![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শহীদ নূর হোসেন দিবস।কিন্তু শহীদ নূর হোসেনের দুর্ভাগ্য বিএনপি জোটে জাতীয় পার্টি নাই। যদি আজকে বিএনপি জোটে জাতীয় পার্টি থাকতো তাহলে যেই বক্তব্যগুলো শুনতে পেতাম।
১) 'খুনীর দোসরদের সাথে সাথে সংলাপ হতে পারে না।নূর হোসেনের রক্তের দাগ মাড়িয়ে সংলাপ করলে নূর হোসেনের আত্না কষ্ট পাবে।বিএনপি-জাতীয় পার্টি মানুষের জাত না।তাই আমাকে সংলাপের অনুরোধ করবেন না।'
২) কেউ কেউ অত্যন্ত আবেগমথিত গলায় বলতো-'কি দোষ করেছে নূর হোসেন?তাকে এভাবে রাজপথে জীবন দিতে হলো? এর জবাব খালেদাকে দিতেই হবে।'
৩)কেউ আবার ইতিহাস রচনা করতো -'খালেদার ইংগিতেই নূর হোসেনকে মরতে হয়েছে'।আরো বাড়াবাড়ি করে কেউ বলতে পারে,' কিশোর থাকা অবস্থায় তারেক জিয়া নূর হোসেনকে মেরে হাত পাকিয়েছে।'
৪)কোনো জংগি বিশেষজ্ঞ বলতে পারতো-'নূর হোসেন হত্যা আর জঙ্গি হামলা এক সুত্রেই গাথাঁ'।
৫) কোনো চেতনাজীবী বলতে পারে, বিএনপি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেই আলোচনা হতে পারে।কারন স্বৈরাচার আর গনতন্ত্র একসাথে চলতে পারে না।
৬)কোনো কোনো পত্রিকার পূর্বাভাস থাকতো,আগামী মাসেই জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে।আবার কোনো নেতা বিশাল হুংকার দিয়ে বলতো,'আগামী সংসদ অধিবেশনে জাতীয় পার্টির নিষিদ্ধ বিল।'
আর যে ঘটনাগুলো ঘটতো-
১) নেতাদের ক্রন্দনে আকাশ বাতাস কেপেঁ কেপেঁ উঠতো।
২) শাহবাগের মত জিরো পয়েন্টে শ্লোগান উঠতো 'এ তে এরশাদ, তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার' ।তারাঁ এবার গনিত পরীক্ষা দেয়া শুরু করতো।তারা অগ্নি কঠিন শপথ নিতো স্বৈরাচারের ফাসি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। পরে বিরানী খেয়ে যার যার বাসায় চলে যেত।
৩)পত্রিকায় একটা 'সাধাসিধা কথা' নামে মোচ ভেজানো আবেগী একটা কলাম পেতাম যার শিরোনাম হতো-'তোমার যারা জাতীয় পার্টি কর'।
কিন্তু হায় শহীদ নূর হোসেন,তোমার দুর্ভাগ্য বিএনপি জোটে জাতীয় পার্টি নাই!!! তাই এই ছবি দেখতে হয়।
কিন্তু নুর হোসেন কোন বাক্তির কিংবা কোন গোত্রের কিংবা কোন গোষ্ঠীর নয়।তাই আমরা সাধারন মানুষ নূর হোসেনের আত্নার মাগফেরাত কামনা করি ,আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করে। আমীন।
সবশেষে প্রমিথিউসের বিপ্লব ভাইয়ের নুর হোসেনকে নিয়ে সেই শিহরণ তোলা গান।
জন্মানোর পর থেকে সংগ্রামকে বুকে চেপে যার জীবন হয় শুরু
সে নুর হোসেন
এই নুর হোসেন কে চলতে দাও উদ্দাম গতিতে
উড়তে দাও শান্তির পায়রার মত
আর মিছিল করতে দাও বজ্রকন্ঠে
এই নুর হোসেনকে করো না কোন বাক্তির
কিংবা কোন গোত্রের কিংবা কোন গোষ্ঠীর
যেই ছেলে বুকের রক্ত ঢেলে দিয়ে ঢাকার রাজপথ রাঙ্গিয়ে যায়
যার কথা মিশে আছে বাংলার দিকে দিকে
সৃষ্টি হয়েছে এক ইতিহাস
যুদ্ধ জয় করে দিয়ে যায় ঘরে ঘরে
নতুন স্বপ্ন আঁকা শতাব্দীর
মিছিলের তালে তালে বজ্র কন্ঠে বলে
জিরো পয়েন্টে আমি সংগ্রামী
সে বঙ্গবীর নুর হোসেন তুমি
তোমার মৃত্যু যেন মৃত্যু হলো না
ছড়িয়ে পরলে তুমি শিখা হয়ে
আবার নতুন করে প্রমান করে দিলে
শক্তির অবিনাশীতাবাদকে
বাংলার আকাশে রক্তিম সুর্য
সে তো হায় তোমারই কারণ
মনের প্রতিটি কাজে যুগে যুগে রয়ে যাবে
তোমার একেকটি প্রতিফলন
হে বঙ্গবীর নুর হোসেন শোন
ঃছবি ফেসবুক থেকে
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
আমি আবুলের বাপ বলেছেন: আমিন।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
তাল পাখা বলেছেন: নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করছি সাথে সাথে নূর হোসেনের রক্তের সাথে যারা বেঈমানি করছে তাদের বিচার কামনা করছি।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
আমি আবুলের বাপ বলেছেন: সহমত। তবে চেতনাজীবিদের চেতনা এখানে ঘুমিয়ে থাকে।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
চলন বিল বলেছেন: চমতকার লিখেছেন
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ। অবাক লাগে, আমাদের চেতনাজীবিদের চেতনা এখানে নিরব ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
রুদ্রছায়া বলেছেন: নূর হোসেনের সাথে সাথে গণতন্ত্রের নসীবেও জান্নাত কামনা করতে হচ্ছে আজ।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
আমি আবুলের বাপ বলেছেন: নূর হোসেনরাই বোকা, চালাক তারাই,যারা তাদের হত্যা করে আর হত্যাকারীদের পিঠে যাদের হাত থাকে।
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: শহীদ নুর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করছি!
ভাই, ছবিটা একটু দরকার ছিল, কিভাবে পাবো ?
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: আমিন।
ছবিটা এখান থেকে কি নেয়া যাচ্ছে না? এই ছবিতো অনেকে জায়গায়তো দেখলাম।দেখি লিংকটা দেয়া যায় কি না।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবে না জানি তারা আবার নুর হোসেনের পিঠে লিখা ''গণতন্ত্র মুক্তি পাক'' কথাটায় পাকিস্তানী গন্ধ খোঁজে পান.........পেলেও অবাক হবোনা।কারণ দেশে এখন নতুন স্লোগান...........আগে উন্নয়ন,পরে গণতন্ত্র।
অতএব,নুর হোসেন অবশ্যই উন্নয়নের অন্তরায়।
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
আমি আবুলের বাপ বলেছেন: নুর হোসেনের সাথে স্বাধীনতা বিরোধী চক্রের সাথে সম্পর্ক ছিলো কি না খতিয়ে দেখা যেতে পারে।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অালী-র কাছে নুর হোসেনের কোন দাম নেই কারণ তাদের সংগে জনাব এরশাদ আছেন। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
আমি আবুলের বাপ বলেছেন: আগে দেবতাদের উদ্দেশ্যে বলি দেয়া হত,আর এখন গণতন্ত্রের জন্য বলি দেয়া হয়।নুর হোসেন হলো এমনই একজন গণতন্ত্রের বলির স্বীকার।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
নতুন বলেছেন: রাজনিতি ভাল একটা ব্যবসা... আর ব্যবসায় লাভের জন্য সবকিছুই করতে পারে।
৯১তে এরসাদের বিরোধিতা করা লাভজনক ছিলো.. এখন এরশাদ লাভজনক...
তাই নুরহোসেন ব্যপার না। ক্ষমতা সবার উপরে।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
আমি আবুলের বাপ বলেছেন: লং ড্রাইভে গেলে সব ভুলে যেতে হয় ।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
নীল আকাশ বলেছেন: নুর হোসেন যদি জানতো তার নেত্রী এমন জাতীয় বেইমান তাহলে সে হয়তো এভাবে মৃত্যু বরন করত না। নুর হোসেন ভুলে গিয়েছিল তার নেত্রী হলো - ৮৬ বেইমান, চশমা পরা বুবুজান। এরশাদের তার সখ্য অতি পুরোন বিষয়।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
আমি আবুলের বাপ বলেছেন: তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ,
তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক।(আইয়ুব বাচ্চুর আমার বাংলাদেশ গানের অংশ বিশেষ)
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন !
আপনার নাম দিয়ে ফেবুতে শেয়ার করেছি ।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ, অত্যন্ত সৌভাগ্য আমার।তবে আপনি ফেবুতে আরেকটু গুছিয়ে লিখেছেন।ভালোই হইছে।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
রুদ্র জাহেদ বলেছেন: কিন্তু নুর হোসেন কোন বাক্তির কিংবা কোন
গোত্রের কিংবা কোন গোষ্ঠীর নয়।তাই আমরা
সাধারন মানুষ নূর হোসেনের আত্নার
মাগফেরাত কামনা করি ,আল্লাহ যেন তাকে
বেহেশত নসীব করে। আমীন।
প্রকৃত শহীদ-দেশপ্রেমীদের এখন আর মূল্য দিই না আমরা!!!
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
আমি আবুলের বাপ বলেছেন: প্রকৃত দেশপ্রেমী নাই,আছে সুবিধাবাদী নেতা আর দলবাজ কিছু চেতনাজীবি।
ধন্যবাদ।
১২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩
তাল পাখা বলেছেন: রুদ্রছায়া বলেছেন: নূর হোসেনের সাথে সাথে গণতন্ত্রের নসীবেও জান্নাত কামনা করতে হচ্ছে আজ।
সহমত রুদ্রছায়া।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
আমি আবুলের বাপ বলেছেন: কিন্তু আর কত নুর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দেবে?
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: আল্লাহ যেন শহীদ নূর হোসেনকে জান্নাত নসিব করেন। আমিন।