নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

হাসিতে হাসিতে কাশিয়া দিলাম,অতপরঃ __________

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

জ্বী হাসিতে হাসিতে কাশিয়া দিলাম,অতপরঃ ______________
অতপর কি করিলাম এটা নিচে দেয়া হলো ।


পৌরসভা নির্বাচনে বিএনপি জনগণের ভোট পাবে না জেনেই ব্যালট ছিনতাই করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।


ভোট পাবে না জেনেই বিএনপি ব্যালট ছিনতাই করছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করেছেন, পৌর নির্বাচনে ধানের শীষের লোকজন আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে। পুলিশ-ম্যাজেস্ট্রিট ঠিক মতো কাজ করছে না।বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী ঠিক মতো দায়িত্ব পালন করছে না অভিযোগ করে এইচ টি ইমাম বলেন, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, টাঙ্গাইলে গোলযোগ হয়েছে। যেহেতু জামায়াত সরাসরি নির্বাচন করতে পারছে না সেহেতু তারা বিএনপির পক্ষে সব শক্তি প্রয়োগ করছে। চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ বেশ গোলযোগ হযেছে। পাবনার চাটমোহর থেকে আমার কাছে সরাসরি টেলিফোন এসেছে- সেখানে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে অপমান করা হয়েছে। কুড়িগ্রামে জেলা পর্যায়ের নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

ধানের শীষের লোকজন আমাদের এজেন্ট বের করে দিচ্ছে: এইচ টি ইমাম

এবার কথাটা শেষ করি। হাসিতে হাসিতে কাশিয়া দিলাম,অতপর পাদিয়া দিলাম। :)

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

নিমগ্ন বলেছেন: রাজনীতিতে আসক্ত হওয়াও খারাপ একটা নেশা। সাধারণ ও দেশপ্রেমী মানুষ হয়ে থাকুন। মানসিকতার অবক্ষয় রোধ করুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

আমি আবুলের বাপ বলেছেন: সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ। মেনে চলার চেষ্টা করব।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

বাংলার নেতা বলেছেন: পাদে কি কোন গন্ধ অনুভব করতে পেরেছিলেন? গন্ধটা কেমন ছিল? দয়া করে যদি জানাতেন?

মধু খান জোরে জোরে পাদ বেরুবে! তখন আর কাশির প্রয়োজন হবে না!

আর ***নিমগ্ন*** ভাই যাহা বলেছেন, তাহা মান্য করাই শ্রেয়!

পাদীয় ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: গন্ধ থেকে শব্দ হয়েছে বেশী। কারন টিভিতে দেখলাম,ভোটাররা বাপের নাম জানে না!!! :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

দোলাভাই বলেছেন: আমাদের সোনার বাংলা সোনার মানুষ জন্ম দিতে না পারলে ও সোনার চাটুকার,চামচা আর দালাল জন্ম দিতে পেরেছে । এই সালা রে পাইলে জুতা পেটা করা উচিত।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

আমি আবুলের বাপ বলেছেন: এরা আসলে জোকার।এদের একজন প্রতিদিন হাসায়,আরেকজন মাঝে মাঝে হাসায়।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

ভুলুয়া বলেছেন: :P X(( :D

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

আমি আবুলের বাপ বলেছেন: হাসা স্বাস্থের জন্য ভালো,রাগ স্বাস্থের জন্য খারাপ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

তিক্তভাষী বলেছেন: এইচটি-র কৌশল হলো- অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স! :-B

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

আমি আবুলের বাপ বলেছেন: জ্বী না,ওনার কৌশল হলো জোকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স! :)

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

ছি: ইসি
ছি: নেতা
কেমনে বলো
ডাহা মিথ্যা?

মিথ্যাবাদী নেতারা
মিথ্যা বলো না!
সবাই কত ঘেন্না করে
তাকি বোঝ না?

আজ আছে ক্ষমতা
কাল থাকবে না
থু থু ঘৃনা ছাড়া
জেনো কিছূ জুটবে না!!!!
http://www.somewhereinblog.net/blog/sadhabib/30097786#c11233641

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

আমি আবুলের বাপ বলেছেন: বাংলাদেশের ভোট ব্যবস্থা এবং তাঁর নির্বাচন কমিশন কতটা ফালতু, নামসর্বস্ব এটা ৫ জানুয়ারি যেভাবে ফুটে উঠেছে, এত নগ্ন এবং নির্লজ্জ ভাবে আর ফুটে নাও উঠতে পারে। পুরো নগ্ন হয়ে গেলে এর চাইতে আর কত বেশি নগ্ন হওয়া যায় না। ভোটের আগেই সরকার গঠনের উপযোগী সংখ্যক এর বেশি আসনে সরকারি দল জিতে গিয়েছিলো, সেই সিস্টেম টিকেও গেছে গায়ের জোরে আঞ্চলিক পরাশক্তির স্থানীয় মাস্তানিতে।

সবচেয়ে অদ্ভুত ছিল মনোনয়ন প্রত্যাহারের পরও জোর করে জাপাকে জিতিয়ে দিয়ে সরকারি-বিরোধী দল বানানো হয়েছে। বাংলাদেশের তাবৎ প্রগতিশীল এই সিস্টেমের সমর্থক ছিলেন যদিও ক্ষয়িষ্ণু ক্ষমতার তাবৎ প্রতিক্রিয়াশীল (!) এর প্রতিবাদ করেছে! বাংলাদেশের আধুনা মেরুকৃত রাজনীতির এই দুর্বিত্তায়নের সাক্ষী আমরা সবাই, এই নির্লজ্জতার দায় একদিন সবাইকেই দিতে হবে।

২০১৫, রাজনৈতিক অঙ্গনে নূন্যতম লাজ শরমের মাথা খেয়ে স্থানীয় নির্বাচনকে দলীয় দুর্বিত্তায়নের রুপ দেয়া হয়েছে, রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়তে না দিয়ে লুটপাট ত্বরান্বিত করতে স্থানীয় সরকার গুলোকেও সরাসরি দলীয় প্যাকেজে (ঘুষ তদবির এবং ইমপ্লিমেন্টেশন বাজেট এর লুটপাট সহজ করতে দরকার দলীয় প্রতিষ্ঠান) ঢুকিয়ে ফেলা হয়েছে।

এই দুরবিত্তায়নের সমর্থক হিসেবে আপনার মনোজগৎ আপ্লুত হতে পারে (হার্ড সমর্থক), ভাবাবেগ হীন হতে পারে (নিরপেক্ষ) কিংবা সাময়িক প্রতিবাদী হতে পারে (সহনশীল বিরোধী), কিন্তু একটি দেশকে একটু একটু করে প্রতিষ্ঠান হীনতার পথে নিয়ে যাওয়ার পথে আপনি আমি যে দর্শক এটা অস্বীকার করা যাবে না। ইতিহাস হয়ত দর্শক হিসেবেও আমাদের পরোক্ষ ভাবে কাঠগড়ায় দাঁড়া করাতে পারে।

একটা দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই তো, সে দেশে শান্তিও নেই!

ফেইসবুক থেকে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

লিথ্যাল ব্রাহমোস বলেছেন: রেস্পেক্ট ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

আমি আবুলের বাপ বলেছেন: এইচ টি ইমামের কষ্টে কেদেও ফেলছিলাম। :)

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

বাংলার নেতা বলেছেন: "চেপে যান,চেপে যান, নয়তো ক্ষতি হতে পারে"

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

আমি আবুলের বাপ বলেছেন: ঠিক মত পেটের গ্যাস বের না করলে বদহজম হতে পারে। :)

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

বাংলার নেতা বলেছেন: বদহজম যেন না হয় সেজন্য সতর্ক থাকুন!

আর বাংলাদেশর (সুস্থ?) রাজনীতি থেকে ১০০ হাত দুরে থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.