নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বুনি দিবশিনি

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ › বিস্তারিত পোস্টঃ

সাকার রায় ফাঁস: ট্রাইব্যুনালের জিডি

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

সমকাল প্রতিবেদক---



রায়ের খসড়ার কিছু অংশ ফাঁস হয়েছে স্বীকার করে বুধবার সকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।



সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের খসড়ার কিছু অংশ ফাঁস হয়েছে স্বীকার করে এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। সাকার রায় ফাঁস: ট্রাইব্যুনালের জিডি

সালাউদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি



বুধববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন মাহমুদ একথা জানান।



তিনি বলেন, "রায়ের খসড়ার কিছু অংশ ফাঁস হয়েছে। এ ব্যাপারে সকালে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।"



রেজিস্ট্রার বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।"



একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।



রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী সাংবাদিকদের কাছে রায়কে 'সাজানো' বলে দাবি করেন।



তিনি বলেন, "এই রায় আগে থেকেই সাজানো। রায় প্রকাশের আগের দিন থেকেই ওই রায় বেশ কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমি রায়টি (কথিত) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে এসেছি।"



তিনি বাধাঁই করা (প্রিন্টেড ফটোকপি) একটি বই দেখিয়ে দাবি করেন, "এটি কিছুক্ষণ আগে টাইব্যুনালের দেয়া রায়ের অনুলিপি। ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করা হয়েছে।"



পরবর্তীতে এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এটা রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপপ্রয়াস মাত্র।"



বুধবার সকালে রায় ফাঁসের বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে ট্রাইব্যুনাল বলেন, "রায়ের কপি আগেই ফাঁস হওয়ার পেছনে বড় অংকের বিনিয়োগ আছে।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

ক্লিকবাজ বলেছেন: নাটক রে নাটক!!!
BAL সরকার আর কত নাটক যে দেখাবে?

২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

মদন বলেছেন: এতোদিন দেখছি প্রশ্নপত্র ফাস হয়, এখন দেখি রায় ও ফাস হয়।
জয়বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.