নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটি ও মানুষের পাশে আছি থাকবো

দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষকে। ভালোবাসার জীবন্ত ফুল ফোটানোর মিশনে ব্রতী এককজন নিশ্চুপ মানুষ

জোনাক-১৩

দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষকে মানবতাকে

জোনাক-১৩ › বিস্তারিত পোস্টঃ

রোদেলা প্রভাতের অগ্রে

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

তোমার হাতের পরশে আমার ঘুম ভেঙে যায়। তোমর সুরের তানে আমি জেগে ওঠি। তোমার শোভা দর্শনে আমার দৃষ্টি নন্দিত হয়। হৃদয়ে ঢেউ তুলে। সেই তোমাকে আমি আকড়ে ধরে আমার বেড়ে ওঠা। কল্পনার চূড়ায় ওঠে নতুন দিনের স্বপ্নবুনি। নিশি রাতে জেগে জেগে তোমার উদারত দেখে ঈর্ষান্বিত হই। যখন তোমাকে মা বলে সম্বোধন করি। খুশিতে হিয়া তনু নেচে ওঠে। তোমার আচলে আমি জীবন মরণের পণ করি।

মা, তুমি অজুত সন্তানের জননী। তোমার কোলে জন্ম নিয়ে আমরা ধন্য। সত্যিই গর্বিত মা। মা, আমি যেদিন থেকে বুঝতে শেখিছি, সেদিন থেকে তোমার চোখের কোণের জলের মর্ম বুঝেছি। কিন্তু মা, তোমার অক্ষম, পরাজিত সন্তান তোমার বুকের ভেতরের দহন জ্বালা দেখেও কিছুই করতে পারছে না। সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও।

কিন্তু মা কথা দিচ্ছি, তোমার শত্রুদের বিষ দাত না ভেঙে তোমার ছেলে ঘরে ফরিবে না। তুমি এবার চোখের জল মুছো। দেখো চারিদিকে জাগরণে ধ্বনি শুনা যাচ্ছে। তরুণ তরুণীর মিছিলের কাতার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এরপরও তুমি খুশি নও?

মা, আমি আছে তোমার সাথে। ছায়া হয়ে প্রতিটি রোদেলা প্রভাতের অগ্রে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.