নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

পুণর্দেখা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

ঢাকা থেকে বাড়িতে প্রায়ই বাসে যাইতে হয়। আমার বরাবর আগ্রহ থাকিতো দ্রুতগামী বাসে যাওয়ার।

তাই যেসব ড্রাইভার আতি জোরে চালাইতেন তাহাদের স্মৃতি ধরিয়া রাখিবার চেষটা করিতাম এবং মনে মনে তাহাদের পুণরায় কামনা করিতাম।



সেরকম একজন পেয়েছিলাম যখোন আমি ভার্সিটিতে ২/৩ অথোবা ৩/১ এ পড়ি। ''একতা'' পরিবহন। ড্রাইভারটি ছিল যুবক, তেজোদ্দীপ্ত এবং কৌশলি। গতি ও কৌশলের মিশ্রণে অন্য সব বাসকে অতিক্রম করিয়া যখন সে চলিল, অতি সহজেই সে আমার মনে ধরিয়া গেল। উহাকে আবার কোন বাসে যেন পাই, সেই কামনাই করতাম।



২০০৭ এর শেষের দিকে। একতা পরিবহনেই। মহাখালীতে বাসে উঠিলাম। একটা লোক উঠিল, চেহারা একটু ফ্যাকাশে। সে যাত্রি নয়, উত্তরায় নামিয়া যাইবে। চেনা চেনা লাগিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম সে একদা 'একতা' পরিবহন চালাইত। নিশ্চিত হইলাম এই সেই চালক। জিজ্ঞাসা করিলাম,



"আপনার একটি পা হারাইলেন কিভাবে" ?



উত্তরে বলিলেন, "বাস দুর্ঘটনায়"।



আজও তাহার চেহারা তেজোদ্দীপ্ত, ভাবলেশহীন। কিন্তু বাস আর চালাইতে পারিবে কিনা জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.