নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

লাইসেন্স নেই, পুলিশের গাড়িও আটকে দিল ছাত্ররা!

গত চার দিন ধরে রাজধানীর রাজপথে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেমেছে পুলিশের ভূমিকায়, লাইসেন্স না থাকায় তাদের হাতে পুলিশের গাড়িও আটকে গেছে।
জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ প্রতিদিনই বিস্তৃতি পাচ্ছে।

তাদের বিক্ষোভ, মিছিল আর অবরোধের কারণে বুধবার সকাল থেকে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে।

আমাদের প্রতিবেদকরা জানান, ফার্মগেইট, শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের সামনেই যানবাহন থামিয়ে চালকদের কাছে লাইসেন্স দেখতে চাইছে। লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেওয়া হচ্ছে। ফলে গাড়ি পড়ে থাকছে রাস্তায়।
বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডিতে হারুণ আই হসপিটালের সামনে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়িও শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষায় আটকে যায়।

পিঠে স্কুলব্যাগ নিয়ে পুলিশের ওই পিকআপের পথ আগলে থাকা ইউনিফর্ম পরিহিত এক শিক্ষার্থী জানায়, তারা লাইসেন্স দেখতে চেয়েছিল, কিন্তু পুলিশের গাড়ির চালক তা দেখাতে পারেনি। এ গাড়ি তারা যেতে দেবে না।

ওই গাড়ির চালকের আসনে থাকা পুলিশ কনস্টেবল অরবিন্দ সমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বলেন, “আমরা সরকারি চাকরি করি। লাইসেন্স না দেখে তো আর চাকরি দেয়নি।”

তাহলে লাইসেন্স দেখাতে পারেননি কেন জানতে চাইলে তিনি বলেন, “সরকারি গাড়ি, আমাদের গাড়িতে করে খাবার নেওয়া হয়। কাজের সময় আমরা লাইসেন্স নিয়ে বের হই না। কাগজ অফিসে থাকে।”
প্রায় আধা ঘণ্টা ওই জায়গায় আটকে থাকার পর বাড়তি পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ওই পিকআপটি ছাড়িয়ে নিয়ে যায়। তবে সব লাইসেন্সবিহীন চালকের ভাগ্য এতটা ভালো ছিল না। অনেককেই গাড়ির চাবি ফেরত পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে কাকুতি মিনতি করতে দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “ লাইসেন্স না থাকার পরও এরা গাড়ি চালায়। এদের কারণে আমাদের ভাইয়েরা রাস্তায় মারা যাচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না।"

বিস্তারিত

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



জাবালে নূরের পরিচালকবৃন্দককে শাস্তি দিলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে।

২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

অপ্‌সরা বলেছেন: একদম ঠিক আছে। লাইসেন্স ছাড়া দেশের প্রেসিডেন্টও গাড়ি চালাতে পারবে না।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

করুণাধারা বলেছেন: বি আর টি এর দালালেরা একটা নতুন কাজ পেল- নকল লাইসেন্স বানানো। এরপর থেকে নকল লাইসেন্স নিয়ে ড্রাইভিং সিটে বসবে খুনিরা।

পোস্ট ভালো লেগেছে।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: আমরা কি মানুষ?
আমরা কী ধরনের মানুষ?

৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
ছাত্ররা যা করছে সেটা দেখতে ভাল হলেও অন্যায়। তাদের কাজ তারা করুক। নইলে অরাজকতা ছড়িয়ে পড়বে।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

ব্লু হোয়েল বলেছেন: হাতুড়ির বাড়ি খাওয়ার জন্য ?

৭| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নাহিদ০৯ বলেছেন: হাতুড়ি না আসা পর্যন্ত চালিয়ে যাও।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

প্রশ্নবোধক (?) বলেছেন: ভালই.................... B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.