নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

এইডা কি ঠিক হইলো?

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

আগেই কইয়া লই,খামাখা আমারে রাজাকার ট্যাগাইয়েন না। আমার কতা হইলো যার ইচ্ছা মিষ্টি খাইবো, যার ইচ্ছা গায়েবানা জানাজা পড়বো। আর গায়েবানা জানাজাতো কোনো ধংসাত্নক কার্যক্রম না। গায়েবানা জানাজা পড়লে কি ক্ষতি হবে? উলটো আরো বদনাম হবে,এই সরকারের আমলে গায়েবানা জানাজার নামাজও পড়তে দিলো না!!! এই গুলা মানুষের মনে ভালো বার্তা দেয় না।



চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজায় অংশ নেয়ার দায়ে দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হাজীগঞ্জে গায়েবানা জানাজার দায়ে কারাদণ্ড।

রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬)।
হাজীগঞ্জ থানার এসআই মনির হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৬টায় পুলিশি টহলরত অবস্থায় দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদ অবস্থিত আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাজার নামায আদায় করা হচ্ছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
পরে ভ্রাহ্মমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের শাস্তি দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, বিনা অনুমতিতে গায়েবানা জানাজা ও সমাবেশ করার অপরাধে তাদের এ কারাদণ্ড দেয়া হয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

ক্যাকটাস বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো না।

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

আমি আবুলের বাপ বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো না।

এতে সরকারের বদনাম ছাড়া আসলেই কোনো লাভ হয় না।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

সজিব হাওলাদার বলেছেন: আমি নিশ্চিত,যদি সাকা ও মুজাহিদের জানাজায় অংশগ্রহনে সরকার বাধা না দিত তাহলে শেখ হাসিনার জনসভার চেয়ে কয়েকগুন বেশি লোক তাদের জানাজায় অংশগ্রহন করত।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২

আমি আবুলের বাপ বলেছেন: জানাজায় অংশগ্রহন করা মানেই তাদেঁর প্রতি সমর্থন দেয়া নয়।সুযোগ থাকলে মুসলমানের জানাজায় অংশগ্রহন করা আরেক মুসলমানের উচিত।এতে বাধা দেয়া কোনোক্রমেই ঠিক নয় ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

ফ্রিটক বলেছেন: পুলিশ ও প্রশাসন পাগলা কুত্তা হয়ে যাওয়ার নমুনা।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

আমি আবুলের বাপ বলেছেন: কিন্তু আমার মাথায় আসে না, গায়েবানা জানাজায় অংশ নেয়ার দায়ে দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে লাভটা কার হচ্ছে।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন অপরাধীর শাস্তি কার্যকর হয়ে যাবার পর সে আর অপরাধী থাকে না। নবিজীর বহু হাদীস রয়েছে এ বিষয়ে।
তাই মৃত ব্যক্তি সৎকারে বাঁধা দেওয়া অনৈতিক।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: একজন অপরাধীর শাস্তি কার্যকর হয়ে যাবার পর সে আর অপরাধী থাকে না। নবিজীর বহু হাদীস রয়েছে এ বিষয়ে।
তাই মৃত ব্যক্তি সৎকারে বাঁধা দেওয়া অনৈতিক।

সম্পূর্ন সহমত।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

অগ্নি সারথি বলেছেন: ভাল!

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

আমি আবুলের বাপ বলেছেন: শুধু ভালোনা,খুব ভালো!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.