নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বুনি দিবশিনি

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ › বিস্তারিত পোস্টঃ

ভরসা

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

দুই কলিগ সহ সিএনজি অটোতো টঙ্গি খেকে ধানমন্ডি ফিরছি।

ভেড়িবাধ এলাকায় খুব দ্রুত চালাতে দেখে বললাম- চাচা একটু সাবধানে যাইয়েন।

'৩৬ বছর গাড়ি চালাই। ভরসা রাখেন।'

তা রাখলাম।

ভরসা ও সিটে মাথা দুটোই। ফলাফল গরম আর ক্লান্তিতে অল্পতেই ঘুম।



কতক্ষন পর কলিগের ধাক্কায় ঘুম ভাঙলো। 'ভাই ঘুমাইছেন?'

চেহারায় মেজাজ খারাপের ইমো দেয়ার আগেই বললো-চাচাও মনে হয় ঘুমায়।

আয়নায় চেয়ে দেখি চাচার মুখ খোলা, চোখ বন্ধ, মাথা দুলছে।(অনেক মানুষ মুখ হা করে ঘুমায়)



বুকটা ধরাম করে উঠলো।

নাইট কোচের সুপার ভাইজারের কাজে নেমে পড়লাম।

চাচার বাড়ি-ঘর চৌদ্দগোষ্ঠির পরিচয়, আজমত-মান্নান, রমজান-ঈদ করতে করতে যখন দেখলাম ঢাকা শহরের জ্যাম শুরু হয়েছে তখন থামলাম।

মাজার রোডের সিগনালে গাড়ি থামার পর চাচা বিরক্ত হয়ে বললো- শালা! এতক্ষণ কি আরামে গাড়ি চালাইলাম।



ঘুমের চেয়ে আরাম আর কিছু আছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.