![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে হবে সেই ছেলে কবে....?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে.....!!!
“অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী......এক জীবন্ত আদর্শ....”
ভোটে জেতার পরে এমপি-মন্ত্রীদের ধারে কাছেও ঘেষতে পারে না মানুষ, অথচ কেজরিওয়াল প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে জনতার সুখ-দুঃখের কথা শোনার জন্য তার নিজ দপ্তরে সাধারন মানুষের সাথে সাক্ষাত করেন। এ যেন অনিল কাপুরের ‘নায়ক’ ছবির বাস্তবায়ন....!!!
ছবিতেঃ সাধারন মানুষের সাথে নিয়মিত সাক্ষাত করছেন কেজরিওয়াল।
ছবিতেঃ অসাম্প্রদায়িক কেজরিওয়াল।
ছবিতেঃ নিরহংকার কেজরিওয়াল।
এই হলো একজন সত্যিকারের নেতা। ভারতীয়দের সৌভাগ্য, বহুদিন পর তারা এমন নেতা পেল।
সেলুট বস “কেজরিওয়াল”....!!!
(সুত্রঃ Aam Aadmi Party )
১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
আবু এস. খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। অবশ্যই আমাদের দেশের নেতাদের এগুলো দেখা ও জানা উচিত। তিনি দেশ পরিচালনার একটি রোল মডেল তৈরি করে দিচ্ছেন।
২| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৩
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: সত্যিই ভালো লাগে তাকে...ধন্যবাদ শেয়ার করার জন্য...
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১
আবু এস. খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে....?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে.....!!!
কেম্নে হবে ভাই!! খাড়াইলেই রিমান্ড, গুম, নইলে পচানি!!!!!!!!!!!!!!!!!
তারপরও ভবিষ্যতের সেই সুদীনের আশায়.................
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৩
আবু এস. খান বলেছেন: অপেক্ষা....আমাদের সবার ।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ঢাকাবাসী বলেছেন: কুনু আশা নাই মনে হয়। এভাবেই শেষ!
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫
আবু এস. খান বলেছেন: আশা থাকবেই চিরদিন। আমরা বঙ্গবন্ধুর মতো নেতা পেয়েছিলাম একবার, আবারো পারো।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২
বিলোয় বলেছেন: সাংবাদিকদের সামনে ফটোশুটিং করতে পারে।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬
আবু এস. খান বলেছেন: জি না, তিনি সত্যিকারেই এমন।
৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ২:২৭
মুহামমদল হািবব বলেছেন: সরি দুঃখের সাথে লিখতে হচ্ছে ঃ কুত্তার লেজ যেমন সোজা হয়না আমাদের দেশের নেতাদের থেকে এই রকম কিছু আশা করা যায়না।
ধন্যবাদ। শেয়ার করার জন্য।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৮
আবু এস. খান বলেছেন: ধন্যবাদ আপনাকেও। সেই সাথে বলতে চাই আমাদের দেশে এমন নেতা আগেও ছিল, ভবিষ্যতেও আসবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১০
কাবিল বলেছেন: আমাদের দেশের নেতাদের এটা জানা উচিৎ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।