![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিব আল হাসান যেদিন লোটাস কামালের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল সেদিন কোন কিছু বাছ বিচার না করেই লোটাস কামালকে ধুয়ে দিয়েছি। দেশের শীর্য তারকাকে এভাবে অপদস্ত করা সইতে পারিনি। সব ক্রিকেট ভক্তই সেদিন এটা করেছে। যদিও সাকিবকে তার অশোভন আচরণের জন্যই তৎকালীন বোর্ড সভাপতির পা ধরতে হয়েছিল।
এরপর সাবেক ক্রিকেটারদের নিয়ে তার সেই মন্তব্য- 'সাবেকরা কে কেমন খেলছে জানি, কে কতদূর করছে।'
এবার দেশের ক্রিকেট পাগল দর্শক কিছুটা হলেও নড়েচড়ে বসেছিল। কথা ঠিক, সাবেকরা সাকিবের মত সেঞ্চুরি করতে পারেনি আর সেরা অলরাউন্ডার হতেও পারেনি। তারা পারেনি কোটি টাকার আইপিএল খেলতে, কোটি টাকার মডেলিং করতে।
তবে এটাও ঠিক দেশের দর্শকদের মনে যে জায়গাটা জুড়ে আছেন 'আকরাম খান' সেখানে পৌছতে হলে সাকিবকে আরও একবার জন্ম নিতে হবে। বিশ্ব ক্রিকেট সাবেকরা হয়তো কিছুই করেনি, তবে সাকিবদের পয়দা হওয়ার জন্য আতুড় ঘর তৈরি করে দিয়েছে তারা। যেখানে যুগের পর যুগ একটার পর একটা সাকিব পয়দা হওয়ার পথ খোলা থাকবে। আর্জেন্টিনায় ৯৪ পরবর্তি যুগে যে-ই ভালো খেলে তাকেই 'নতুন ম্যারাডোনা' উপাধি দেয়া হয়। আর সেখান থেকেই কিন্তু মেসিরা বের হয়ে আসে। কিন্তু ম্যারাডোনা একজনই, যে পথ দেখিয়ে গেছে।
২০১১ বিশ্বকাপে মাশরাফি ফিট থাকার পরও না খেলতে পারার কারন হিসেবে সাকিবের অনিচ্ছাকে দায়ী করেন অনেকে। এমনকি একবার 'দলে কোন চেঞ্জ দরকার নাই' বলেও ম্যাশ কে দলে একঅর্থে অচ্ছুৎ ঘোষনা করে সে। এখনও সাকিব দলনেতা থাকলে মাশরাফির জায়গা হতো না দলে এমন গুজব বাতাসে ভাসে।
তারপর তার সেই বিখ্যাত অরেঞ্জ জুস না খাওয়ার আক্ষেপের কথা কে না জানে। এরপর টিভি ক্যামেরার সামনে সেই বিখ্যাত ভঙ্গি।
এবার আবার নাকি হুমকি দিছে 'দেশের হয়ে না খেলার'
ভদ্রতা আসলে কোচের কাছ থেকে শেখা যায় না, কোটি টাকার প্রাইজমানি দিয়েও কেনা যায় না। সেটা নিজের অর্জন করতে হয়। এবং এতেও যোগ্যতা লাগে।
২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১
আহমেদ বায়েজীদ বলেছেন: একমত, দখিনা বাতাস
৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২
হেডস্যার বলেছেন:
এতদিন সাকিবকে অন্ধের মত সমর্থন দিছি।
এবার যা বলছে তার জন্য আর দিতে পারতেছি না।
কঠিন শাস্তির ব্যবস্থা হোক দলের স্বার্থেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
দখিনা বাতাস বলেছেন: সাকিব অতিরিক্ত শুরু করছে। এতদিন তার সব কাজে কম বেশি সমর্থন দিয়ে গেছি আমরা ভক্তরা। এমনকি কিছু দিন আগেও ক্যামেরার সামনে অশ্লীল ভন্গি করার পরেও তেমন কিছু মনে করিনি। কিন্তু টাকার জন্য দেশের ক্রিকেট খেলবে না বলে হুমকি দেও্য়া খেলো্য়াড়ের কোন দরকার নাই আমাদের।
তামিম ইকবালরও খুব ভাব বাড়ছিল এমন, এখণ তার অবস্হা আমরা সবাই দেখতেছি। সাকিবও একদিন এমন অবস্হায় পড়বে