নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাতে নতুন ফেরকার উদ্ভবঃ সাদ-পন্থী ফেরকা- “ফেরকায়ে এতায়াত”

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৫৮

দেশের সকল আলেম ওলামা ও বুঝমান পুরানা তাবলীগী কর্মীরা মাওলানা সাদ-কে আমীর হিসেবে প্রত্যাখান করেছে। কারন, মাওলানা সাদ তাবলীগের মধ্যে তার অনুসারীদের নিয়ে পৃথক কার্যক্রম চালু করেছে। সে তার অনুসারীদের নিয়ে পৃথক দল গঠন করেছে। এই দল নিজেদের পরিচয় দেয়, “আমরা এতায়াতী”। তারা শুধু মাওলানা সাদের এতায়াত করে। এই ফেরকার নাম “এতায়াতী ফেরকা”।

এই গ্রুপের উগ্রবাদী কার্যক্রমের কারনে ও কাকরাইল মসজিদে একাধিকবার হাঙ্গামা করার কারনে এর নেতা “ওয়াসিফুল ইসলাম”-কে কাকরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আলেম ওলামার তত্ত্বাবধানে দেশের অধিকাংশ মার্কায ও কাকরাইল সুষ্ঠূভাবে চললেও, এতায়াতী ফেরকার লোকেরা হাঙ্গামা বাধানোর সুযোগে থাকে। এজন্য এদের তেমন ঘাটাচ্ছে না কেউ।

শান্তিনগর বাজার মসজিদে স্থানঃ এরা কাকরাইল থেকে পৃথক হয়ে শান্তিনগর বাজার মসজিদে আলাদা কার্যক্রম পরিচালনা করে। এখানে এদের মাশোয়ারা হয়।

মিরপুর মার্কায দখলঃ ব্যাপক হাঙ্গামার পরে এতায়াতীরা মিরপুরের তাবলীগী মার্কায দখল করে নেয়। এখানে তাদের শক্ত অবস্থা আছে।

অন্যান্য জায়গায়ঃ সাভার, নারায়ঙ্গঞ্জ, টঙ্গী, মোহাম্মাদপুর এসব জায়গায় এতায়াতীরা মার্কাযে সুবিধা করতে না পারায় এরা বিভিন্ন মসজিদে আলাদা প্রোগ্রাম ও সবগুজারি চালু করেছে।

বিভিন্ন জেলাঃ বগুড়া সহ বেশ কয়েকটি জেলায় সাদ-পন্থী এতায়াতীরা আলাদা মার্কায কায়েম করেছে। যেখানে পারছে, সেখানেই হাঙ্গামা করছে।

ওলামা ও সচেতন মহল “এতায়াতী” ফেরকাকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাদ সাহেবের সমস্যা কি??
এখনকার দিনে দ্বীনের বিষয়ে একক নেতৃত্ব মানা সম্ভব নয়! কোন সীদ্ধান্ত নিতে হলে আলেম-ওলামারা একসাথে বসে সেটা করতে হবে!!

@"ওলামা ও সচেতন মহল “এতায়াতী” ফেরকাকে এড়িয়ে চলার পরামর্শ দেন।"
-সহমত।।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

আবু সায়েদ বলেছেন: সচেতনভাবেই দ্বীনের কাজ করতে হবে। তাবলীগের কাজ গুরুত্ত্বপূর্ণ, কিন্তু কারো ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার হওয়া যাবে না।

২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:১২

দিলের্‌ আড্ডা বলেছেন: তাবলিগের এসব ঘটনা এড়িয়ে চলাই ভালো। পুরাই আউলা-ঝাউলা ঘটনা তাদের।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

আবু সায়েদ বলেছেন: তাবলীগের মহান ও গুছানো কাজের বাগান আজ এক ব্যক্তির কারনে হতশ্রী।

৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হুজুররা কখনো একমত হতে পারবে না। এটা ঐতিহাসিক সত্য।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

আবু সায়েদ বলেছেন: ্সকল আলেম ওলামা মাওলানা সাদের বিভ্রান্তির ব্যাপারে একমত।

৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গত একবছর থেকে তাবলীগ শুরু করেছি। এরই মধ্য নতুন ফেরকা!!!!!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

আবু সায়েদ বলেছেন: দাওয়াতের ও তাবলীগের কাজ করতে থাকুন, তবে সচেতনভাবে ও ওলামাদের পরামর্শ মোতাবেক। নিজে নিজেই কোন বড় সিদ্ধান্ত নেবেন না, বিষেষ করে দ্বীনের ব্যাপারে।

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাওলানা সা'দের পদত্যাগ ছাড়া এ সমস্যার কোন সমাধান আপাতত দেখা যাচ্ছে না।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

আবু সায়েদ বলেছেন: সহমত। তবে মাওলানা সাদ আমীর হবার লোভে একেবারে অন্ধ হয়ে গেছে।

৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: তাবলীগ ব্যাপারটাই আমার অপছন্দ।

প্রায়ই দেখা যায়, একদল লোক গাট্রি বোচকা, হাড়ি পাতিল ইত্যাদি নিয়ে বাসে উঠছে।
তারা এক মসজিদ থেকে আরেক মসজিদে যাচ্ছে।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

আবু সায়েদ বলেছেন: তাবলীগের কাজ দরকার। এটা নবীদের কাজ ছিল। তবে সচেতনভাবে করতে হবে। তাবলীগী ভাইয়েরা অনেক কষ্ট করে, এটা অবশ্যই প্রশংসার। আপনি-ও কিছু তাবলীগে যাইয়েন।

৭| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩০

মোগল সম্রাট বলেছেন: নজরুল ইসলামের একটা কবিতার দুটো লাইন মনে পড়লো-

এ দুনিয়া পাপশালা-
ধর্ম-গাধার পৃষ্ঠে এখন শুন্য পুণ্য ছালা!!!

৮| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২২

পদ্মপুকুর বলেছেন: রাজীব নুর বলেছেন: তাবলীগ ব্যাপারটাই আমার অপছন্দ।

প্রায়ই দেখা যায়, একদল লোক গাট্রি বোচকা, হাড়ি পাতিল ইত্যাদি নিয়ে বাসে উঠছে।
তারা এক মসজিদ থেকে আরেক মসজিদে যাচ্ছে।


আমারও অপছন্দ। উনাদেরকে দেখলে মনে হয়, ইসলাম একটা দরিদ্র-অপরিচ্ছন্নদের দল।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

আবু সায়েদ বলেছেন: তাবলীগের কাজ দরকারী, এতে সন্দেহ নাই। তবে পরিচ্ছন্নভাবেও অনেকে করে, করা যায়।

৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:৪২

শহীদ আম্মার বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেনঃ
আপনার লেখাগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করি। অনেক ভাল লাগে।
তবে আজকে আপনার মন্তব্যে বেশ হতবাক হয়েছি। যদিও আমি হজুর নই; তবে আপনি বলেছেন হুজুররা কখনো একমত হতে পারেনা। আপনাকে দৃঢ়ভাবে বলছি নন হুজুররা বেশি মতবিরোধে লিপ্ত। চোখ কান একটু খুলে দেখলে ভাল আচঁ করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.