নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

পৌরসভা নির্বাচন ২০১৫ উপলক্ষে কিছু জোকস।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

আমরা অত্যন্ত আমোদপ্রিয় জাতি।শত দুঃখ কষ্টের মাঝেও আমরা হাসতে ভালোবাসি। আর তাই নির্বাচন কমিশন এত সুন্দর নির্বাচন উপহার দেয়ার পরও এগুলো নিয়ে কৌতুক বানাতে ছাড়ি নাই। আবার বছরও শেষ।চলুন হাসতে হাসতে বছরকে বিদায় দেই।
নিচে এরকম কিছু জোকস দেয়া হলো।সবগুলোই বিভিন্ন ফেসবুক থেকে নেয়া। কারো কাছে পৌরসভা নির্বাচন ২০১৫ এর আরো জোকস থাকলে দিতে পারেন।



১) শোনা গল্প।
ভোটকেন্দ্রে দাঁড়িয়ে টিভি রিপোর্টার একজনকে বললেন, ভাই, আপনার একটা লাইভ ইন্টারভিউ নেব, ভোট কেমন হচ্ছে, এই নিয়ে। ...ভোট তো ভালোই হচ্ছে, তাই না, দুএকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া? আপনিও তাই বলবেন, পারবেন না?
সেই লোক বললেন, পারব না মানে! একবার জিগায় দেখেন না!
রিপোর্টারের মুখে হাসি : বেশ, তাহলে বলতে আরম্ভ করুন। ক্যামেরার দিকে তাকান।
সে লোক বলতে আরম্ভ করলেন : ভোট খুবই ভালো হচ্ছে। সবাই হাসিমুখে ভোট দিতেছে। কোনোই বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই। শুধু শান্তি আর শান্তি। ... ভাই, আপনার মালিকরে জিগাইবেন আমি কি রিপোর্টার হইতে পারব?

Moinul Ahsan Saber এর ফেসবুক থেকে।


২) প্রধান টিভি আর সংবাদপত্রগুলা দেখলে আপ্নে বুঝবেন নির্বাচন বেশ ভালো হইছে। এখন প্রশ্ন- প্রধান টিভি আর সংবাদপত্রগুলা 'অবাধ , সুষ্ঠু আর নিরপেক্ষ' ভাবে চলতেছে , না কি সেখানেও 'বিচ্ছিন্ন' ঘটনা ঘটতেছে?

Arup Rahee এর ফেসবুক থেকে।

৩) বেলেহাজরে লজ্জা দিবার চাইলে নিজেরেই লজ্জা পাওন নাগে। তাই আমে আম্লীগরে আর লজ্জা দিবার চাই না।

Abu Mustafiz Hassan এর ফেসবুক থেকে।

৪)- নাম কি?
- রবিউল।
- পিতার নাম?
- শেখ মুজিবুর রহমান।
- যা। লাইনে খাড়া।
Kai Kaus এর ফেসবুক থেকে।
৫)জাল ভোটাররা সবাইই যে পিতার নাম ঠিকমতো বলতে পারবে-এটা ভাবছেন কেন!
-

টিভি ক্যামেরায় ভোটকেন্দ্রের ছবি লাইভ প্রচার পরের কথা, ভোটকেন্দ্রে ঢুকতে হলেওতো পারমিশন নিয়ে ঢোকার কথা। যমুনা টিভির ওই সাংবাদিকরে কোন ক্ষণিকের পুত্র ভোটকেন্দ্রের ভিতরে ঢুকতে দিসে এটা তদন্ত হওয়া দরকার!


Maqsud Elahi এর ফেসবুক থেকে।

৬) সাংবাদিকের প্রশ্ন করার আক্কেল দেখে অবাক হয়েছি! বাবার নাম জিজ্ঞেস করতে গেছে! 'জাতির জনক' এর নাম জানাই তো যথেষ্ট, বাবার নামের প্রয়োজন কী? যত্তোসব!

আর যে দেশে আইন করে ১২ বছরের শিশুদের জন্য মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা যায়, সে দেশে কিশোররা ভোট দিতে পারবে না কেন?

আরেক সাংবাদিক লিখেছে, "মাঠে বসে মহিলারা নৌকা প্রতীকে সিল মারছে"!
এই শীতের দিনে ঘরে বসে সিল মারার চেয়ে মাঠে বসে রোদ পোহাতে পোহাতে সিল মারাটাই স্বাস্থ্যকর। জিজ্ঞেস করে দেখুন, যে কোন ডাক্তার এই সাজেশনই দেবেন।

এখনো এমন দুই/একজন সাংবাদিক আছে বলেই তো রওশন এরশাদ ক্ষেপেছে।

Akm Wahiduzzaman এর ফেসবুক থেকে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

সাহরাব বলেছেন: একজন দেশ প্রেমিকের মন্তব্য
"দেশে এত্তো উন্নয়নের পরও যদি ভোট না দেয় তাহলে ভোট কেন্দ্র দখল করে জ্বাল ভোট দেওয়াই ভালো। ..."

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

আমি আবুলের বাপ বলেছেন: ---- বলে আগে বাড়েন

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

শাহ নেওয়াজ বলেছেন: অাহারে অামাগো নির্বাচন! কে যেন তাহারে লইয়া ছিনিমিনি খেলিতেছে। এবার আবার মিডিয়াও দেখি কয় সুষ্ঠু হইছে!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

আমি আবুলের বাপ বলেছেন: এই দেশের মিডিয়া সানি লিওনরেও ভার্জিন কইলে,অবাক হইয়েন না

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ... ভাই, আপনার মালিকরে জিগাইবেন আমি কি রিপোর্টার হইতে পারব?

আমি আবুলের বাপ্রে জিগাই, আমি কি রিপোর্টার হইতে পারব?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আমি আবুলের বাপ বলেছেন: রিপোর্টার হওয়ার চান্স নাই।কারন আপনে সামন্য কষ্ট হাসিমুখে মেনে নিতে পারেন নাই। আপনি যদি সকল কষ্ট সহ্য করে যদি বলতেন,চেতনা বাস্তবায়নের জন্য সব কষ্ট মেনে নিয়েছি,তাহলে হয়তো চান্স ছিলো।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার!

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

আমি আবুলের বাপ বলেছেন: মজ্জাই মজ্জা।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শামীম ভাই বলেছেন: এবারকার নির্বাচন টাও হাস্যকর হয়েছে। উপরের পোস্টটিও হাস্যকর হয়েছে। আপনাদের কমেন্ট গুলোও হাস্যকর হয়েছে। বছরের শেষদিনেও দারুণ মজা পেলাম।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

আমি আবুলের বাপ বলেছেন: আপ্নের কমেন্টও হাস্যকর।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

কল্লোল পথিক বলেছেন: কি সোন্দর আমাগো বিনুদুনের নির্বাছন।ব্যাপুক মুজা। হা হা হা

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

আমি আবুলের বাপ বলেছেন: মজ্জাই মজ্জা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.