![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন : নামাযকে নষ্ট করার অর্থ পুরোপুরি তরক করা বা বর্জন করা নয়। এর অর্থ হলো নির্দিষ্ট সময়ের পরে পড়া বা কাযা করা।
২. হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন : এর অর্থ পরবর্তী নামাযের সময় না এসে পড়া পর্যন্ত নামায বিলম্বিত করা। এটা করতে যে অভ্যস্ত হয়ে যায় এবং এই অভ্যাসের ওপর তাওবা না করেই মারা যায় আল্লাহ তাকে ‘গায়’ নামক স্থানে নিক্ষেপের হুমকি দিয়েছেন। ‘গায়’ দোজখের অত্যন্ত নিচু ও নোংরা একটি গহবরের নাম।
২| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫১
অধীতি বলেছেন: নতুন তথ্য জানলাম। ধন্যবাদ
৩| ০৫ ই মে, ২০২১ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: জীবনটাই নষ্ট হয়ে গেছে। আর নামাজ!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩
জটিল ভাই বলেছেন: মাশাল্লাহ্ তথ্যপূর্ণ পোস্ট