নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ!এর থেকে আর বেশি কিছু বলার প্রয়োজন মনে হয়না।

আবু মোহাম্মদ নাসিম

আবু মোহাম্মদ নাসিম › বিস্তারিত পোস্টঃ

চাবুক বৃত্তান্ত

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬



হা হা করে হেসে ভিলেন বলে ওঠে,'সুন্দরি তা হলে বলো তুমি আমায় ভালবাস?'
-
"চাবকে তোর পিটের ছাল তুলে নেব, হারামজাদা"।
না না না আপনাকে বলি নি।তওবা তওবা তওবা আপনাকে আমি এই কথা বলতে যাব কেন?আপনি আমার বাড়া বাতে ছাইও দেননি,আমার প্রেমিকার দিকে কুদিষ্টিতেও তাকান নি তাহলে কেন আপনাকে উদ্দেশ্য করে এমন ডায়লগ দেব?তাহলে কমছে এবার বুকের দুকদুকানি?না কমলে বুকে থু থু দেন।বুকে দুর্গন্ধ হলেও বুকের ধুকধুপানি কমবে এতে কোন সন্দেহ নেই॥
-
তাহলে আসুন উপরের বাক্যটির পোস্ট মর্টেম করি আমরা।
চাবকে মানে হচ্ছে চাবক দিয়ে বাড়ি মেরে আর ছাল মানে হচ্ছে চামড়া অর্থত্‍ ত্বক।অর্থাত্‍ বাক্যটি বলে কেও কারও পিটের ত্বক তুলে ফেলের হুমকি দিচ্ছে।
তবে হুমকি এখন পুরুপুরি আচল।কারন এখন আর চাবুক ব্যাবহার করা হয় না।তবে আগে রাজা বাদশা,জমিদাররা খাজনা আদায়ের জন্য প্রজাদের ওপর এই চাবুক ব্যাবহার করত।আবার কখনো নিজ বউ এর ওপরও এটি ব্যাবহার হতো। সম্ববত বুনো ঘুড়া পোষ মানানোর জন্যই চাবুক তৈরি করা হয়েছিল এই আমলে।
-
তবে বর্তমান যুগে চাবুকের ব্যাবহার নাই বললেই চলে।
তবে এখন কিছু ক্ষেত্রে এর ব্যবহার আছে।যেমন ঘুড়ার গাড়ি চালেতে আর আমাদের সনামধন্য টালিউড সিনেমার জন্য।
-
এসব সিনেমায় চাবুক ব্যবহার এর পটভূমি এরকম-ননায়িকা নায়ককে ভালবাসে।।চাঁদনি রাতে পাটক্ষেতে গিয়ে তেলাপোকা নৃত্য(লাফা লাফি দেখে মনে হয় গায়ে তেলাপুকা নেমেছে)করতে করতে নায়কের সাতে গান করে নায়িকা-"যৌবনের এত জ্বালা তুমি নিভাইয়া দেওনাগো বন্ধু"।এসব দেখে ভিলেনের একেবারেই সহ্য হয়না।সেও নায়িকাকে ভালবাসে।যৌবনের জ্বালা নিভিয়ে দেওয়ার ক্ষমতা তারও আছে।
-
ভিলেন হঠাত্‍ একদিন নায়িকাকে একা পেয়ে কাদে তুলে অলিঙ্পিক দৌড় দেয়।নায়িকা চেচাও!চেচাও!থুরি বাচাও!বাচাও বলে চিককুর দিতে থাকে।
নায়িকার চিত্‍কার শুনে নায়ক হাজির হয় ভিলেনের ডেরায় নায়িকাকে উদ্ধার করতে।তারপর কিছু ডিসুম-ডুসুম,টাস-টুস।একসময় ভিলেন নায়কে কবজা করে ফেলে।নায়কে শিকল দিয়ে চেয়ার এর সাথে বা দেয়ালের সাথে বেধে রাখে।আর নায়িকাকে লোহার বেড় জালে বন্ধি করে রাখে।
-
তারপর শুরু হয় নায়কের ওপর চাবুক পিঠুনি।একের পর এক চাবুকের আগাত।আর নায়ক করতে তাকে আহ ,উহ শব্দ।তো জানেয় জান পরানের পরান নায়কে এভাবে মার খেতে দেখে কাদতে কাদতে নায়িকা চিত্‍কার করে বলে ,ওকে ছেরে দে শয়তান!আমার প্রিয়কে আর মারিস নে!
হো হা হো হা করে হেসে ভিলেন বলে ওঠে,'সুন্দরী তাহলে বলো তুমি আমায় ভালবাস?
-
"না না কক্ষোন না,শয়তান!আমি আবুল ছাড়া কাওকে ভালবাসতে পারবনা!"
শয়তান! জুড় করে শরীর পাবি কিন্তু মন কখনো পাবি না।
-
যাই হোক উপরের লেখা পড়ে কি রাজা বাদশাদের মত আপনার বউকে চাবুক মারতে ইচ্ছে করচে! আমার বউ কি আপনার কথা শুনে না।শুধু শাড়ি গহনার বায়না ধরে।অপনিও কি রাজা বাদশাদের মত আপনাব বউকে চাবুক মারতে চান।কিন্তু সাবধান ভুলে কখনো এ কাজ করবেন না ।করলে খবর আছে।কারন__
"মাইয়ালোকের লগে খোদ ইবলিশ ও পারে না"।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:০৩

শায়মা বলেছেন: হঠাৎ এত চাবুকের স্বপ্ন দেখা কেনো ভাইয়া??? ভাবীজি কি বেশি বকা দিসে?

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৪

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: না আপা এখনো আপনার ভাবীজিই ঘরে আসে নাই!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: মাইয়লোগের লহে খোদ ইবলিশও পারে না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.