নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

কি দোষ করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী!!!

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩





সবাই ফ্রান্সের বর্বর হামলা নিয়ে ব্যস্ত।কিন্তু দেশে যে এত বড় মানবতা বিরোধী অপরাধ হয়ে গেলো,কেউ একটা প্রতিবাদও করলো না।
কি দোষ করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী।না হয় ফাও একটু ঝোলই খেতে গিয়েছিলেন। তাতে কি হয়েছে।এরকম ঝোলতো অনেক সিনিয়র- জুনিয়র নেতারাই খায় ।কই,তাদেরতো কিছু হয় না। এজন্য গণপিটুনি দিতে হবে! এই গণপিটুনির তীব্র নিন্দা করা উচিত।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তির দেওয়া ভাষ্য, মমিন পাটওয়ারীর সঙ্গে একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি কলেজ পড়ুয়া মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই মেয়ের বাড়ির বাইরে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাঁদের ধরে ফেলেন লোকজন। পরে মমিন পাটওয়ারীকে ধরে পিটুনি দেন তাঁরা। খবর পেয়ে মমিনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। রাতেই তাঁকে ওই হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

লক্ষ্মীপুরে আ. লীগের নেতাকে গণপিটুনি।

তিনি কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতা। অথচ তারঁ পক্ষে কোনো নেতার বক্তব্য পেলাম না। অত্যন্ত দুর্ভাগ্যজনক।বিপদের সময় দল যদি পাশে না দাঁড়ায় তবে কবে দাঁড়াবে।
অথচ এ বিষয়ে রামগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাচ্চু বলেন, বিয়ে করবেন বলে কথা দিয়ে ওই মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করে আসছেন মমিন পাটওয়ারী। গতকাল রাতে দুজনকে বাড়ির বাইরে আপত্তিকর পেয়ে গণপিটুনি দেওয়ার কথা শুনেছি। এটি ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে
তিনি অবশ্য স্বভাব সুলভ ভাবেই বলছেন, গতকাল রাতের ঘটনাটি পরিকল্পিত। জামায়াত-শিবিরের ৭-৮ জন লোক তাঁর ওপর হামলা করেছে।
সুতরাং ঐ এলাকায় লোকজনদের নামে মামলা করা হোক এবং মিনিমাম ১০০ লোককে রিমান্ডে নিয়ে এই মর্মে স্বীকারোক্তি আদায় করা হোক, এম এ মমিন পাটওয়ারী যত ইচ্ছা ঝোল খাবে,আমরা যারা বাধা দিছিলাম তারা জামায়াত-শিবিরের লোক।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

গ্রিন জোন বলেছেন: ক্ষমতায় আছেন ঠিকই। কিন্তু খেই হারিয়ে ফেললে চলবে না। দেশ কাল পরিস্থিতি বুঝতে হবে। জনগণ খ্যাপা।

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: এখনো সময় আছে ভালো হইয়া যা।ভালো হতে পয়সা লাগে না। :)

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

এসব চলবে না..... বলেছেন: কেন্দ্রীয় উপকমিটিতে এরকম একজন প্রভাবশালী নেতা আছেন জেনে ভালোই লাগতো। এলাকায় তার নুরানী আর মাখন টাইপের চেহারার ঝকমকে ছবি ওয়ালা পোষ্টার দেখে ভাবতাম, আহা !! কি ব্যক্তিত্বপূর্ণ নেতা মাইরি !!
এখন দেখি ভিতরে ফাঁপা।
তবে এরকম একজন প্রভাবশালী নেতাকে এভাবে উত্তম মধ্যম দেয়ার সাহাস দেখে সহজেই অনুমেয় যে আমজনতার ক্ষোভ কতটা পুঞ্জীভূত। হয়ত সুযোগের অপেক্ষায় ছিলো লোকজন।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

আমি আবুলের বাপ বলেছেন: তবলার ঠুক ঠাক,তেমন কিছুই না।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইডা কি হুনাইলেন ভাইচা !
মাইর কি শুরু হয়ে গেছে নাকি ?

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

আমি আবুলের বাপ বলেছেন: না ভাইচা,এইডা আসলেই বিচ্ছিন্ন ঘটনা। :)

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

গেম চেঞ্জার বলেছেন: এইডা নিয়া এতো ফাল পারবার কিছু নাই।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: এইডা নিয়া আসলেই ফাল পারবার কিছুই নাই।দেশে এর থাইকাও বড় বড়ঘটনা হজম কইরা ফালাইছি।
তয় সবাই যেমুন ফ্রান্স ফ্রান্স কইরা ফাল পারতাছে,মনে হয় প্যারিসে না,ব্লগ ফেইসবুকে গুলি-বোমা ফুটছে।তাই আমি কাম না পাইয়া এইডা লইয়া একটু ফাল পারলাম।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

এসব চলবে না..... বলেছেন: হ, এইডা নিয়া ফাল পারবার কি আছে ?
আম্লীগের ন্যাতারা এডি হরহামেশাই করে বরং এডি করাবার লাইগাই হ্যারা ক্ষ্যামতায় বইছে।

বরং আকাম না করলে হেইডা নিয়া ফাল পারবার দরকার। B-))

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

আমি আবুলের বাপ বলেছেন: বরং আকাম না করলে হেইডা নিয়া ফাল পারবার দরকার।

আপনার কথায় একমত।কারন আম্লীগ কখন আকাম করে না,এইডাই এখন গবেষনার বিষয়।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটু জোল খাইছে আর কি!

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

আমি আবুলের বাপ বলেছেন: ঝোল খাইতে যাইয়া গলায় হাড্ডি বিনছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.