নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

লুই কানের নাম ছড়িয়ে যাবে দিগ্বিদিক!!!

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭


জাতীয় সংসদের স্থপতির নাম না জানার কারনে ক্লাস সেভেনে থাকতে দেবেন্দ্র স্যারের হাতে মার খেয়েছিলাম,আজো তা মনে পড়ে।আবার কত যে চাকুরিপ্রার্থী জাতীয় সংসদের স্থপতির নাম না বলতে পারার কারনে চাকরী হয়নি তার কোনো ইয়ত্তা নাই। তবে এখন আর চিন্তা নাই। সাধারন জ্ঞানের বই আর পড়া লাগবে না। শিক্ষিত,অর্ধ শিক্ষিত,অশিক্ষিত সবাই জেনে যাবে জাতীয় সংসদের স্থপতির নাম।বিরাট এক আলোড়ন স্রষ্টি করবে জাতীয় সংসদের স্থপতি লুই কান।
আসলে দেশে এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা শুধু লুই কানের নকশা। তাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মূল নকশা আনার জন্য চার লাখ ডলার বরাদ্দ দিয়েছে সরকার। লুই আই কানের মূল নকশা আনতে চার লাখ ডলার বরাদ্দ
তবে নকশা আসার আগেই জাতীয় সংসদ ভবন এলাকা থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এই যুক্তিতে জিয়াউর রহমানসহ সেখানকার আরও সাতটি কবর সরানোর পক্ষে মত দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সংসদ এলাকায় থাকছে না জিয়ার কবর

এখন সংবাপত্র-ইলেক্ট্রনিক মিডিয়ার বড় অংশ দখল করে নেবে লুই কান।টক শোতে কথার ফুলঝুড়ি ঝড়াবে আমাদের বিশেষজ্ঞগন।সংসদে আলোচনার বিরাট অংশ বরাদ্দ থাকবে লুই কানের নকশা জন্য। আমরা নতুন নতুন অনেক ভালো কথা শুনতে পাব,
১)অসহায় সুরে কেউ বলবেন, 'আমার কি করার আছে?লুই কানের নকশায়তো জিয়াউর রহমানের কবর নাই।এখন আপনারাই বলুন জিয়াউর রহমানের কবর না সরিয়ে কি করব?
২)আবার কেউ চেতনায় উজ্জিবিত হয়ে বলবেন,'যারা লুই কানের নকশা মানে না,তারা স্বাধীনতা বিরোধী।তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত।'
৩)কেউ ভিশন-২০৪১ অনুসারে বলবেন, 'লুই কানের নকশা বাস্তবায়ন আমাদের অংগীকার। আমরা এর সঠিক বাস্তবায়ন না করলে জনগনের কাছে দায়বদ্ধ থাকব।জনগন চায় লুই কানের নকশা বাস্তবায়ন।
যেন লুই কানের নকশা ঐশি বানী। এর কোনো ধরনের পরিবর্তন করলে বিরাট পাপ হয়ে যাবে। অথচ এই আটটি কবর ছাড়া শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরও সাতটি স্থাপনা। এগুলোর মধ্যে বড় স্থাপনা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি), স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন। । এগুলোর ব্যপারে কি করা হবে তা কিন্তু বলা হবে না। শুধু মাথা ব্যাথা হবে জিয়াউর রহমানের কবর নিয়ে।

হয়তো সরকার জোর করে জিয়াউর রহমানের কবর সরিয়ে দেবে।কারন বিএনপি দুএকটা আবেগময় কথা বলা ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু এখন যেমন মানুষ বলে আওয়ামী লীগ আমলে মায়ের গর্ভে শিশুও নিরাপদ নয়। ভবিষ্যতে মানুষ বলবে কবরও আওয়ামী সরকারের প্রতিহিংসার স্বীকার।এই ব্যাপারটি অন্তত সরকারের চিন্তা করে সিদ্ধান্ত নেয়া উচিত।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: লুই ক্যান নিয়ে কিছু জানা হলো তবে কিছু বলার নাই।

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

আমি আবুলের বাপ বলেছেন: পাকিস্তানী যামানায় সেনাপ্রধান আইউব খান নিজ দেশের ক্ষমতা দখল করে ফিল্ডমার্শাল হবার পর ইসলামাবাদ নামের শহর তৈরি করে রাওয়ালপিন্ডি থেকে কেন্দ্রীয় রাজধানী সেখানে সরিয়ে নিয়েছিলেন। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে সেকেন্ড ক্যাপিটেল বা দ্বিতীয় রাজধানী হিশেবে 'আইউব নগর' তৈরির পরিকল্পনা হাতে নেন। পরে সেটার নাম করা হয় শেরে বাংলা নগর। এ নগরে ন্যাশনাল এসেম্বলি ভবন ও সেক্রেটারিয়েট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। এই পরিকল্পনার বাস্তবায়ন ও নক্সা করার জন্য স্থপতি মাযহারুল ইসলামকে বলা হয়। তিনি এত বিশাল পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে তাঁর অপরাগতার কথা জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিন জন স্থপতির নাম প্রস্তাব করেন। তাদের প্রথম জন ব্যস্ততা এবং দ্বিতীয় জন অসুস্থতার কারণে কাজ হাতে নিতে পারেন নি। অতপর যুক্তরাষ্ট্রের ইহুদি ধর্মাবলম্বী প্রখ্যাত স্থাপত্যবিদ লুই ইসাডোর কান, যিনি ইয়েল ইউনিভার্সিটিতে মাযহারুল ইসলামের শিক্ষক ছিলেন, এ দায়িত্ব গ্রহন করেন। পরিকল্পনা অনুযায়ী প্রথমে শুরু হয় জাতীয় সংসদ ভবন নির্মাণের কাজ। আইউব আমলে এর নির্মাণ কাজ শুরু হলেও এটি শেষ হয় লুই কানের মৃত্যুর সাত বছর পর ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এই ইমারত বাংলাদেশের গৌরব এবং স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।
বাংলাদেশের প্রকৃতি ও নিসর্গকে পটভূমি করে মুঘল ও আমেরিকান স্থাপত্যকলার সংমিশ্রণে লুই কান রচনা করেছেন অনুপম এক মহাকাব্যিক স্থাপত্যশিল্প। কালের আবর্তে আমাদের ইতিহাস এগিয়েছে, বদলেছে রাষ্ট্রীয় পতাকা। সেই সাথে রক্তসাগর পেরিয়ে প্রদেশ পেয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। তবে লুই কানের নক্সায় নির্মিত স্থাপত্যকীর্তির একটি থিম আমরা কখনো বদলাতে পারবো না। ওপর থেকে এরিয়াল ভিউ নিলে এখনো পাওয়া যাবে পাকিস্তানী জাতীয় পতাকার একটি আদল। যার শ্বেত অংশ লেক ও সবুজ অংশ গ্রিন প্লাজা। ক্রিসেন্ট লেক অর্ধচন্দ্র এবং তার ভেতরে পাঁচ কোণ বিশিষ্ট সংসদ ভবনে পাওয়া যায় তারকার ইমেজ।


Mohammed Golam Sarwar Hossain এর ফেসবুক থেকে কপি-পেষ্ট

২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

মানবী বলেছেন: গতকাল ব্লগে দেখে ভেবেছিলাম নিতান্ত গুজব!

বিভিন্ন দেশ থেকে যতো ডিগ্রীই কিনে আনুক, কোন কিছু দিয়ে নিজের নোংরা মানসিকতা আর কুশিক্ষা ঢাকতে পারছেনা!
মনে হয়না দেশের মানুষ এমন কোন জঘন্য কাজ মুখ বুজে সহ্য করবে।

দলমত নির্বিশেষে সচেতন বিবেকবান নাগরিকেরা এই হীন উদ্দেশ্য রুখবে বলে এখনও বিশ্বাস করি, কারন ১৯৭১ এই মানুষদের পূর্ব প্রজন্মই ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা।

এদের এমন সব আচরন আর সিদ্ধান্ত জনগনের মন থেকে তারেক জিয়ার দূর্নীতির প্রতি বিদ্বেষ মুছে দিচ্ছে প্রতিনিয়ত!
নির্বোধের পাল বুঝতে পারছেনা।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

আমি আবুলের বাপ বলেছেন: মনে হয়না দেশের মানুষ এমন কোন জঘন্য কাজ মুখ বুজে সহ্য করবে।

দলমত নির্বিশেষে সচেতন বিবেকবান নাগরিকেরা এই হীন উদ্দেশ্য রুখবে বলে এখনও বিশ্বাস করি, কারন ১৯৭১ এই মানুষদের পূর্ব প্রজন্মই ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা।

আপনার এই আশা পজেটিভ। কিন্তু আমার মনে হয় তেমন কিছুই হবে না। দুএকটা সাংবাদিক সন্মেলন ছাড়া আর কিছুই হবে না।কারন দেশের মানুষের আত্না মরে গেছে।কোনো কিছুই এখন আর মন ছুয়ে যায় না। আপনাকে একটা উদাহরন দেই,
নববধূকে অপহরণের পর ধর্ষণ করে আ’লীগ নেতার ছেলে।
এই বিষয়ে সাধারন মানুষ তো দুরের কথা সুশীল চেতনাবাদী সমাজ কোনো কথা বলেছে? আর প্রধান মিডিয়া গুলো অপহরণকারী মোফাজ্জল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাতেম আলীর ছেলে। এইটা বলতেও ভয় পাইছে। কোনো মেইন ষ্টির্ম মিডিয়াতে পরিচয় দেয়া হয়নি।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

পদ্মা_েমঘনা বলেছেন: অাপনি যত জিয়ার নাম মুছে ফেলতে চাইবেন, শহীদ জিয়া ততই মানুষের মনে স্থান করে নিবেন-এটাই বাস্তবতা!
@ মানবী- তারেক জিয়ার দূর্নীতি যদি পুকুর চুরি হয় তবে বর্তমানে সাগর চুরি হচ্ছে! চোখ-কান খোলা রাখলেই জানতে পারবেন।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

আমি আবুলের বাপ বলেছেন: সহমত। আসলে জিয়ার কবর সরিয়ে নেয়া, নতুন একটা ইস্যু তৈরি করার সরকারের প্রচেষ্টা ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ঐশী মুসলমানের মাইয়া হয়ে এমন কাজ করতে পারলো? ছি ছিঃ

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আমি আবুলের বাপ বলেছেন: সামুরে মডুগন সামুরর হিট বাড়ানোর জন্য কিছু বান্দর পালে।ব্যাপারটা বেশ উপভোগ্য। :)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

মানবী বলেছেন: পদ্মা_েমঘনা, আপনার ধারনা আমার চোখ কান খোলা নেই?

বর্তমানে সাগর চুরি হচ্ছেনা এমন কি বলেছি। বর্তমানের অন্যায় অনাচার দূর্নীতি আর নিপীড়নের মাত্রা এতো বেশী যে তাদের সাগর চুরিকেও বিন্দুসম মনে হয়।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৭

আমি আবুলের বাপ বলেছেন: আসলে সবাই জানে এবং বোঝে।কিন্তু কিছুই করার নাই।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্টে কবরস্হান করেছে যারা, তাদের খারাপ উদ্দেশ্য ছিল।
জেনারেল জিয়া নিশ্চয় এগুলো পছন্দ করার লোক ছিলেন না।

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

আমি আবুলের বাপ বলেছেন: যখন জিয়াকে কবর দেয়া হয়েছিলো,তখন কি একটা লোকও ছিলো না,যে সংসদ ভবন এলাকায় কবর দেয়ার প্রতিবাদ করবে?

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

চলন বিল বলেছেন: ভালো বলেছেন
প্রতিহিংসার রাজনীতি হাম্বাদের জাত বৈশিষ্ট্য

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

আমি আবুলের বাপ বলেছেন: জিয়ার মাজার সরানো আম্লিগের প্রতিহিংসা আর নতুন ইস্যু তৈরি করে জনগনের দ্রষ্টি অন্য দিকে ঘোরানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.