![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী.........
আমি কি ভূলিতে পারি..........!!!
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী..........
আমি কি ভুলিতে পারি......???
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেইসকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ।
২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন । ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা বলছি, লিখছি ।
বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই । আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের । সারা বিশ্বই দিনটি স্মরণ করে ।
চলুন আজ এই দিনে আমরা শপথ নিই.... অসাম্প্রদায়িক, জঙ্গীবাদ, সন্ত্রাসমুক্ত ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের এক বাংলাদেশ গড়ার যেখানে ঠাই পাবে না কোন যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধের অস্বীকারকারী কোন অপশক্তি.....!!!!
প্রতিজ্ঞা করি, আর কোনদিন আমাদের এই সোনার দেশে কোন রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা উড়বে না, এটাই যেন হয় এবারের একুশে ফেব্রুয়ারীর সবচেয়ে বড় শপথ ।।
©somewhere in net ltd.