নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

টাইটানিক মুভি ও মানবাধিকার চেতনা

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

টাইটানিক জাহাজে যাত্রী সংখ্যা ছিলো ২২৩০ জন ৷ জীবিত উদ্ধার হয়েছিল ৭০৬ জন ৷ ডুবে প্রাণ হারায় মোট ১৫২৪ জন যাত্রী ৷ .

টাইটানিক মুভিতে দেখা যায়, অধিকাংশ যাত্রী পানিতে ডুবে মারা যায় ৷ কিন্তু মুভির হিরো "জ্যাক" বরফ শীতল পানিতে শূণ্য ডিগ্রি তাপমাত্রার কারণে মারা যায় ৷

একজন দর্শক যখন মুভিটি দেখে তখন তিনি জ্যাকের মৃত্যুতে যতটা শোকাহত হন, জাহাজের অন্যান্য যাত্রীদের জন্য তার ততটা শোক হয় না ৷ তখন দর্শকের অবস্থা হয় এমন যে, সব মরে যাক তবুও নায়ক জ্যাক বেঁচে থাক ৷ .

কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, কেনো এমন হলো? মানুষ হিসেবে সকল যাত্রীর মৃত্যুতে সমান দুঃখ পাবার কথা ছিলো ৷ অথচ নায়ক জ্যাকের প্রতি দর্শকের এতো দরদ হয় কেনো? .

জ্যাক একজন জুওয়ারী, মদ্যপ, ধুমপায়ী, অশ্লীল ছবি অঙ্কনকারী, সর্বপরি জ্যাক এজন ব্যভিচারী ৷ এতকিছুর পরও দর্শকের কাছে জ্যাকের জীবন অন্যদের চেয়ে বেশি মূল্য রাখে কেনো? .

উত্তর খুবই সহজ, প্রযোজক ক্যামেরাটি শুধু "জ্যাক ও রোজ"এর দিকে ফিরিয়ে রাখে ৷ ফলে দর্শকের মনেহয়, জাহাজে যাত্রী শুধু ওরা দুজনিই ৷ কিন্তু একই সময় ক্যামেরার অপর প্রান্তে হাজার হাজার নারী ও শিশুর চিৎকার ও আর্তনাদ দর্শকের কানে পৌঁছে না ৷ ফলে দর্শক তা অনুধাবনের চেষ্টাও করে না ৷ .

আমাদের প্রাত্যহিক জীবনও এমন ৷ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে সামান্য ককটেল ফুটলেই মিডিয়া তা কয়েক সপ্তাহ হাইলাইট করতে থাকে ৷ কিন্তু একই সময় এই মিডিয়ার অপর প্রান্তে আফগানিস্তান, ওয়াজিরিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে প্রতি দিন শত শত বোমা ফেলা হচ্ছে ৷ হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে ৷ তাদের মর্মভেদী আর্তনাদ আকাশ বিদীর্ণ করে আরশে পৌঁছে যায় ৷ শুধু পৌঁছে না আমাদের কর্ণ কুহরে ৷ .

পৃথিবীর সকল পাপের উৎস এই পশ্চিমারা ৷ ওরাই মানুষকে শিখিয়েছে সমকামিতা, পশুকামিতা, লিভটুগেদার আরো কত কী ৷ ওরা হিরশিমা ও নাগাসাকিতে তিন লক্ষ মানুষ হত্যা করেছে ৷ ইরাকে দশ লক্ষ মানুষ হত্যা করেছে ৷ আফগানিস্তানে ওদের হত্যাযজ্ঞ এখনো চলছে ৷ এতকিছুর পরও পশ্চিমারা আমাদের চোখে হিরো ৷

এইখানে এই রাহাফ মোহাম্মদ আল কুনুনের ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে সেটাই ভাববার বিষয়। টাইটানিক ডুবে যাক, হাজার হাজার যাত্রী মরে যাক ৷ জ্যাক ও রোজ বেঁচে থাক! মালালা ইউসুফ জায়কে নিয়েও একই পরিস্হিতি করেছিলো এই পশ্চিমা লাল........।

. """"""যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, অবশ্যই তার হবে সংকীর্ণতাময় জীবন এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। -সূরা ত্বা-হা ১২৪

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

কাদা মাটি জল বলেছেন: "জ্যাক একজন জুওয়ারী, মদ্যপ, ধুমপায়ী, অশ্লীল ছবি অঙ্কনকারী, সর্বপরি জ্যাক এজন ব্যভিচারী "
কোনটাই আইনত অন্যায় না :) আপনার ধর্মানুনুভুতিতেই কেবল জ্যাক অপরাধী :) এইজন্যই আপনাদের ধর্মনুনু কেটে তারপর মুভি দেখবেন।

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

আবু সায়েদ বলেছেন: অপরাধী বলা হয় নি, তার কিছু কর্ম উল্লেখ করা হয়েছে। অপরাধের চেতনা তো আপেক্ষিক ব্যাপার।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

হাবিব বলেছেন: ঠিক বলেছেন

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পশ্চিমারা এভাবে নিজেদের অপরাধ আড়াল করে মুসলিমদের টেরোরিষ্ট বানিয়ে রেখেছে যুগের পর যুগ!!

আর মুসলিমরা ব্যাস্ত বিবি তালাকের ফতোয়া নিয়ে
বিজ।হান প্রযুক্থ জ্ঞান বিজ্ঞানে যোজন যোজন পিছিয়ে পড়ে কাঁদলে কি হবে?
এগিয়ে আসতে হবে।
দায়িত্ব নিয়ে মুসলমানদের জণ্য এমন দরদানুভূতি জাগাতে হবে বিশ্ব মানবতার হৃদয়ে।
নয় কি?

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: জি

৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ আবু সায়েদ- জনাব ঘ্যানঘ্যান করে আর কত নাকি কান্না কাঁদবেন ? 54 টি দেশে 180 কোটি মুসলমান, আল্লাহ্ -র মনোনীত জাতি তারপরও আপনাদের নিত্য বিলাপ কবে থামবে ? পশ্চিমরা খুব খারাপ কিন্তু তাদের মেধা ও প্রযুক্তির বদৌলতে এইসব লেখাটেকা ব্লগে পোস্ট করতে পারছেন নাহলে আপনাদের বিদ্যা-বুদ্ধির যে হাল তাতে দুম্বা চড়ানো আর খেজুর খাওয়া ছাড়া আর কি করতে পারতেন ?

৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পৃথিবীর সকল পাপের উৎস এই পশ্চিমারা ৷

৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: একটা কথাই বলি- পৃথিবীর সকল পাপের উৎস 'ধর্ম'।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

সাইন বোর্ড বলেছেন: ভাল উপলব্ধি, ভাল বিশ্লেষণ ।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর ভাবনা।


আফগানিস্তানে গাড়িবোমা হামলা, শতাধিক নিহত

১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

বাংলার মেলা বলেছেন: কেন সোব মিডিয়ার আগ্রহ সৌদি নারীকে ঘিরে, জানতে হলে দেখুন এখানে
https://www.somewhereinblog.net/blog/mela/30267447

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.