নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বুনি দিবশিনি

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ › বিস্তারিত পোস্টঃ

ঈদ কালেকশন

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

খুব দ্রুত তৈরি হয়ে নিল হাসান। আদরের ছোট্ট বোন নীতি আরও আগেই সেজেগুজে বসে আছে ওর রুমে।

ঈদের কেনাকাটা করতে যাবে আজ। সেই সকাল থেকে নীতির সে কি তাড়াহুড়ো। এ পর্যন্ত কম করেও পাঁচবার এসেছে ভাইয়ার রুমে তাড়া দিতে।

'এই তো হয়ে গেছে ভাইয়া চলো।'

- ভাইয়া এবার কিন্তু আমাকে সবচেযে লেটেস্ট ফ্যাশনের জামাটা কিনে দিতে হবে। গত বারেরটার চেয়েও অনেক সুন্দর।

হাসে হাসান। এইটুকু ছয় বছরের মেযে এর মধ্যে লেটেস্ট ফ্যাশন চিনে গেছে। গতবারও অনেক খুজে বাজারের সবচেয়ে সুন্দর জামাটা কিনে দিয়েছিল হাসান। খুব সুন্দর জামাটার নামটাও ছিল লেটেস্ট- চিকনি চামেলী।

বাসায় এসে নীতির সেকি আনন্দ। জামাটা পরে সবাইকে দেখায় আর জানতে চায় আমাকে চিকনি চামেলীর মত লাগছে কিনা। বল.. আমাকে চিকনী চামেলীর মত লাগছে কিনা?



নতুন জামা পরা বোনের অনেকগুলো ছবি তুললো হাসান। ফেসবুকে নতুন একটি এ্যালবাম করে ছবিগুলো আপলোড দিল। এ্যালবামটার নাম দিল-আমাদের চিকনী চামেলী।

বন্ধুদের লাইক আর কমেন্টর বন্যা।



#

-ভাইয়া আমি এই জামাটাই নেব। এটা খুব সুন্দর, এটাই কিনে দাও ভাইয়া।

দোকানের সেলসম্যান বললো- স্যার এইটা এবার ঈদের লেটেস্ট ফ্যাশন। একেবারে হিট কালেকশন। নাম সানি লিওন। ব্যাপক চলতাছে। দেরি করলে কিন্তু পাইবেন না।

-ভাইয়া আমি এই জামাটাই নিব। এটা পড়লে আমেকে সানি লিওনের মত লাগবে বল ভাইয়া?

এটাই কিনে দাও প্লিজ ভাইয়া।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: +++++++++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

আহমেদ বায়েজীদ বলেছেন: +++++++++++++

২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: :P :P :P

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

আহমেদ বায়েজীদ বলেছেন: X( :| X((

৩| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই রাগ করেন কেন?! দোকানদারের বেকুবির কথা ভেবেই এই ইমো দিলাম। ছোট্ট বাচ্চা সানি লিওনের কি বোঝে? ছোট্টমনির জন্য একরাশ শুভেচ্ছা!!!

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আহমেদ বায়েজীদ বলেছেন: না ভাই রাগ করিনি। আপনি ইমো দিলেন, তাই আমিও দিলাম। অতকিছু ভেবে দেই নি।

দোকানদারের দোষ কি এই ফ্যাশন তো এবার ঈদের বাজারে এসেছে।

৪| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: একবার ভেবে দেখেন ভাই মানুষের বুদ্ধিবৃত্তি কোথায় নেমেছে!!!! ফ্যাশনের নামে সানি লিওন চালিয়ে দিচ্ছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.