নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বুনি দিবশিনি

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ

আহমেদ বায়েজীদের ব্লগ

আহমেদ বায়েজীদ › বিস্তারিত পোস্টঃ

কলকাতার সিনেমা উৎসব ও ফারুকীর চলচ্চিত্র

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

(এটি কোন ব্লগ নয়, সাম্প্রতিক ঘটনার বিষয়ে একান্ত নিজস্ব মতামত।)

তিশার ছবি নাকি ছাপেনি কলকাতার পত্রিকাগুলো।

দোষটা দাদাদের না। আমাদের দেশের কিছু দাদা পাগল আবাল আছে।

ওপারের কিছু হলেই আমদের মিডিয়া হামলে পড়ে। জন্মদিন মৃত্যু- হ্যান ত্যান যাই হোক বিশেষ আযোজন চাই। এমন কি ব্রেকিং নিউজও হয়।

আর এই কারনেই ওরা আমাদের মূল্যায়ন করে না। আমাদের দেশী দালালগুলো নিজেদের কে এখনও ওদের পাায়ের কাছে রাখতেই যোগ্য মনে করে।

খেয়াল করুন- গ্রামে শহর থেকে সাহেব আসলে যে গরীব লোকটি দৌড়ে গিয়ে লাগেজ কাধে তুলে নেয় সে কিন্তু সাহেবের সাথে এক টেবিলে বসে খেতে পারে না। তাকে বাইরের ঘরে দুটো বিস্কুট খাইয়ে বিদায় দেয়া হয়। আমাদের আচরণের কারনেই কলকাতা আমদের দাম দেয় না। আমরা নিজের অবস্থা-অবস্থা-ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দাদা তোষন করি।

আর এতে সবচেয়ে বেশি ভুমিকা রাখে কিছু মিডিয়া।

হয়তো বলতে পারেন মেহমানদারি কথা।

কিন্তু আমরাে যেটা করি সেটা মেহমানদারি নয়। তোষনের পর্যায়ে পরে।

হয়তো বলতে পারেন মেহমানদারি কথা।

কিন্তু আমরাে যেটা করি সেটা মেহমানদারি নয়। তোষনের পর্যায়ে পরে।

(সময় কম তাই পুরো রাগটা ঝাড়তে পারলাম না।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সোহানী বলেছেন: আমরা যেটা করি সেটা মেহমানদারি নয়। তোষনের পর্যায়ে পরে।
(সময় কম তাই পুরো রাগটা ঝাড়তে পারলাম না।)


সহমত আর আমি ও রাগে গজগজ করছি....... আসলেই আমরা ছাগল ... ব্যাক্তিত্যহীন ছাগল তাই তো তাদের তেল দিতেই ব্যস্ত থাকি.....

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

আহমেদ বায়েজীদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

শামীমুল বারী বলেছেন: খেয়াল করুন- গ্রামে শহর থেকে সাহেব আসলে যে গরীব লোকটি দৌড়ে গিয়ে লাগেজ কাধে তুলে নেয় সে কিন্তু সাহেবের সাথে এক টেবিলে বসে খেতে পারে না।

সত্যি কথা! এ কথাটাই আমাদের মাথাওলারা বুঝেন না।

আমার ব্লগে আমন্ত্রণ।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

আহমেদ বায়েজীদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.