লোকেরা একই অপকর্ম করতে থাকবে। দলীয়করনের কারনে আজকে আমাদের উচ্চ শিক্ষা প্রতিস্ঠান গুলো সব ধংসের পথে এর দায় আওয়ামী লিগ বিএনপি উভয় দলের।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আমি আবুলের বাপ বলেছেন: আপনি আমার কথা বুঝতে পারেননি বা বুঝতে চাননি।চোর চুরি করে গোপনে,আর ডাকাত অস্ত্র ঠেকিয়ে চোখের সামনে দিয়ে সব নিয়ে গেলেও,কিছু বলা যায় না।বি এন পি দলীয়করণ করেছে,বাট বুক ফুলিয়ে বলেনি।যেটা এখন হচ্ছে। এখানে বি এন পির অপরাধ ঢাকা হচ্ছে না।একটা অন্যায় একজন করলে আরেকজনের জন্য সেটা জায়েজ হয়ে যায় না।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

মানবী বলেছেন: ভিসি লীগ বলে সত্যি সত্যি কিছু আছে না ব্যাঙ্গাত্বক বুঝতে পারছিনা!

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

আমি আবুলের বাপ বলেছেন: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কথায়,
যেসব ভিসি-প্রোভিসি 'আওয়ামী লীগ করেন বলেই ভিসি ও প্রো-ভিসি হয়েছেন। এটা যোগ্যতায় নয়, বরং সরকার চেয়েছে বলেই হয়েছেন। তারাই ভিসি লীগ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.