নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

জাতিগত দাঙ্গায় কাদের দায় বেশি?

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

জাতিগত দাঙ্গায় কাদের দায় বেশি?

ইদানিং বেশ কিছু জাতিগত দাঙ্গা ঘটে যাচ্ছে। অর্থাৎ, ধর্ম-ভিত্তিক জাতিগুলোর মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে।

আরাকানে মুসলিমদের বিরুদ্ধে উগ্রবাদী বৌদ্ধরা। আবার শ্রীলঙ্কায় মুসলিমদের বিরুদ্ধে বৌদ্ধ। শ্রীলঙ্কায় জরুরী অবস্থা চলছে। ভারতে মাঝে মাঝে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুরা করছে।

খোলা চোখে যা দেখতে পাচ্ছি, মুসলিমদের বিরুদ্ধে অন্যারা সর্বদাই সরব। কখোন হিন্দু-বৌদ্ধ বা বৌদ্ধ-ক্রীস্টান দাঙ্গার খবর তেমন পাওয়া যায় না।

অর্থাৎ, মার খাওয়ার ব্যাপারে মুসলিমরা কমোন। তাদেরকে সকলেই অত্যাচারের নিশানা বানাচ্ছে। নাকি, মুসলিমরাই প্রথমে সীমা-লঙ্ঘন করছে? এগুলা ঠিক বোঝা যাচ্ছে না।

মুসলিমদের বিপদ হোল, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী তকমা এটে গেছে। অপরপক্ষে, অন্য ধর্মালম্বীরা যত উগ্রতাই করুক, তাদের সন্ত্রাসী বলা হয় না।

এজন্যই কি, সকল দায় মুসলিমদের কাধে?

যাই হোক, ইদানিং বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামায় ব্যাপক মুসলিম প্রাণহানী হচ্ছে, যেটা আশঙ্কাজনক।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: মুসলিমদের প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া, ভাবনার পরিধি নিজেদের মধ্যে রাখা, রাজনীতির ডেফিনিশন না বুঝে রাজনীতি করা- ইত্যাদি... মুসলিমদের নির্যাতিত হওয়ার অন্যতম কারণ।
আল কায়দা, ইসলামি স্ট্রেটের মতো সংঘটনগুলোর মূল উদ্দেশ্য আমরা ধরতে পারি না। ধর্মেরঢাক পিটিয়ে তাদের সমর্থন করি। অন্যান্যরা এসব বেকুবির ফায়দা নেয়।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

আবু সায়েদ বলেছেন: অন্তুর্দ্বন্দ্ব খুবই ক্ষতিকর। এজন্যই সবাই সুযোগ নেয়।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: মুসলমানদের শত্রু মুসলমান। আর এই ফইদা লুটাচ্ছে বিধর্মীরা । না হয় কে পারে এ মুসলিম জাতিকে আঘাত করতে। কার এত সাহস।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২

আবু সায়েদ বলেছেন: সত্য।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
এসবের জন্য মুসলিমরাই দায়ী। যে যাকে বর্তমান সময়ের খলিফা মানছি সে এবং তার সাঙ্গপাঙ্গরা।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

আবু সায়েদ বলেছেন: মুসলমানেরা গভীর ষড়যন্ত্রের শিকার, এটাও ঠিক।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

কামরুননাহার কলি বলেছেন: মুসলিমদের কিছু ভুলের কারণে আজকের মুসলিমদের এই অবস্থা।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

আবু সায়েদ বলেছেন: ভূল তো কিছু নয়, অনেক।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মুসলমানদের ধ্বংস করতে তারা নিজেরাই যথেষ্ট। বাইরের লোকদের শুধু দরকার এদের থেকে দূরে থাকা। কারণ তৌহিদ প্রতিষ্ঠায় তারা হত্যা করতে পছিপা হয়না। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী এরা।

মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা বিধর্মীদেরকে ঠাপাচ্চেন দেদারসে। তাদের আল্লাহর ও দেড় হাজার বছর আগে মৃত নবীর মানরক্ষার্থে আইন আছে। কেউ একটু গালাগাল দিলে তো দূরের কথা, বিন্দুমাত্র অসম্মান করলেই কল্লা সরকারি নির্দেশে ফালায়া দেয়া হবে। ছোটছোট শিশুরাও ছেলেবেলা থেকে ধর্মীয় সন্ত্রাসী হিসেবে তৈরী হচ্ছে।

এখন বাদবাকি বিশ্ব যদি এই সমস্যাকে চিহ্নিত করে এই বিশাল সন্ত্রাসীদলকে উৎখাত করতে লেগে যায়, তাতে দোষ দেবার কি আছে?
এরা শিক্ষাদীক্ষায় পিছিয়ে, তথ্য-প্রযুক্তি জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে। খালি 'প্রাথমিক যুগে বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান' জাতীয় রূপকথা শুনে এরা বেঁচে থাকে। কি দরকার বাপু এদের?

মুসলমানরা থাকবে মুসলিম দেশে। সেখানে দিনভর মাইকে ওয়াজ বাজবে। নামাযে 'আমীন' জোরে বলা হবে না আস্তে সেটা নিয়ে হানাফী-আহলে হাদীসরা মারামারি করবে। সুন্নী শিয়ার গলা কাটবে, শিয়া সুন্নীর। মাজারে অমাজারীরা বোমা মারবে, মাজারীরা মসজিদে। অন্যধর্মের মানুষের সেখানে মরতে কাজ নেই। এসব আপদকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে ঝামেলা পোহানোরও দরকার নেই।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আবু সায়েদ বলেছেন: আপনি সত্য-মিথ্যা মিলিয়ে অনেক তথ্য দিয়েছেন।

টুইন টাওয়ারে হামলা এখনো রহস্য-জনক। পুতিন বলে বেড়াচ্ছেন, ওটা খোদ আমেরিকার কাজ। অনেকে বলেন, ইয়াহুদিদের কাজ।

যাই হোক, আপনি ইরাক, সিরিয়া, আফগানে ঐ সব ভদ্র-বেশী আমেরিকা-রাশিয়ার গণহত্যা দেখেন নি?

আপনাকে পুরাপুরি মুস্লিম-বিদ্বষী মনোভাবের মনে হচ্ছে।

সবার দোষ-গুন আছে, তবে মুসলিমদের বিরুদ্ধে সবাই অজ্ঞাত কারনে একাট্টা। এটাই রহস্য।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

পুলক ঢালী বলেছেন: নয়ন ভাইয়ের মন্তব্য অনেক তথ্যবহুল (বাস্তব) এখন তাহলে বিধর্মী কাফের মুরতাদ জার্মানির প্রধান মন্ত্রী এঞ্জেলা মার্কেলকে কিভাবে আখ্যায়িত করবেন!? যিনি ১০ লক্ষ মুসলমানদের আশ্রয় দিয়েছেন (যদিও ঐ মুসলমানরা জার্মানির বর্ষ উদযাপন উৎসবে নারীদের লাঞ্ছিত করেছে বলে শোনা যায়) অথচ সৌদিরা ওদের জন্য কিছু করেনি ইয়েমেন এর মুসলিমদের বোমা মারা ছাড়া !! :)

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আবু সায়েদ বলেছেন: মুসলমানদের অনেক দুর্বলতা আছে।
তারপরেও বলব, সিরিয়ার জন্য শুধু সিরিয়ার মুসলমানেরা দ্বায়ী নয়।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৬

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এখন তাহলে বিধর্মী কাফের মুরতাদ জার্মানির প্রধান মন্ত্রী এঞ্জেলা মার্কেলকে কিভাবে আখ্যায়িত করবেন!? যিনি ১০ লক্ষ মুসলমানদের আশ্রয় দিয়েছেন (যদিও ঐ মুসলমানরা জার্মানির বর্ষ উদযাপন উৎসবে নারীদের লাঞ্ছিত করেছে বলে শোনা যায়) অথচ সৌদিরা ওদের জন্য কিছু করেনি ইয়েমেন এর মুসলিমদের বোমা মারা ছাড়া !! :)
প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে জনাব। মানবতার খাতিরে মার্কেল ভুল করেছেন। এখন সাপের গলায় ব্যাঙ আটকানোর অবস্থা।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

আবু সায়েদ বলেছেন: তিল-কে ফুলিয়ে ফাপিয়ে বড় করা উচিত নয়। অনেক কিছুতে অপ-প্রচার-ও থাকে।

৮| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

বারিধারা ২ বলেছেন: এই জাহাঙ্গীর কবির নয়ন মার্কা কিছু ***নীর জন্য মুসলমানদের এই অবস্থা। নিক নেম জাহাঙ্গীর, পেছনের নাম দেখা যাবে বিকাশ বা প্রকাশ জাতীয় কিছু।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

আবু তালেব শেখ বলেছেন: মুসলমানরা ষড়যন্ত্রের শিকার। এবং নিজেদের দোষেই।

জাহাংগির নয়নের তথ্যবহুল মন্তব্য শুুনে হাসি পেলাম :D :D :D

১০| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ্দাঙ্গা হাঙ্গামা শুরুও করে মুসলিম রা।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪

আবু সায়েদ বলেছেন: সব সময় মুসলিমেরা করে না। এতে অনেক নাটক মিশানো থাকে।

যেমন ধরুন, একই গ্রুপ আমার ও আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমার ও আপনার মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। এই ৩য় পক্ষ অনেকসময় গভীরে ষড়যন্ত্র করে।

যেমন, ধরুন, উদাহরন স্বরুপ, অসিলা সাজানোর জন্য, আরাকানে বৌদ্ধরাই নিজেদের ঘরে আগুন দিল, আর সাজিয়ে দিল মুসলিমেরা এসব করেছে। এখন ওদের মার,। এমন কত নাটকই তো হচ্ছে।

১১| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম ও ভাষা যদি একটা থাকতো তাহলে তো কোন সমস্যা ছিল না।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৫

আবু সায়েদ বলেছেন: ধর্ম ও ভাষা পৃথক হলেও সমস্যা নাই।

১২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৭

আল হাবসি বলেছেন: সাড়ে চৌদ্দশ বছর ধইরা কারণে অকারণে প্রয়োজনে-অপ্রয়োজনে পাথর যুগের লেখা এক কিতাবের কথা মাইনা, (আমি শ্রেষ্ঠ আমি সর্বোত্তম, বাদবাকি সব ইতোর সম্প্রদায়) , থিওরি apply করনের দিন -শেষ হইতাছে, এই সহজ সরল সত্য কিন্তু কঠিন বাস্তব যে আপনার মত অনেকের মাথায় ঢুকছে, এইটার জন্য আপনারে ধন্যবাদ ওস্তাদ। আজকাল বেশ কিছুটা হইলেও অনেক লোকের সমাগম বা ভিড়ভাট্টার মইধ্যে বউ বাচ্চা পোলাপান লইয়া যাইতে ভয় লাগে, না জানি কখন কে এক বিশেষ ধর্মীয় স্লোগান দিয়া ডুম কইরা একখান boom ফাটাইয়া সাথে সাথে আমাগো ও উপরে লাইয়া যায়। অহন বুঝব‍্যর পারি নিউটনের তৃতীয় সূত্রের ফলাফল শুধু পদার্থের মধ্যে না আমাগো মধ্যেও হয়। অতএব এ পাথর যুগের মতামত ছেড়ে হয় নিজেকে পাল্টাও অথবা সময় এবং প্রকৃতি তোমায় পাল্টে দেবে !!!!

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮

আবু সায়েদ বলেছেন: আপনার কথা বিক্ষপ্ত, এলোমেলো। আপনি মনে হয় ইসলাম বিদ্বেষি, নাস্তিক টাইপের লোক।

ইসলাম একমাত্র সত্য ধর্ম। আল্লাহ এর বিধান-দাতা। ইসলাম-ই বিজয়ী হবে, যত ষড়যন্ত্রই হোক। কোন সমস্যা?

১৩| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২

হাঙ্গামা বলেছেন: নিজেরা ঠিক হইলে সমস্যার ৯৫ ভাগ ঠিক হয়ে যাবে।
নিজেরা নিজেরা ****মারামারি করায় ব্যস্ত মুসলমানেরা।
তৃতীয় পক্ষ তো সুযোগ নিবেই। নিজে ভালো তো জগত ভালো।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮

আবু সায়েদ বলেছেন: ঠিক।

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

টারজান০০০০৭ বলেছেন: যত দোষ মুসলমান ঘোষেরই ! ভাটিতে থাকিয়াও মুসলমান পানি ঘোলা করার অপরাধে অপরাধী ! উজানের সিংহের ইহাই মত !

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

আবু সায়েদ বলেছেন: আসল কথা বলেছেন। একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.