![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি যুবরাজ বলেছেন, মধ্যপ্রাচ্যে অ-স্থিতিশীলতা ও অনাচারের জন্য শিয়া গোষ্ঠী দায়ী। তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে "হিটলারের" সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, শিয়া গোষ্ঠির আগ্রাসী ও সাম্রাজ্যবাদী মনোভাবই মধ্যপ্রাচ্যকে আগুন করে তুলেছে। এজন্য শিয়া গোষ্ঠিকে সরাসরি সহায়তা দেবার জন্য তিনি ইরান সরকারকে দুষেছেন। ইরানের সরকারি বাহিনী শিয়াদের সাহায্য করার নিমিত্তে সরাসরি ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় লড়ছে।
সম্প্রতি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ রাজধানী সানায় শিয়াপন্থি-হুতি মিলিশিয়াদের হামলায় নিহত হয়েছেন। এর আগে সোমবার রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সালেহর বাড়ি উড়িয়ে দেওয়ার খবর দিয়েছিল অধিবাসীরা। কিন্তু সালেহের অপরাধ কী ছিল? তা নিম্নরূপঃ
এক ভাষণে সালেহ ইয়েমেনের উত্তরাঞ্চলের ওপর আরোপ করা অবরোধ তুলে নেওয়া ও হামলা বন্ধের শর্তে সৌদি নেতৃত্বাধীন জোটকে আলোচনার প্রস্তাব দেন। সৌদি জোট এবং প্রেসিডেন্ট হাদি উভয়ই সালেহর আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন।
এর জবাবে সালেহকে ‘বিশ্বাসঘাতক’ বলেছে হুতি বিদ্রোহীরা। শেষ তক তাকে হত্যা করে ছাড়ল।
এই শিয়া গোষ্ঠি কি আসলেই সমঝোতাপ্রিয় ও শান্তিপ্রিয়? মোটেও তা নয়। বরং আগ্রাসী ও সন্ত্রাসী মনোভাবের চূড়ান্ত নিদর্শন দেখিয়ে যাচ্ছে তারা। এরাই সেই গোষ্ঠি, যারা ৮০ এর দশকে পবিত্র কাবা ও হারাম শরীফ ক্যু এর মাধ্যমে দখল নিতে চেয়েছিল। এরাই ২০১৫ সালের হজ্বে হাজার খানেক হাজ্বী মরার জন্য দ্বায়ী।
ধর্মীয় দিক থেকেও এরা ইসলামের সঠিক আক্বীদা ও রীতি বিবর্জিত এক বিভ্রান্ত জাতি। সাহাবাগনের যুগে "আব্দুল্লাহ ইবনে সাবাই" নামক এক ইয়াহুদী গুপ্তচর এই শিয়া জাতি প্রতিষ্ঠা করেছিল। আসলে, তলে তলে শিয়া আর ইয়াহুদির গোড়া একই।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
আবু সায়েদ বলেছেন: দুর্বল মুসলিম হয়ত। তবে আরব দেশগুলি নিয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এদের ব্যর্থতার ও দুর্বলতার চেয়ে ষড়যন্ত্র অনেক বড় শিকার। তবে ইস্রাইলের সাথে গাটছাড়া বাধাটা-ও ওটারই ফল
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
এম আর তালুকদার বলেছেন: "ঐক্যের আহব্বান"
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ইরান প্রতিটি শিয়াকে সন্ত্রাসীতে পরিণত করেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১
আবু সায়েদ বলেছেন: দুঃক্ষজনক হলেও তাই ঠিক।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩
আল-শাহ্রিয়ার বলেছেন: অসাধারণ এক পাক্ষিক বিশ্লেষণ। দুঃখিত বিশ্লেষণ না বলে প্রচারণা বলাই যুক্তিযুক্ত।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
আবু সায়েদ বলেছেন: একপাক্ষিক না দ্বি-পাক্ষিক, সেটার চেয়েও বড় হল বাস্তবতা, আসলে সেখানে কী হচ্ছে? শিয়া দের কার্যকলাপ আগাগোড়াই দুরভিসন্ধিমূলক।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: সৌদি হলো একটা বর্বর দেশ।
তারা কখনও সঠিক কথা বলতে পারে না।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
আবু সায়েদ বলেছেন: তারা আসলে ষড়যন্ত্রের শিকার। তবে তাদের বহু সমস্যা আছে।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সৌদিরা তাদের হিপোক্রেসির কারণে বর্তমানে বিশ্বের সর্বত্র চরমভাবে লাঞ্চিত হচ্ছে | এরা নিজেরা আইসিসের মাধ্যমে সারা বিশ্বে সন্ত্রাস রফতানি করে বেড়ায় অথচ সন্ত্রাসবিরোধিতার অভিযোগ তুলে ইরান,লেবানন, কাতার, সিরিয়া সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে | এরা মদ, নারী, দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত থেকে সারা বিশ্বে খাঁটি ইসলামের নামে তথাকথিত ওহাবী/সালাফি মতবাদ প্রচারের অগ্রদূত হিসাবে মুসলমানদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে | মানুষকে শিরোচ্ছেদের মতো নিষ্ঠুরতা তাদের দেশেই বলবৎ আছে আর এই শিরোচ্ছেদের সংস্কৃতি এখন তারা ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে তার পোষা কুকুর কিছু আইসিস সদস্যদের মাধ্যমে |
তবে সকল ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এই বিজ্ঞানটুকো এই অশিক্ষিত বর্বরগুলো বোধহয় জানে না | ইদানিং তাদের কোনো ষড়য্ন্ত্রই খুব একটা কাজে আসছে না | কাতারকে সন্ত্রাসীর তকমা লাগিয়ে একঘরে করার ষড়যন্ত্রটা খুব একটা মার্কেট পায় নি | ইয়েমেন, সিরিয়া, লেবাননেও এরা বেশ বেকায়দায় আছে | সৌদি আশীর্বাদ ও মতবাদে লালিত রাষ্ট্রগুলোও খুব একটা ভালো নেই, যেমন পাকিস্তানের অবস্থাও বর্তমানে খুব শোচনীয় | আর এদের চিরশত্রু ইরানের বিরুদ্ধে তাদের কোনো উদ্যোগই সফল হচ্ছে না |
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: শিয়া-সুন্নি বাদ দেন, সৌদি আরবের এই রাজা-বাদশারা আদৌ মুসলমান কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়! ইসলাম ধর্মের সুতিকাগার এবং পবিত্র কাবা শরীফের রক্ষক হিসাবে এদের যা হওয়ার এবং করার কথা, এরা এর ধারে কাছেই নাই। আমেরিকার চামচামি করতে করতে এদের মেরুদন্ড বলতে কিছুই আর নাই। এখন ইজরাইলের সাথে মিলে নতুন কন্সপিরেসি শুরু করেছে।