![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর থার্টি ফারষ্ট নাইটে পাশের বিল্ডিং এ ডিজে পার্টিতে হেবি নাচানাচি হচ্ছিলো । ডিজে ম্যান গান বাজানোর পাশাপাশি নিজেই মাঝে মাঝে র্যাপ গাইতেছিলো।আমি বাসায় শুয়ে শুয়ে খুব চেষ্টা করছিলাম কি বলে বোঝার জন্য। এর মধ্যে দুটো লাইন বহু কষ্টে উদ্ধার করলাম।
এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
আগে খাইতাম ডাইল,এখন খাই বাবা (ইয়াবা) । ইয়েস বেইবে।
গানটা মনে পড়লো,আজকে প্রায় সবগুলো পত্রিকায় একই ধরনের নিউজ দেখে।
‘দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা’ কর্মসূচির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ আবদুর রহমান বদিও।
২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় ১ নম্বরে ছিল কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নাম। ওই তালিকায় নাম ছিল তাঁর পরিবারের ঘনিষ্ঠ আর ২৫ জনের।
মাদকবিরোধী কর্মসূচি উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর, ছিলেন সাংসদ বদিও
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ইয়াবা বড়িসহ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ এবং ইয়াবা ব্যবসায়ীদের ধরতে কক্সবাজারসহ সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি যৌথ অভিযান শুরু হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট বাহিনীগুলোর যৌথ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকাও তৈরি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইয়াবার যে তালিকা আপনার কাছে আছে, তা কে তৈরি করেছেন? বিড়াল ধরার জন্য আপনারা যাদের নিয়োগ দিয়েছেন, তাঁরা টাকার বস্তা নিয়ে ইঁদুর ধরছেন। তাই ইয়াবা পাচার বন্ধ হচ্ছে না।’
অত্যন্ত অবাক হলাম পত্রিকা ওয়ালাদের রিপোর্ট দেখে। পত্রিকা ওয়ালারা যদি মনে করে সাংসদ আবদুর রহমান বদি একজন লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী,তাহলে তিনি কিভাবে সাংসদ থাকেন? সাংসদ থাকাতো দুরের কথা,তারতো এখন জেলে থাকার কথা। এইটারই তো আগে প্রতিবাদ করা উচিত। উনিতো অনেক দিন ধরেই সাংসদ আছেন। নাকি চেতনায় সব কিছুই হালাল?
সাংসদ হিসাবে মেনে নিতে পারবেন আর মাদকবিরোধী অভিযান ও প্রচারণা অনুষ্ঠানে সাংসদ আবদুর রহমানকে মেনে নিতে পারবেন না,এটা হয় না।
এসব না লিখে আসুন সবাই গাই,
এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
আগে খাইতাম ডাইল(চেতনা),এখন খাই বাবা (ইয়াবা) । ইয়েস বদি ইয়েস।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
আমি আবুলের বাপ বলেছেন: ইয়েস বদি ইয়েস।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
নতুন বলেছেন: এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
আগে খাইতাম ডাইল(চেতনা),এখন খাই বাবা (ইয়াবা) । ইয়েস বদি ইয়েস।
নেতারা মাদক ব্যবসায় মদদ না দিলে দেশে কখনোই মাদক চলতে পারেনা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
আমি আবুলের বাপ বলেছেন: নেতারা মাদক ব্যবসায় মদদ না দিলে দেশে কখনোই মাদক চলতে পারেনা
সহমত। তবে এখন চ্যাতনাওয়ালারাও এদের মদদ দেয়।যেমন নিচের চ্যাতনাওয়ালার কমেন্ট দেখুন।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
কিরমানী লিটন বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
আমি আবুলের বাপ বলেছেন: ইয়েস বদি ইয়েস।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
সাদী ফেরদৌস বলেছেন: হ বাংলাদেশের সব পত্রিকা ওয়ালারা ( দুই একটা বাদে ) যখন বদিরে ইয়াবা সন্ত্রাসি কয় তখন সে সত্যি ইয়াবা বিজনেস করে , তখন মিডিয়া সৎ ,
আর যখন এই পত্রিকাওয়ালারা তোমার সাকা কাদের মুজাহিদ আব্বুদের যুদ্ধাপরাধী বলে তখন তারা মিডিয়া সন্ত্রাসী , দালাল মিডিয়া ।
হ
একটা কথা বলি , সাহাবি উমর অনেক বছর ইসলামের বিপক্ষে ছিলেন, তার দাসীকে ইসলাম গ্রহনের জন্য প্রচণ্ড প্রহার করেছেন , তাই তিনি যখন ইসলাম গ্রহন করলেন এটা নিয়া যদি কেউ কৌতুক করে তাইলে আর কিছু বলার নাই ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
আমি আবুলের বাপ বলেছেন: চ্যাতনা উইঠা গেলে পুরা লেখাটা পড়তে মন চায় না।মিডিয়া কি আগে বদিকে ইয়াবা ব্যবসায়ী বলছে?আগে পুরোটা পড়েন।
২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় ১ নম্বরে ছিল কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নাম। ওই তালিকায় নাম ছিল তাঁর পরিবারের ঘনিষ্ঠ আর ২৫ জনের।
আর আমারে রাজাকারগো লগে টেগাইয়া লাভ নাই।চ্যাতনাওয়ালাগো ল্যাজে পাড়া দিলে,এইসব ট্যাগান ছাড়া আর কিছুই নাই।
শেষের ঘটনা কি জন্য বললেন,বুঝলাম না।আপনে কি বলতে চান আগে বদি ইয়াবা ব্যবসা করত,এখন করে না?
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
সাহরাব বলেছেন: ........হায়রে হায় ! কিয়ের ভিতরে কি ঢুকায়। ........ ঘটনা হইল ইয়াবার আর দোষ হইল যুদ্ধ-অপরাধীর
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
আমি আবুলের বাপ বলেছেন: চ্যাতনার মুত্র যারা সকালে উঠেই খালি পেটে পান করে,তারাই এই ধরনের মন্তব্য করে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
সাইফ রাসেল বলেছেন: ইয়ো ইয়ো
এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: ইয়ো বদি ইয়ো।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
মিলন হোসেন১৫৮ বলেছেন: বদি তো সোনার ছেলে
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আমি আবুলের বাপ বলেছেন: একটু দ্বীমত আছে।বদি চেতনার ছেলে।সোনার ছেলেরা বদির কুত্তার বাচ্চা।যারা চ্যাতনার নামে যেখানে সেখানে ঘেউঘেউ করে।এখানেও একটা মন্তব্যকারি আছে,যে বদির পালা কুত্তার বাচ্চা।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি!!!!!
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইয়াবার যে তালিকা আপনার কাছে আছে, তা কে তৈরি করেছেন?
------ বদি একজন লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী,তাহলে তিনি কিভাবে সাংসদ থাকেন?
সাংসদ থাকাতো দুরের কথা,তারতো এখন জেলে থাকার কথা। এইটারই তো আগে প্রতিবাদ করা উচিত।
------
নাকি চেতনায় সব কিছুই হালাল? আবা জিগায়
এসব না ভেবে আসুন সবাই গাই,
------------------ ইয়েস বদি ইয়েস।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
আমি আবুলের বাপ বলেছেন: এরা চ্যাতনা দিয়া সব জায়েজ করে।অথচ দেশের যে কত ক্ষতি হচ্ছে,কোনো চ্যাতনাবাজকে এই নিয়া কথা বলতে কথা বলতে দেখলাম না।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
কালীদাস বলেছেন: ইয়ো! ইয়ো!
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: ব্লগার ডিজে কালিদাস।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
জয় বাংলা জিন্দাবাদ বলেছেন:
বদির গুহ্যদ্বারে ১০০ পিচ বাবা হান্দাইয়া দেয়া হউক ।
প্রচারে-
Peoples Nationalist SAMU League
আওয়ামী জাতীয়তাবাদী সামু দল
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
আমি আবুলের বাপ বলেছেন: বাহ, কি সুন্দর আপনার দলের নাম।সময়োপযোগী দল।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১
এম আর তালুকদার বলেছেন: ইয়েস বদি ইয়েস
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
বাংলার নেতা বলেছেন: ইয়েস বেইবে...