![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকার সবার জন্য তিনবেলা পেট পুরে খাবারের ব্যবস্থা করেছে। যেখানে আগের সরকারগুলো লূটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে।তখন ঘরে ঘরে দুর্ভিক্ষ ছিলো।মানুষ তখন তিন বেলা খাবারতো দুরের কথা ,কচু-ঘেচু খেয়ে দিনাতিপাত করতো । বাংলাদেশ ছিলো সোমালিয়া। আর এখন বাংলাদেশ হচ্ছে মালায়শিয়া। অবশ্য ২/১ বছর পর আমরা উন্নত রাষ্ট্রের কাতারে যে পৌছে যাব,তাতে আর সন্দেহ নাই।
কিন্তু এর ভিতরেও কিছু কিছু লোকের এখনো কপালে তিন বেলা ভাত জোটে না।এরকম মর্মান্তিক খবর শুনলে কার না আত্না কেপে উঠবে না? কার না চোখের পানি পরবে না?কার না বুকে কষ্টের দলা পাকবে না? এই কথা শোনার পর যার ঘুম আসবে আসলে কি সে মানূষ? আসুন তাদের কষ্টে আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। যার যা আছে তাই নিয়ে তাদের পাশে দাড়াই।মানুষতো মানুষের জন্যই। না হলে তার এসব উন্নয়নের কথাবার্তা মেকী হয়ে যাবে।
৯০ ভাগ ছাত্রলীগ নেতার ভাত জোটে নাঃ বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ।
ঢাকাটাইমস: কেউ ছাত্ররাজনীতিতে এসে কিছুদিনের মধ্যে কোটিপতি বনে যান বলে আলোচনা প্রচলিত আছে। এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
সোহাগ: ছাত্রলীগে এমন নজির খুব কম। বরং ছাত্রলীগের রাজনীতি করেন এমন ৯০ শতাংশ নেতাকর্মী তিন বেলা ঠিকমতো খেতে পায় না। আমি তো গত কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক ছিলাম। বলতে পারি, ওই কমিটির ৯৯ শতাংশ সদস্যের কপালে তিন বেলা ভাত জোটেনি। গত কমিটির নেতারা বেঁচে থাকার জন্য লড়াই করেছে।
আহ, এত কষ্ট,এত কষ্ট, এত কষ্ট কেন ছাত্রলীগ করায়?
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
আমি আবুলের বাপ বলেছেন: আপনে ভাই বেরসিক।ওদের এত কষ্ট আপনার মনে একটুও রেখাপাত করলো না?
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকের দিনে তুমি ছাত্রলীগ কর, ভাবতেই চোখ জলে ভিজে যায়.... হা....হা....
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
আমি আবুলের বাপ বলেছেন: আঁ আঁ আঁ
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ওরে কে আছিস ছাত্রলীগেরে দু মুট চাউল দে দিকিনি।
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
আমি আবুলের বাপ বলেছেন: কেন ত্রান তহবিলে কিছু নাই!?
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ঢাকা টাইমসে এমন এপিক নিউজ ছাপায় নাকি!!!!
ভাবতেই জলে চোখ ভিজে যায়
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: ঢাকা টাইমস এই সাক্ষাতকার ছাপিয়েছে বলেইতো, এই ছাত্রলীগের গগন বিদারী আর্তনাদ শুনতে পেলাম। ধন্যবাদ ঢাকা টাইমস ।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এত কষ্ট কেন লীগ করায়! ক্ষেতে কাজ করলেই হয়।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
আমি আবুলের বাপ বলেছেন: তাহলে ওরা ক্ষেত লীগ গঠন করবে।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: আমি কিছু কমু না।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
আমি আবুলের বাপ বলেছেন: বুঝছি,আপনি ওদের কষ্টে মুহ্যমান।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
মাঘের নীল আকাশ বলেছেন: মাল খায়া টাইম পায় না! হুদাই ভাত ভাত কইরা কী লাভ
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
আমি আবুলের বাপ বলেছেন: ওরা ভাত খায় না,ভাত পচাইয়া খায়।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
হোসেন মালিক বলেছেন: হাসতে হাসতে মারা যাচ্ছিলাম
এত ভালো স্যাটায়ার লিখেন কিভাবে ভাই?
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: ছি:এত করুণ কাহিনী পড়েও আপনার হাসি আসে?ওদের এই কষ্ট আপনার বিন্দুমাত্র স্পর্শ করে না?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
নূর আল আমিন বলেছেন: আজ্ঞে দাদা, সারাদিন মদ গাঁঞ্জা তেতুল খাওয়াইতো কুল পায়না, তার উপ্ৰে চুরি ছিনতাই করতে গিয়া দৌড়ানী খাওয়া তো আছেই, ভাত খাওয়ার সময় কই?