![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন দক্ষ খেলোয়ার হলেও, মানবীয় ও চারিত্রিক মহানুভবতায় মাশরাফি অন্যরকম উচ্চতায়। দিলের বিরাটত্ত্ব তার মধ্যে বিদ্যমান। বয়স-ও খুব বেশী নয়।
বর্তমানে তার খেলোয়ারী ফর্ম পড়তির দিকে। তারপরেও ক্রিকেটিও মেধা ও ক্যাপ্টেন্সীর দক্ষতা অটুট রয়ে গেছে। অনেকেই মনে করেন, আরো কয়েক বছর তার ক্রিকেটে সেবা দেওয়ার সক্ষমতা ছিল।
কিন্তু, এখন শোনা যাচ্ছে, তাকে অবসরে পাঠানোর আয়োজন সম্পন্ন। যা ক্রিকেট বোদ্ধাদের জন্য বেদনাদায়ক।
তাইলে কি, জন-নেতা ও এমপি হবার চাপ সামলাতেই তার ক্রিকেটিয় প্রতিভা অকালে মারা গেল?? অনেকেই এরকমই মনে করছেন।
ক্রিকেট ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। তবে, এটা যারা করেছেন তারা ক্রিকেটের পাট সসম্মানে চুকিয়ে তারপরে করেছেন।
বয়েসের তুলনায় আগেভাগেই এই চাপ ক্রিকেটার মাশরাফির মৃত্যু ঘটালো।
©somewhere in net ltd.