নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

ভ্যানওয়ালা

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

গুলিস্তানে। মালবোঝাই ভ্যানের একচাকা পরেছে ম্যানহলের মত ছোট একটা গর্তে। বেচারা ভ্যানওয়ালা প্রানান্ত চেষ্টা করছে টেনে তুলতে।

মুহূর্তে কিছু গাড়ি জমে গেল। ড্রাইভাররা চেচামেচি শুরু করেছে, অতিকায় ট্রাফিক পুলিশ থাপ্পর দিতে হাত তুলেছে, আর কিছু লোক জটলা করে তা দেখছে। কিন্তু কেউই তাকে একটু সাহায্য করছে না।

আমাদের একবেলা না খেলে মাথা ঘুরে। আর গরীব ভ্যানচালক। পুষ্টিকর খাবারের প্রশ্নও উঠেনা, দুবেলা পেট ভরে খাবার পায় কিনা সন্দেহ। দুর্বল শরীর নিয়ে ক্ষমতার চেয়ে তিনগুন বোঝা টানছে। তার এ শ্রম এক অর্থে দেশের জন্য, আমাদেরই জন্য।



এ দেশের গরীব শ্রেনী। যোগ্য পারিশ্রমিক তো পায়ই না, মানুষের সাহায্য থেকেও বঞ্চিত।

এদের কোন উচ্চাভিলাষ নেই, নেই কোন সপ্ন, শুধু প্রাপ্য সহানুভূতিটুকুনও অনেকসময় জুটে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩

এন ইউ এমিল বলেছেন: :(

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

আহলান বলেছেন: হুমম ..সেটাই ...

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

কে এম খান বলেছেন: খুবই দুঃখজনক......... এই ছোট ছোট কাজগুলোতে তামাসা না দেখে সবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত ছিল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.