![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এত দিন জানতাম যারা ছাত্রলীগ করে তারা স্মার্ট, এনার্জেটিক,প্রতিবাদি।ছাত্রলীগ মানেই, চাপাতি,পিস্তল,মারামারি ,ভাংচুর এসব জিনিস চোখের সামনে ভাসে।তারা বিদ্রোহী। তারা জানে নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়। অথচ দেখুন এই ভুদাই ছাত্রলীগার কিভাবে ইজ্জত মারলো ছাত্রলীগের।
গাজীপুরের কাপাসিয়ার টোক শরীফ মোমতাজ উদ্দীন কলেজের অকৃতকার্য ছাত্রলীগ নেতা আকবর হোসেনকে ফরম পূরণের সুযোগ না দেয়ায় অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিনকে বুধবার ৪ ঘণ্টা তার কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সন্ধ্যায় কাপাসিয়া থানা পুলিশ তালা ভেঙে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাপাসিয়ায় ছাত্রলীগ নেতাকে ফরম পূরণে সুযোগ না দেয়ায় অধ্যক্ষ অবরুদ্ধ
জানা যায়, কলেজের অকৃতকার্য ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন জোরপূর্বক চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে চাইলে অধ্যক্ষ এতে আপত্তি জানান। এতে সে ক্ষিপ্ত হয়ে ১৪-১৫ জন ক্যাডার বাহিনী নিয়ে বেলা ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এসে অধ্যক্ষের দফতরের দুটি কলাপাসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার দফতরে ২ জন শিক্ষক ও কর্মচারীসহ ৭-৮ জন প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষ টেলিফোনে বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানকে জানান। পরে নির্বাহী অফিসার থানার ওসি আহসান উল্লাহকে জানান। খবর পেয়ে টোক ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান কলেজ ক্যাম্পাসে গিয়ে তালা ভেঙে অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ প্রহরায় থানায় নিয়ে আসেন।
এইটা কোনো কথা হলো? আমার মনে হয় ঐটা একটা ভুদাই ছাত্রলীগ নেতা।সে তার দলবল নিয়ে কলেজ আক্রমন করে ভাংচুর করবে,চাপাতি দিয়ে কোপাবে,মাথা ফাটাবে, তবেই না অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন নিজে পরীক্ষা দিয়ে তাকে পাস করিয়ে ফরমের পুরো বই দিয়ে দিত । আর তার যত খুশী ইচ্ছা ফরম ফিলাপ করতো।কোনো বাধা থাকতো না। কিন্তু এই অধ্যক্ষের কি সাহস!!!
অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন জানান, মঙ্গলবার কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে নির্বাচনী পরীক্ষায় যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদেরও ফরম পূরনের সুযোগ দেয়া হবে। কিন্তু ছাত্রলীগ নেতা আকবর ৫ বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে সুযোগ দেয়া হয়নি।
আশ্চর্য হয়ে যাই ঐ অধ্যক্ষের স্পর্ধা দেখে। আসলে দোষ ঐ ভুদাই ছাত্রলীগ নেতার।কি দরকার ছিলো এভাবে অবরুদ্ধ করে রাখা? চাপাতি-লাঠি কি বাসায় রেখে এসেছিলো?এরকম গান্ধিবাদী আন্দোলন কি ছাত্রলীগের মানায়?
ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ডের উচিত ছাত্রলীগ নেতা আকবর হোসেনকে যথাযথ প্রশিক্ষন দিয়ে আদর্শ ছাত্রলীগ হিসাবে গড়ে তোলা।না হলে ছাত্রলীগের মানসন্মান এরাই ভুলন্ঠিত করবে।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
আমি আবুলের বাপ বলেছেন: হাসাইলাম কই?যা সত্যি তাই লিখছি। আপনেই কন,গান্ধিবাদী আন্দোলন কি ছাত্রলীগের সাথে যায়?
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: নেতাগিরি করে পড়ালেখার টাইম পায়নি, তাই পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়েছে । ছাত্ররাজনীতিতে অাজকাল অপড়ুয়াদের দাপটই বেশি ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০
আমি আবুলের বাপ বলেছেন: পড়ালেখা করলে নেতাগিরি করবে কখন?আর ছাত্রলীগ করবে আবার পড়াশুনাও করবে?এটা অসম্ভব।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
বাংলার নেতা বলেছেন:
০ //লুল//
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
আমি আবুলের বাপ বলেছেন: লুল কেন?
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
কেউ নেই বলে নয় বলেছেন: এই সময়ে যে ছাত্ররা মানসিকভাবে অসুস্থ্য, তারাই ছাত্র রাজনিতি করে। এই অসুস্থ্য মানসিকতার ছাত্রদের মধ্যে যারা একটু বুদ্ধি রাখে, তারা ছাত্রলীগ করে, কারন ফায়দা তো সরকারী দলে থাকলেই নেয়া যায়। যারা ভোদাই তারা করে ছাত্রদল, কারন তারা ভবিষ্যত ভালো না বুইঝাও ছাত্রদল করে। আর এদের মধ্যে যারা বেশিমাত্রায় ফ্যানাটিক, তারা করে শিবির। তাদের মুলমন্ত্র হয়, 'এসো রগ কাটি, জীবন গড়ি।'
দেশের ভবিষ্যত প্রজন্মের স্বার্থেই ছাত্ররাজনীতি বন্ধ হওয়া উচিত। কিন্তু আফসস, কোন দলই সেইটা করবে না। ছাত্ররা আবাল ক্যাটাগরির রাজনৈতিক হাতিয়ার।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: দ্বিমত করার সুযোগ নাই।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
পদ্মা_েমঘনা বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
আমি আবুলের বাপ বলেছেন: বেশী হাইসেন না।যেহেতু ছাত্রলীগ করে,চালাক হইতে টাইম লাগবে না।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
নতুন বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
আমি আবুলের বাপ বলেছেন:
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কিছু কমুনা ডর লাগে
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আমি আবুলের বাপ বলেছেন: না কওয়াই ভালো।কুত্তায় কামরাইলে কি কুত্তারে কামড় দেওন যায়।?
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
কালীদাস বলেছেন: মাথায় কিছু নাই দেইখাই করে। আর যেগুলার বয়স বেশি ওগুলার করে দল। এইদিক দিয়ে শিবির ভাল, মেধাবি আর দক্ষতার সাথে রগ কাটে। ****দ সবকয়টা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: চেতনার সৈনিকরা ছাত্রলীগ পালে।এটাই চরম ট্রাজেডি।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
শূণ্য পুরাণ বলেছেন: হাসাইলেন