নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

ভারতের উপর কেন এই অবিচার!!!

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

বর্তমানে ভারতের পক্ষে যতই যৌক্তিক হোক না কেন,কোনো কিছু লেখা বিপদজনক।কারন ভাদা(ভারতীয় দালাল)উপাধি পেতে হয়।আপনারা যারা আমার এই যৌক্তিক লেখা পছন্দ করবেন না, দয়া করে পাকিস্তান চলে যান।খামাখা আমাকে ভাদা উপাধিতে ভূষিত করবেন না।
এই যে,ভারতের উপর অবিচার হচ্ছে কেউ কি নাই এর প্রতিবাদ করবে?আশ্চর্য্য লাগে, অনেক চিহ্নিত ভারত বন্ধু আছেন তারাও এ ব্যপারে চুপ। নৌ প্রটোকলের আওতায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনে প্রতি মেট্রিক টনের ট্রানজিট মাশুল হিসেবে ১৩০ টাকা প্রস্তাব করা হয়েছে।

নৌপথে ভারতীয় পণ্য পরিবহন, প্রতি টনে মাশুল ১৩০ টাকা করার প্রস্তাব ঢাকার

যেখানে আমাদের এক উপদেষ্টা বলে দিয়েছেন ট্রানজিট মাশুল চাওয়া অসভ্যতা।সেখানে কিভাবে বাংলাদেশ মাশুল চায়?এর আগেও আমরা ত্রিপুরায় মানবিক কারনে বিনা মাশুলে ৩৫ হাজার টন পন্য পরিবহনে সুযোগ দিয়েছি। এখন কেন এই অসভ্যতা করব? আমরা কি ধীরে ধীরে সভ্যতা আর মানবিকতার বাইরে চলে গিয়েছি?
হ্যা আপনি বলতে পারেন ,ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ফি কত হবে, তা নির্ধারণে ২০১১ সালে গঠন করা হয় কোর কমিটি। ২০১২ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোর কমিটির কাছে প্রতি টনে ৫৮০ টাকা ফি আদায়ের প্রস্তাব দেয়। সেখান থেকে কমিয়ে ১৩০ টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু দরকার হলে আরো বেশী দেশের জনগনের উপর ট্যাক্স আরোপ করা হোক।জনগন নিজের রক্ত বেচে ট্যাক্স দেবে। তবুও এক পয়সা ট্রানজিট মাশুল নেয়া ঠিক হবে না।
কারন,
যেখানে,
১) প্রতিদিন লাখ লাখ কাশির সিরাপ সাপ্লাই দিয়ে বাংলাদেশকে কাশি মুক্ত বানানোর প্রচেষ্টার পাশাপাশি দেশের যুব সমাজকে ইনসমনিয়ার হাত থেকে রক্ষা করার জন্য ভারতের অবদান অনস্বিকার্য।
২)সীমান্তে প্রায় দিনই আমাদের জনসংখা কমানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের বীর সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ।
৩)রেড মিট স্বাস্থের জন্য কত ক্ষতিকর,তা আমরা না বুঝলেও ভারত বুঝে।তাই ভারত তাদের দেশ থেকে গরু দিচ্ছে না, পাশাপাশি আমাদের হার্ট,রক্তচাপ,কিডনী ইত্যাদি অংগ-প্রতঙ্গ সুস্থ রাখাতে কি যে উপকার করছে তা কি কেউ অস্বীকার করতে পারবে?
এছাড়া ভারতের আরো কত যে অবদান আছে,তার কি কোনো ইয়ত্তা আছে?এগুলো লিখতে গেলে পোষ্ট অনেক বড় হয়ে যাবে।
সুতরাং এমন অকৃত্রিম বন্ধুর থেকে ট্রানজিট মাশুল নেয়া অসভ্যতা এবং মানবতাবিরোধী অপরাধই বটে।
সুতরাং গতকাল ফ্রান্সে বর্বরতার হামলার প্রতিবাদে যেভাবে অনেকে # ট্যাগ লাগাইছেন #আমিই ফ্রান্স। ভারত থেকে ট্রানজিট মাশুল নেয়ার প্রতিবাদে, আসুন সবাই #আমিই ভারত লাগাই।

তাছাড়া কিছুদিন আগে এক রুপি প্রতীকী মাশুল দিয়ে ট্রানজিট নিল ভারত। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে একটি পণ্যবাহী ট্রাক সড়কপথে ঢাকা হয়ে ত্রিপুরার আগরতলা গেল। এটি পরীক্ষামূলক চালান। তাই প্রতীকী মাশুল হিসেবে এক রুপি নিয়েছে বাংলাদেশের শুল্ক বিভাগ।
এক রুপিতে ট্রানজিট!

এ নিয়ে ভারতের ট্রাক ড্রাইভারদের ভিতরে উত্তেজনা দেখা দিয়েছে।
(নিচের অংশটুকু ফেসবুক থেকে কপি-পেষ্ট)
১.
[কলকাতার দুই ট্রাক ড্রাইভারের কথোপকথন]
ভূপেন: হ্যাঁরে নগেন, কোতায় গিয়েচিলি বল দিকিনি?
---নগেন: আগরতলা থেকে এলুম দাদা, বাংলাদেছ হয়ে
ভূপেন: তা কেমন লাগলো?
---নগেন: আর বলিস না দাদা। বাংলাদেছে ঢুকতেই বাঙালগুলো মাশুল না কি যেন বলে পুরো এএএএএএএক টাকা রেখে দিলো! (এক উচ্চারণের সময় চার আলিফ টান হবে)
ভূপেন: বলিস কিরে!!!! পুরো এএএএএএএএএক টাকা?!!!!!!!! এ যে দিনে দূপুরে ডাকাতি!!!! এমন অনাচার যে ভগবানও সইবে না
---নগেন: তবে আর বলচি কি? ভেবে দেখ; এক টাকার মুড়ি দিয়ে পুরো এক বেলার জলখাবার হয়ে যায়। ........ দূঃখে দুবেলা মুখে অন্ন ওটেনি আমার।
ভূপেন: থাক, দুক্কু করিশনে। পরেরবার কোলকাতায় এলে দিদিকে নিচ্চই কত্তাবাবুরা আচ্ছা করে বকে দেবে। হয়তো তখন তোর এক টাকা ফেরতও দিতে পারে।
---নগেন: ভগবানের কাছে সেই প্রাত্তনাই কচ্চি।
২.
[উচ্চতর পাটিগণিত]
দেশে এক টাকার কয়েনের যথেষ্ট ঘাটতি থাকায়, এক টাকার পরিবর্তে সমমূল্যের একটি "লেবেনচুশ"কে এক টাকা ধরিয়া লইয়া নিচের অংকটি সমাধান করুন-
আগরতলা হইতে কলিকাতাগামী প্রতিটি ট্রাকের শুল্ক মাশুল একটি লেবেনচুশ হইলে, উক্ত পথে অর্জিত আয়বাবদ প্রাপ্ত সকল "লেবেনচুশ" বিক্রয় করিয়া বাংলাদেশকে সিঙ্গাপুর বানাইতে কত বছর লাগিবে?
সংগৃহিতঃ Abul Abuilla

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: দারুন হইছে

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আমি আবুলের বাপ বলেছেন: ভারত থেকে কি পদ্মভূষন পুরষ্কার পাওয়ার সম্ভাবনা আছে?

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আর বলতে হবেনা
সব বুঝে গেছি!!
দারুন রম্যরচনা!!

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

আমি আবুলের বাপ বলেছেন: আমি চিরিয়াস,আপনে ভাই রম্যরচনা বলে,আমার দালাল ভূষন পুরষ্কারটা পাওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিয়েন না। ;)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বন্ধু(!)'র কাছ থেকে টাকা নেবে বন্ধু? ছি! এর আগে আওয়ামীলীগের পতন হইলো না কেন????

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

আমি আবুলের বাপ বলেছেন: আপনি এখনো পতন-ফতন নিয়া আছেন।এগুলো মুখেও নিবেন না। কারন আওয়ামীলীগই পারে,আওয়ামীলীগই পারবে ভারতের থেকে কিছু আনতে।লেবন চুষ হলেও।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

পদ্মা_েমঘনা বলেছেন: আপনি মিয়া পারেনও! আম্রিকাত থন একটা ছাগলীয় আর একটা ব্যাফুক বিশেষজ্ঞচিত মন্তব্য এখনও পান নাই! আফসোস! বড়ই আফসোস!!!!

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

আমি আবুলের বাপ বলেছেন: আফসোস! বড়ই আফসোস!!!!
উনি বোধ হয় ট্রানজিট মাশুলের সাথে জিয়ার শাসনকালের সম্পর্ক খুজতেছেন।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

অথঃপর আমি বলেছেন: ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল।
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

আমি আবুলের বাপ বলেছেন: কতগুলো লেবন চুষে সিংগাপুর হবে,এইটা আগে বের করেন। তারপর কবিতা আউরাইয়েন। ;)

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

আখেনাটেন বলেছেন: বেফুক বিনুদুন।

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: বিনুদুন না বইলা পজেটিভ নেন।না হলে আমার পদ্মশ্রী পুরুস্কার মিস হওয়ার চান্স আছে। :)

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

কাজী শাহ এমরান বলেছেন: চমৎকার

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আমি আবুলের বাপ বলেছেন: হুম,এখন ভারত ভুষন পুরুষ্কার যেন পাই,এই লবিং করেন।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
হাহাপগে... =p~

Satire এর ওপর কোন award থাকলে আপনার নাম প্রস্তাব করতাম।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

আমি আবুলের বাপ বলেছেন: আপনাকে কে বলল,আমি স্যাটায়ার করছি?আমি প্রথম বাংলাদেশী হিসাবে ভারতের সর্বোচ্চ এওয়ার্ড আশা করছি

৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আবুলের বাপ, বাপরে বাপ !!!!!!!!!! :D :D :D

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

আমি আবুলের বাপ বলেছেন: দোয়া কইরেন,ভারত রত্ন পুরুষ্কার পাইলে আপনারে ভাগ দিমুনে। :)

১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগল!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

আমি আবুলের বাপ বলেছেন: বুঝলাম না,অরজিনাল ভারত বন্ধুরা কেউ আমার পোষ্টে লাইক দিলো না।মনে দু:খ পেলাম।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি শুনলাম কয়েন নাই দেখে দুইটা পাতার বিড়ী দিছে :P

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

আমি আবুলের বাপ বলেছেন: আমি কি পাতার বিড়ীতে দুএকটা টান দিতে পারবো?কারন দেশের একজন নাগরিক হিসাবে, ঐ পাতার বিড়ীতে আমারও অধিকার আছে। ;)

১২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৮

মোঃ ইয়াসির রহমান বলেছেন: নেতা, আর কেউ পুরস্কার দিক্ বা না দিক্। আমি আপ্নেরে "মহাআআআআ ভারত+ ভূষণ+রত্ন" পুরস্কার দিয়া দিলাম। এই পুরস্কার মনে হয় এখনও কেউ পায়নাই।

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ,আপনার পুরস্কার আমি মাথা পেতে নিলাম।এরকম পুরস্কারই আমাকে ভবিষ্যতে আরো জোরালো ভাবে ভারতের পক্ষে লিখতে উৎসাহিত করবে। :)

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯

প্রবাসী ভাবুক বলেছেন: লেখক বলেছেন: আফসোস! বড়ই আফসোস!!!!
উনি বোধ হয় ট্রানজিট মাশুলের সাথে জিয়ার শাসনকালের সম্পর্ক খুজতেছেন৷

-সহমত৷ আমি তার পোস্টগুলোতে ইনু ও হাছান মাহমুদের যোগসুত্র খুঁজে পাই৷

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

আমি আবুলের বাপ বলেছেন: আমার মনে হয় উনি ইনু ও হাছান মাহমুদের এডভাইজার। ;)

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যে দিনে দূপুরে ডাকাতি!!!! এমন অনাচার যে ভগবানও সইবে না

পরেরবার কোলকাতায় এলে দিদিকে নিচ্চই কত্তাবাবুরা আচ্ছা করে বকে দেবে।

আবুলের বাপ তুমি
কি লিখেছো দাদা;
পোষ্ট পড়ে টাসকি
খেয়েছে সব ভাদা !!!

একে বলে স্যাটায়ার
কি দারুন লেখনি;
ডাই হার্ট ভাদা তুমি
এরকম আর দেখিনি।

অকাট্য সব যুক্তি দিয়ে
করলে ভারত তোষন;
পেতেই পারো পদক তুমি
ভারত কিবা পদ্মভূষন। :)

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

আমি আবুলের বাপ বলেছেন: ভাদা বলে কভু আমায়
গালি দিয়ো নাকো,
পুরস্কার ওরা দেবে যদি
ভারত বন্ধু ডাকো।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

আমি আবুলের বাপ বলেছেন: আপনার ছড়াটা মারাত্নক হইছে।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

অগ্নি সারথি বলেছেন: ঠিকাচে। চরম সহমত জানায়া গেলাম।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

আমি আবুলের বাপ বলেছেন: চরম সহমত জানাইছেন,তাই পুরস্কারের ভাগ পাইলেও পাইতে পারেন। ;)

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

সজিব হাওলাদার বলেছেন: দারুন হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

আমি আবুলের বাপ বলেছেন: দারুনতো হবেই। এজন্যই মনে হয় গতকাল সরকার মোবাইল ফোনে কথা বলার উপর আরো ১% সারচার্জ বসাইছে। এখন ১৫% ভ্যাট,৫% সম্পুরক কর সাথে এই ১% সারচার্জ। মোট ২১% দিতে হবে।যাতে বিনা মাশুলে ট্রানজিট দেয়ে যায়। আসুন হাততালি দিয়ে এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

মাঘের নীল আকাশ বলেছেন: চখাম দিয়েচেন দাদা!..তো বলচি, শুধু চুষে গেলেই কী হবে!!

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

আমি আবুলের বাপ বলেছেন: আমও গেল ছালাও গেল, চোষ এখন আমড়া।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

আরণ্যক রাখাল বলেছেন: চরম বিনুদন

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

আমি আবুলের বাপ বলেছেন: পোষ্টটা যত সিরিয়াস করে লিখেছিলাম,বিনুদন বিনুদন বলে, দিলেন মাটি করে।

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

রাহমান বিপ্লব. বলেছেন: হা হা হা

আপনাকে ভাদাই বললাম। ভারতরত্ন পুরস্কার দেয়ারও দাবি করলাম।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

আমি আবুলের বাপ বলেছেন: আপনার পাকিস্তান যাওয়ার সময় হয়ে গিয়েছে।তবে ভারতের ট্রাক ড্রাইভারদের যদি সোনারগাঁ হোটেলে একবেলা জলখাবার খাওয়ান, তবে আপনার দোষ কাটা যেতে পারে। ;)

২০| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

মিজানুর রহমান সুমন বগুড়া বলেছেন: এরকম পোস্ট কেবল মুক্তিযুদ্ধের বিরোধীদের দারাই সম্ভব! যারা বাংলাদেশকেও পাকিস্তানের মতো জজ্ঞী রাষ্ট্র বানাতে চায় তারাই ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে। ১৯৭১ সালে ভারত যদি আমদের পাশে না থাকতো তাহলে কি আজ আপনি বাংলা ভাষাতে পোস্টটি লিখতে পারতেন??? মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের কাছ থেকে কত টাকা নিয়েছিলো ????? বলুন উত্তর দিন। ভগবান রক্ষা করো !!!!!! :P :P :P

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

আমি আবুলের বাপ বলেছেন: আপনে আবার কই থিকা আইলেন?যখন আমার ভারতরত্ন পুরষ্কার পাওয়া ঠিকঠাক তখন আপনে ভাগ বসাইতে আসছেন?

২১| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

নিমগ্ন বলেছেন: এই অবিচার মানি না, মানবো না। চলেন রাজপথে নামি। হাঁটু গেড়ে নামি। আসেন ভাই সকল।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

আমি আবুলের বাপ বলেছেন: পুরানো ভারত বন্ধু ভাত পায় না,নতুন ভারত বন্ধু আইছে
;)

২২| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: কি করি আজ ভেবে না পাই
বলেছেন: এ যে দিনে দূপুরে
ডাকাতি!!!! এমন অনাচার যে
ভগবানও সইবে না
পরেরবার কোলকাতায় এলে দিদিকে নিচ্চই
কত্তাবাবুরা আচ্ছা করে বকে দেবে।
আবুলের বাপ তুমি
কি লিখেছো দাদা;
পোষ্ট পড়ে টাসকি
খেয়েছে সব ভাদা !!!
একে বলে স্যাটায়ার
কি দারুন লেখনি;
ডাই হার্ট ভাদা তুমি
এরকম আর দেখিনি।
অকাট্য সব যুক্তি দিয়ে
করলে ভারত তোষন;
পেতেই পারো পদক তুমি
ভারত কিবা পদ্মভূষন।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

আমি আবুলের বাপ বলেছেন: চলুন, আজকের আজকের প্রথম আলোর এই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাই।

ভারতের সঙ্গে ট্রানজিট বাংলাদেশ পাচ্ছে কম, দিচ্ছে বেশি

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

মিজানুর রহমান সুমন বগুড়া বলেছেন: নিমগ্ন বলেছেন: এই অবিচার মানি না, মানবো না। চলেন রাজপথে নামি। হাঁটু গেড়ে নামি। আসেন ভাই সকল।

আমিও একমদ! দাদাদের বিরুদ্ধে এমন মানবতাবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমদের আন্দোলর করা উচিৎ। কেন তাদের থেকে এ্‌এএএএএএকএকএকএকশতোতোতোতোতিইইইইরিইইইশ টাকা!!!!!!!!! নেওয়া হবে????

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

আমি আবুলের বাপ বলেছেন: অথচ এ্‌এএএএএএকএকএকএকশতোতোতোতোতিইইইইরিইইইশ টাকা ট্রানজিট মাশুল বাংলাদেশের প্রস্তাব ভারত অবনত মস্তকে মেনে নিয়েছে।কি উদার দেশ ভারত!!!

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

জনাব মাহাবুব বলেছেন: ভারতের বিরুদ্ধে এই অমানবিক অসভ্য ভাবে ট্রানজিট ফি চাওয়া চলবে না, চলবে না।

ফ্রি ট্রানজিট দাদা বাবুরা পেতেই পারেন, কারণ আমরা অসভ্য না। তাই পুরো দেশটাকে দাদা বাবুদের ফ্রি তে দিয়ে দেওয়া হোক।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

আমি আবুলের বাপ বলেছেন: আমরা সভ্য এবং মানবতাবাদী, এটা প্রমান করতেই হবে!!!

বাংলাদেশ এই সুযোগ না দিলে কলকাতা থেকে শিলিগুড়ি, আসাম, মেঘালয়, করিমগঞ্জ হয়ে আগরতলায় যেতে সড়কপথে পাড়ি দিতে হতো ১ হাজার ৫৬০ কিলোমিটার পথ। আর এ জন্য সময় লাগে আট দিন বা ১৯২ ঘণ্টা। কলকাতা-ঢাকা-আগরতলা পথে যেতে সেই দূরত্ব এক হাজার কিলোমিটার কমে হয়েছে ৫৫৯ কিলোমিটার। চালানটি গেছে মাত্র ৫১ ঘণ্টায়।


বাংলাদেশ পাচ্ছে কম, দিচ্ছে বেশি

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা উহু..

ট্রানজিট ফি দিয়ে বাংলাদেশ সিংগাপুর হবে! এ কথা না হয় তারা বলেছেই। তাই বলে তা মনে করিয়ে দিতে হবে নাকি!

দাদাদের সাথে মস্করা! তারা যে দয়া করে যাচ্ছে-তাতেই তো কেতার্থ হবেন মশাই!

জয় বাংলার জমানায়
ট্রানজিট ফি কে চায়?
মাথায় সিদূর - হাতে রাখি
তা'র আশিব্বাদে পেয়েছি সবই!!

যে বলে এসব কথা
তারে ট্যাগিং কর যথাতথা ;)





১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

আমি আবুলের বাপ বলেছেন: আমাকে জনৈক মন্তব্যদাতা পরামর্শ দিয়েছেন,আমি যেন পাকিস্তানের ভিসার জন্য আবেদন করি।কিন্তু আমিতো দেশে থাকতে চাই। তাই দাদাদের পক্ষে একটা লেখা লিখলাম ।হায়!সবাই এটাকে ফাইজলামী হিসাবে নিলো। ;)

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

গেম চেঞ্জার বলেছেন: চক্ষু থাকিয়া আন্ধা হইয়া ফকির হইয়া যাও,
তোমরা ফকির হইয়া যাও!

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

আমি আবুলের বাপ বলেছেন: চক্ষু থাকিয়া আন্ধা হইয়া ফকির হইয়া যাও,
তোমরা ফকির হইয়া যাও!

বন্ধু ছাড়া লাইফ ইম্পোসিবল। বন্ধুর জন্য বন্ধু ফকির হলে সমস্যা কি?

২৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ভারত মোদের পাশের বন্ধু
খারাপ হতে পারে
ট্রানজিটটা ভাই মাগনা দিলে
দোষান কেন তারে?

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

হালি্ বলেছেন: দাদাদের উপর কেনু কেনু এই অবিচার :(( :((

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

জাহাজ ব্যাপারী বলেছেন: এই ব্লগ পড়ব না,
এই ব্লগারের কথা শুনব না,
এই ব্লগের বিষয়ে কিছুই বলব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.