![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রায় প্রতিদিনই পত্রিকায় ছাত্রলীগের চেতনা সম্রদ্ধ কার্যকলাপ পত্রিকায় দেখি।এগুলোর মধ্যে যেসব ছবি ছাপা হয়, তাতে দেখা যায় রামদা,চাপাতি,রড ইত্যাদি নিয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি। তবে মাঝে মাঝে আধুনিক অস্ত্র যেমন, পিস্তল,শটগানও দেখা যায়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে তাদের চেতনা সম্রদ্ধ কার্যকলাপ চরম ভাবে ব্যহত হচ্ছে।
আর তাই এই কারনেই পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।
ইজতেমায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা: ছাত্রলীগ নেতা আটকf
যা অত্যন্ত দু;খের ব্যাপার। যদি তাদের আধুনিক অস্ত্র থাকতো,তাহলে কি তারা এরকম শিরোনাম হতো?
ইজতেমার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আখেরী মোনাজাতের পর ছাত্রলীগ কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মধুমিতা রোড এলাকায় ফুটপাতের প্রতি দোকান থেকে এক শ’ থেকে দুশ’ টাকা করে চাঁদা আদায় করছিল। এসময় ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদেরকে চাঁদা উত্তোলনে বাধা দেয়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে ৭-৮ জন ছাত্রলীগ নেতাকর্মী তিন পুলিশ সদস্যকে ধরে জোরপূর্বক একটি গলির ভেতর নিয়ে যায় এবং সেখান থেকে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণ কক্ষে এই খবর পৌছলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় পুলিশ ছাত্রলীগ টঙ্গী থানা ছাত্রলীগের সদস্য সৈকতকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। সৈকতকে প্রথমে ইজতেমায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সৈকত নিজেকে টঙ্গী থানা ছাত্রলীগের সদস্য দাবী করে পুলিশের কাছে তার সহযোগীদের নামও প্রকাশ করেছে। তারা হল টঙ্গী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম, থানা ছাত্রলীগের সদস্য শাকিল, রনি, মানিক, শহিদুল।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
আমি আবুলের বাপ বলেছেন: ডর দেখাইয়েন না।আমি কি ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলছি?ওরা যাতে চেতনার ঝান্ডা সমুন্নত রাখতে পারে,এ ব্যপারে জাষ্ট একটু পরামর্শ দিলাম।
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
রাশেদ রাহাত বলেছেন: আপনার কি সত্যই "পাঠা" আছে।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
আমি আবুলের বাপ বলেছেন: আমার সত্যই পাঠা নাই।তবে দেশে পাঠালীগ নামে একটা সংগঠন আছে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
তট রেখা বলেছেন: পুলিশের সৌভাগ্য! সে চেতনার বিষে আচেতন হয়নি।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: আসলে হাতিয়ার চেতনা চেনে না।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
রাশেদ রাহাত বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
আমি আবুলের বাপ বলেছেন: এতো হাসুইন ক্যারে?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
ইনফেকটেড মাশরুম বলেছেন: ভাই কি দেশে বাস করছেন না বিদেশ? ক্ষমতায় থাকা কোন ছাত্র সংগঠন নিয়ে দেশে থেকে কথা বলতে বিশাল বুকের পাটা লাগে।। আপনার সাহস আছে মনে হচ্ছে।