![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সাইটে যাছিলাম গাড়িতে। গুলশান-১ চত্তর।
দেখলাম একটা শিশু, ৬/৭ বছর বয়স, দুই হাতে দুইটা পুতুল নিয়ে একটা দামি গাড়ির জানালা ঘেষে দাঁড়িয়ে মিনতি করছে, "আপা নিবেন একটা, নেন না..."।
গাড়ির ভেতরে তারই সমবয়সী একটা মেয়ে কৌতুহলি উকি দিচ্ছে, সে পুতুল নিতে চায়, খেলবে বলে।
আমি ভাবতে লাগলাম, পুতুল কিসের জন্য। 'আনন্দ' লাভের জন্য, না কি বিক্রি করে 'পয়সা' লাভের জন্য। একই বয়সী দুটি মেয়ের কাছে একটি পুতুলের দুইটি ভিন্ন উদ্দেশ্য দেখে হতবাক হয়ে থাকলাম।
গাড়িস্থ মেয়ের মা পুতুল নেননি, ফিরিয়ে দিয়েছেন। নিলে হয় তো বা বিক্রেতা মেয়েটি পয়সা পেয়েই পুতুল খেলের আনন্দ পেতে পারত।
©somewhere in net ltd.