![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন : আমি কি তোমাদেরকে এমন বিষয় জানাব না, যার মাধ্যমে আল্লাহ গুনাহসমূহ খতম করে দেন এবং মর্যাদাবৃদ্ধি করেন? সাহাবাগণ বললেন: হাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বললেন : তা হচ্ছে কঠিন অবস্থায় পুরোপুরি ওযু করা, মসজিদের দিকে বেশী পদক্ষেপ গ্রহণ করা (অর্থাৎ বেশী দূর থেকে মসজিদে আসা) এবং এক নামাযের পর আর এক নামাযের জন্য অপেক্ষা করা। এটিই হচ্ছে তোমাদের সীমান্ত প্রহরী।এটিই হচ্ছে তোমাদের সীমান্ত প্রহরী।
২.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন:যতক্ষণ নামাযের জন্য প্রতীক্ষা কোন ব্যক্তিকে আটকে রাখে এবং যতক্ষণ নামায ছাড়া অন্য কিছু তাকে গৃহে পরিজনদের কাছে ফিরে যাওয়ার পথে বাধা দেয়না, ততক্ষণ সে নামাযের মধ্যেই থাকে।
৩.হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামায মধ্যরাত পর্যন্ত দেরী করে পড়লেন। নামাযের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন : সমস্ত লোক নামায পড়ার পর ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমরা যখন থেকে নামাযের অপেক্ষায় আছ তখন থেকে নামাযের মধ্যেইআছ।
২| ০২ রা মে, ২০২১ সকাল ৯:৩২
জটিল ভাই বলেছেন: সুবহানআল্লাহ.......
৩| ০২ রা মে, ২০২১ সকাল ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ ঔষধ খেয়ে, আজরাইলকে দুরে রাখার চেষ্টা করার জন্য গুনাহের ভাগী হবে কিনা?
৪| ০২ রা মে, ২০২১ সকাল ১০:৩৬
আহলান বলেছেন: সুন্দর পোষ্ট!
৫| ০২ রা মে, ২০২১ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন
৬| ০২ রা মে, ২০২১ দুপুর ১২:০৮
বাবুরবাপ বলেছেন: মাশাল্লাহ্।
নতুন ব্লগে এসেছি। সবার সহযোগিতা চাই........
৭| ০২ রা মে, ২০২১ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ এখন খুব ব্যস্ত
নামাজের জন্য অপেক্ষা
করার সময় কই তার? বরং
নামাজই এখন মানুষের জন্য
অপেক্ষো করে। জামাত শুরু
হলে তড়ি ঘড়ি করে মানুষ
জামাতে সামিল হয়। কখনো
কখনো দুই এক রাকাত পরে!
বড়ই আফসোস !!
৮| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: হায়রে ফজিলত!!!!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২১ সকাল ৯:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
মুল্যবান তথ্য সম্বলিত পোষ্ট ।
শুভ কামনা রইল