নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

অপরাধ একই কিন্তু কেউ ফাসিঁতে ঝুলে আর কেউ সংসদে আইন প্রণয়ন করে।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪



সিলেট ও খুলনায় আলোচিত দুই শিশু সামিউল আলম রাজন ও রাকিব হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বহু আলোচিত এ দুটি হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ের মধ্যে পৃথক দুটি মামলার বিচার শেষে আজ রোববার রায় ঘোষণা করা হয়েছে।

শিশু সামিউল ও রাকিব হত্যার দায়ে ছয়জনের ফাঁসি

আসুন এই আনন্দে মিষ্টি খাই।




যে গাড়ি থেকে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করেছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সরকার দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন, সেই গাড়িতে করেই আজ রোববার কারাগার থেকে বাড়ি ফিরলেন তিনি।

যে গাড়ি থেকে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করেছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সরকার দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন, সেই গাড়িতে করেই আজ রোববার কারাগার থেকে বাড়ি ফিরলেন তিনি। ২৪ দিন কারাবাসের পর মুক্তি পাওয়া সাংসদকে দলীয় নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে কারাগারের সামনে বরণ করে নেন। আজ সকালেই শিশুটিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
আজ জামিন আবেদনের ওপর শুনানি শেষে সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত সাংসদ মনজুরুলের জামিন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ।


আসুন এবার ভীত হই।

ভীত শিশু শাহাদাত
সাংসদের জামিনের খবর শুনে শিশু শাহাদাত হোসেন সৌরভ কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে বলল, তার ভয় লাগছে। তিনি যেন আর এমন না করেন। ওনার যেন বিচার হয়।

জানতে চাইলে শিশুটির বাবা সাজু মিয়া বলেন, ছেলের পায়ের ক্ষতস্থানের পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তিনি সাংসদের জামিনের খবর শোনেন। তিনি বলেন, ‘এতদিন নিরাপদেই ছিলাম। এমপি প্রভাবশালী লোক। তাঁর অনেক লোকজন আছে। তিনি জামিন পাওয়ায় ভয় লাগছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার পরিবারের যেন নিরাপত্তা দেওয়া হয়।’ শাহাদাতের মা সেলিনা বেগম বললেন, ছেলের এক মাস লেখাপড়া নষ্ট হলো। সে পিছিয়ে গেল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাখেন আপনার জামিন ! সরকার দলিয় সাংসদরে 'গিরিপ্তার' করাইতো বিরাট অন্যায় -----

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: অবশ্যই অন্যায়।তার জব্দ করা অস্ত্রগুলো ফেরত দেয়া হোক,যাতে আবারো কোনো শিশুকে গুলি করতে পারে।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

তিক্তভাষী বলেছেন:

শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টাকারীকে আওয়ামী লীগ ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে।

:(

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

আমি আবুলের বাপ বলেছেন: মদ খেয়ে মাতাল হয়ে একজন শিশুর দুই পায়ে তিনটি গুলি করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মুক্তি দিয়ে সংসদে আইন প্রনয়ন করার সুযোগ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ফুলের মালা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কারণেই দীপনের বাবা কারো কাছে বিচার চায়নি! অথচ তা নিয়েও কত নির্বোধ নাটক রচতে চাইল প্রগলভ চেতনাধারীরা!


এটা আইনের প্রহসন হিসাবেই কালের স্বাক্ষ্যে রয়ে গেল!

একই দিনে - শিশূ হত্যায় দোষীরা সাজা পেল- আরেকজন জামিন পেল প্রকাশ্য প্রমানীত হত্যা চেষ্টা মামলায়!

আদালতের অবমাননা করছি না- কিন্তু মাননী বিচারপতি- আপনাদের নামের আগে মাননীয় শব্দটার প্রতিও কি একটু সুবিচার করবেন না! নাকি? এই জামি আদেশ বাতিল করা হোক। নইলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাবে।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

আমি আবুলের বাপ বলেছেন: সাংসদ লিটন সংসদে এবার আইন পাশ করবে,মদ খেয়ে গুলি করলে তাকে গ্রেফতার করা অবৈধ। ;)

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

যুক্তিযোদ্ধা বলেছেন: আজকাল ফুলের মালার মান সম্মান বলতে কিছুই নেই। যার তার গলায় ঝুলে বসে!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

আমি আবুলের বাপ বলেছেন: এখন যদি লিটন সাহেব দুই হাতে দুটি পিস্তল নিয়ে গান গায়-মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,তাহলেও আমরা অবাক হবো না।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

গেম চেঞ্জার বলেছেন: দিনে দিনে আমরা সভ্যতার উচ্চশিখরে আরোহণ করতে যাচ্ছি। নো চিন্তা।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

আমি আবুলের বাপ বলেছেন: শিশু রাজন হত্যাকারীর মৃত্যুদন্ড হয়েছে।খালেদা খুনি বলে তার সাথে প্রধান মন্ত্রী বসতে নারাজ,কিন্তু শিশু হত্যার চেষ্টা কারী এমপি লিটনের সাথে সংসদে বসতে কি উনার কোন আপত্তি নেই?একজন অপরাধী কে সংসদে যাওয়ার জন্য আদালত কি করে অনুমতি দেয়? সে কি আদালতে নির্দোষ প্রমানিত হয়েছিল?(কালেক্টেড)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.