নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটি ও মানুষের পাশে আছি থাকবো

দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষকে। ভালোবাসার জীবন্ত ফুল ফোটানোর মিশনে ব্রতী এককজন নিশ্চুপ মানুষ

জোনাক-১৩

দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষকে মানবতাকে

জোনাক-১৩ › বিস্তারিত পোস্টঃ

কোনো ব্যক্তি তোমার প্রতি ঢিল ছুড়লে পাল্টা তুমি তার দিকে ঢিল ছুড় না; বরং তুমি এতো উপরে ওঠ যেখানে তার ঢিল পেৌছবে না।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

মানুষের মাঝে স্বভাবজাত কিছু ভালো ও মন্দের গুণ রয়েছে। এগুণগুলো ইচ্ছা করলে কেউ এড়িয়ে যেতে পারে না। সুতরাং ভালো ও মন্দ দুটি গুণ নিয়ে মানুষ। এক্ষেত্রে প্রতি ধর্মই মানুষকে ভালো গুণগুলো অর্জন ও মন্দ গুণ গুলো পরিহার করার নির্দেশ করে। ভালো গুণ অর্জনের জন্য যেমন ভালো মনের মানুষের সহচর্য আবশ্যক। তেমনি মন্দগুণগুলো পরিহারের জন্য দুষ্টু লোকদের সংশ্রব পরিহার করাও কর্তব্য। এ প্রসংঙে কবিগুরু শাইখ সাদীর একটি উক্তির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই।

একবার তিনি একটি গোলাপ বাগানে গেলেন। বাগানের স্নিগ্ধ সুবাস তাকে প্রচন্ডভাবে বিমোহিত করে। তিনি গোলাপকে নিয়ে ভাবছেন আর পরিবেশকে দারুণভাবে উপভোগ করছেন। ইতোমধ্যে তিনি গোলাপ গাছের নিচ থেকে একমুষ্ঠি মাটি হাতে নিলেন। তিনি লক্ষ্য করলেন, সে মাটি থেকেও সমভাবে সুঘ্রাণ ছড়াচ্ছে। তিনি আশ্চর্য হয়ে, মাটিকে সুধালেন_ আরে তোর মধ্যে এমন সুঘ্রাণ কোথা থেকে এলো। মাটি জবাব দেয়। আমার মাঝে সুঘ্রাণের আসার মূল রহস্য হলো এ গোলাপ গাছটি। কারণ আমি তাকে বুকে ধারণ করে রেখেছি এবং তার সংস্পর্শে দীর্ঘ দিন যাবত রয়েছি। বিধায় তার গুণটি আমার মাঝেও প্রভাব ফেলেছে।

এ ঘটনা থেকে একথার শিক্ষা নিতে পারি যে, সত সঙে স্বর্গবাস, অসত সঙে সর্বনাশ।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে সত লোকদের সংস্পর্শ অবলম্বন করে আমাদের জীবনটাকে সুন্দর ও আলোকিত করার তাউফিক দান করুন। আমীন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৯

খেয়া ঘাট বলেছেন: ওফ ,এতো সুন্দর করে লিখেছেন।
আজকের সারাদিনের মাঝে পড়া এটা ব্লগের সবচেয়ে সুন্দরতম লিখা। বিশেষ করে মাটি আর গোলাপের অংশটা।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস
আপনার জন্য অনেকে অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.