নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ!এর থেকে আর বেশি কিছু বলার প্রয়োজন মনে হয়না।

আবু মোহাম্মদ নাসিম

আবু মোহাম্মদ নাসিম › বিস্তারিত পোস্টঃ

কিছু অপ্রত্যাশিত ছবি!এসব ছবি না দেখলে বুঝতেই পারতাম না আমাদের অবস্থান কোথায়।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬


দেশ ডিজিটাল হচ্ছে বলেই মনে হয় আমাদের দেশে এমন মানুষ দেখা যায়!
-

বাংলাদেশ বলেই সম্বব হচ্ছে!তাঁরা নিজেও জানেনা মনে তাদের অবস্থান তার পরও দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে কি এক আনন্দের হাসি!
-

একটু ঘুমের জন্য......
-

বিয়ে বাড়িতে ওর মত বাচ্চার যখন আনন্দ করছে, ও তখন তাকিয়ে রয়!ওর কি ইচ্ছে হয় না ওদের মত নতুন জামা পরে আনন্দ উল্লাস করতে?কিন্তু তা সম্বব নয়।কারণ এটা যে বাংলাদেশ।
-

মানবতা হারিয়ে গেছে.....
-

ওরা এখানে বস্তা দিয়ে নতুন জামা কিনে নিতে আসেনা।পরিত্যাক্ত বোতল কুড়িয়ে নিতে আসে।
-

হ্যাঁ এটা বালাদেশ বলেই সম্বব!

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

গেম চেঞ্জার বলেছেন: কি বলব! ভাষা হারিয়ে ফেলেছি! :(


** শেষ লাইনে বালাদেশ < বাংলাদেশ করেন।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: তারপরও বলতে হয় এটা বাংলাদেশ!!

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

আহলান বলেছেন: আসল সমস্যটা কোথায় সেটাই বুঝিনা ... কাজের লোক সময়কালে খুজে পাওয়া যায় না। বুয়ারা একেক কাজ নেয় ৫০০ টাকা। তারপরেও হাহাকার .... সমস্যার গোড়ায় কেউই হাত দিই না ... শুধু ক্যামেরা কাধে নিয়ে ঘুুরি ..... মানুষের সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা আর কি ...!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: অনেকটা তা ই!!!সবাই নিজে নিজেই বড়।পাশের মানুষ কেমন আছে তার খুজ খবর নাই।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বড় বড় অনেক কথাই বলবো, কিন্তু এদের উপকার বা সাহায্য করতে কখনো আগাবো না।
বিশাল মাপের হিপোক্রিট আমরা।

আল্লাহতায়ালা এদের উপর রহমত বর্ষণ করুক, আমিন ||

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: দাপ্পা সাবাই দিতা পারে বাট কাজের বেলায় কেও নাই.........

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আমাদের সতিই যেন কিছু করার নেই।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: অসহায়......

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

তানভীরএফওয়ান বলেছেন: বড় বড় অনেক কথাই বলবো, কিন্তু এদের উপকার বা সাহায্য করতে কখনো আগাবো না

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: বলেছেন: এটাই তো
আমাদের দোষ!!সবাই চায় নিজে নিজে বড়
হতে।

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: মন খারাপ করা সব ছবি :(

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: মন খারাপ হলেও কিছু করার নেই!এটাই বাস্তব।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

কালনী নদী বলেছেন: তাও আমাদের চোখে পড়ে না, শিশু শ্রম চোখের সামনেই হচ্ছে তাই না?

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: আমাদের চোখে পরে কিন্তু দেখেও না দেখার ভান ধরতে হয়!

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

কালনী নদী বলেছেন: এটাই নীয়ম যারা কিছুই করতে পারে না শুধু তারাই দেখে!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: চেয়ে দেখা ছাড়া আর উপায়ই বা আর কি আছে!!!

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

সোহানী বলেছেন: টাকা বিদেশে পাচারের সময় করতেই দিন পার... ওদের দিকে তাকানোর সময় কোথায়।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: আসলেই ওদের দিকে তাকানোর সময় নাই করো!তারপরও কিছু মানুষ আছে............

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ঢাকাবাসী বলেছেন: বড় বড় কতা কইবো ক্যামেরা নিয়া পুটু তুলবো সেই পুটু দেখাইয়া পুরষ্কার পাইবো মাগার ওগো হাতে একশো কুড়ি টাকা দেয়ার জন্য কেউ নেই!

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: ইমরাজ কবির মুনের সাথে একাত্মতা প্রকাশ করছি। অন্তর্জালে শুধু বড় বড় কথা বলে যাবো আমরা এদের নিয়ে। মানবতার জয় হোক।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.