![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার সিরিয়ার রক্তাক্ত শিশুটির দিকে তাকাই, আরেকবার আমার শিশুকন্যার মুখের দিকে তাকাই।
হ্যা, দুটি কোমল চেহারা প্রায় একই। আর দুনিয়াজোরা সকল শিশুদের চেহারা আসলে একই। তাদের মধ্যে কোন বিভেদ নাই, তাদের মধ্যে কোন কলুষতা নাই, তাদের সবাই এক পরিবার।
আজ, সিরিয়ার শিশুদের দিকে তাকিয়ে হৃদয় অনুভূতিহীন হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে।
শিশুদের গালে, কপালে, চিবুকে রক্ত আর সহ্য হয় না।
এটা কোন যুদ্ধ নয়। যুদ্ধের কোন আইন এখানে চলে না। এটা স্রেফ পরিকল্পিত গনহত্যা, বিরোধিপক্ষকে নিশ্চিহ্ন করা।
আচ্ছা, শিশুদের কি কোন গ্রুপ আছে, তাদের কি কোন পক্ষ-বিপক্ষ আছে। তাইলে তাদের মারা হচ্ছে কেন?
এ জমানার ‘ফেরাউন’ এই আসাদ। এর নৃশংসতা ইতিহাস-কে ছাড়িয়ে যাচ্ছে।
কিছুদিন আগে চলল আরাকানে, কখোন কাশ্মীরে, কখোন ইয়েমেনে। এসব হচ্ছেটা কী?
আশ্চর্য, সভ্যতা যেন প্রতিবাদ করাও ভুলে গেছে। হায়, মানব সভ্যতা, তুই এতই স্বার্থপর!!
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৩৮
আবু সায়েদ বলেছেন: ঠিক। এ প্রশ্নের উত্তোর নেই।
২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত ক্যাচাল ভালো লাগে না।
সিরিয়া, আসাদকে দিয়ে দেয়া হোক।
আর ফিলিস্তিন, ইসরায়েলকে।। ঝামেলা মিটুক।।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
আবু সায়েদ বলেছেন: এ ক্যাচালের যেন শেষ নেই। রাজায় রাজায় যুদ্ধ , উলুখাগড়ার প্রানান্ত।
৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাচ্চাগুলির দিকে তাকানো যায়না; তাকালেই আমার ৫ বছরের মেয়েটির মুখাবয়ব আমার চোখে ভেসে উঠে।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪০
আবু সায়েদ বলেছেন: অন্তর ছিড়ে যায় ভাই
৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: খুব কষ্ট হয় ছবি গুলো দেখলে।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪০
আবু সায়েদ বলেছেন: কষ্টের যেন শেষ নেই।
৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: রাজীব নুর বলেছেন: খুব কষ্ট হয় ছবি গুলো দেখলে।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪১
আবু সায়েদ বলেছেন: জি, এ যুলুম শেষ হবে কবে?
৬| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক আসাদকে রক্ষার নামে আর সরানোর নামে সারা বিশ্ব এ কোন হত্যার হোলিতে মেতে উঠেছে!
বন্ধ কর গণ হত্যা, নারী, শিশু হত্যা!
হায়!
অসহায় জাতিসংঘ!
অসহায় সিরিয়ান আমজনতা!
অসহায় বিশ্ব মানবতা!
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪২
আবু সায়েদ বলেছেন: একটা সভ্য জগতে রক্তের এ হোলি খেলা কিভাবে সম্ভব? আমরা কি আসলে সভ্য?
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: শিশুদের উপর বর্বরতা অমানবিক। ওরা অবুজ ওরা কেন নষ্ট রাজনীতির স্বীকার হবে