নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ওরা আছে আশেপাশেই

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

ছিনতাইটাই বাকি ছিল। আজ সেটিও পূর্ণ হল। ঢাকা মহানগরীর নাগরিক যন্ত্রণায় আরো একটি অভিজ্ঞতা সংযুক্ত হল। স্থানঃ ফার্মগেট; সময়ঃ সন্ধ্যা সাত ঘটিকা; তারিখঃ ২ জানুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ। ওভারব্রিজ থেকে নেমে পশ্চিম দিকে এগোচ্ছিলাম। জায়গাটা একটু অন্ধকারমত। কাঁধে একটা হাতের স্পর্শে পেছনে ফিরে তাকালাম। মাঝ বয়সী একটা লোক, দেখতে বেশ বদখত, আমাকে বলল- এভাবে হাঁটলে তো এক্সিডেন্ট করবেন। আমি অবাক হয়ে বললাম- কেন ? লোকটি বলল- আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলেন। আমি বললাম- সরি। তারপর সে অনেকটা আপনের ভঙ্গিতে আমার কর্মস্থল, কোথায় থাকি ইত্যাদি জেনে নিচ্ছিল। আমিও জিজ্ঞাসা করলাম- আপনি কী করেন ? সে বলল- আমরা খুব খারাপ। আমি মনে মনে সতর্ক হয়ে উঠলাম। তার ডান হাত পকেটে পোরা; বাম হাতের ইশারায় কাকে বা কাদেরকে কাছে ডাকার ইঙ্গিত। আমি বললাম- দরকার নেই, আমরা দু’জন কথা বলি চলেন। সে দেখলাম সেই অদৃশ্য দলটাকে আবার ইশারা করল। মনে হয় আমার প্রস্তাব তার মনমত হয়েছে। সে বলল- আমাদের নাস্তা করান। আমি মানিব্যাগে খুব বেশি টাকা নিয়ে বেরোইনি। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য হয়ে দাঁড়ায় তাই ভাবছিলাম। একশ টাকা ধরিয়ে দিলাম আর মানিব্যাগটা খুলে দেখিয়ে বললাম- ভাড়ার টাকাটা রাখলাম। তারপর সে বলল- যদি আরো টাকা পাই ? আমি বললাম- চেক করে দেখতে পারেন। আমার পকেট হাতড়িয়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে বলল- এটা যদি রেখে দিই ? আমি বিনয়ের সাথে বললাম- রেখে দিলে আমি আর কী করতে পারি; তবে আমার সিমটা দরকার। সে সিমটা খুলে আমাকে দিয়ে দিল আর বলল- যান। আমি বিনীতভাবে চলে এলাম। কারণ এখানে বিনয় আমার অনুকূলে। আমি সাধারণত ঔদ্ধত্য দেখিয়ে থাকি রিক্সাচালক কিংবা বাসের হেল্পারের সাথে। ওখানে ঔদ্ধত্য আমার অনুকূলে। প্রতিবাদে ঝলসে ওঠে আমার কলম, গান আর ফেসবুকের ডিজিটাল পাতা। কিন্তু যাপিত জীবন ভরে ওঠে ভীরুতা আর সুবিধাবাদী মধ্যবিত্তের লজ্জিত কাহনে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছিনতাই এর ঘটনাতেও এত সাহিত্য।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

অচিন্ত্য বলেছেন: লোকটি বেশ নাটকীয়ভাবেই ঘটনাটা ঘটাল। আর তার উদারতায় আমি মুগ্ধ। যখন প্রকাশ্য দিনদুপুরে রাজপথে পুলিশের উপস্থিতিতে বিশ্বজিৎকে কুপিয়ে মেরে ফেলা হয়, তখন আমার কাছ থেকে একটা মোবাইল ফোন আর একশ টাকা নিয়েই সে খুশি। তাই লিখতে গিয়েও একটু নাটকীয়তা আরকি । শুভ সকাল/সন্ধ্যা

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

স্পেলবাইন্ডার বলেছেন: এত চমতকার কের করুণ কািহনী েকউ েলেখ? :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। দুঃখের হাসি আর কি।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

তাসজিদ বলেছেন: আমার ও এ ধরণের অভিজ্ঞতা হয়েছিল। যদিও সবাইকে বলেছিলাম সেল ফোন বিক্রি করে দিয়েছি।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

অচিন্ত্য বলেছেন: হায় হায়। এখন তো সবাই আসল ঘটনা জেনে যাবে !

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

মনে নাই বলেছেন: বাহ!! খুব নাটকীয়!!!
কি আর করবেন, যেটা করেছেন সেটা সঠিক ছিল।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

অচিন্ত্য বলেছেন: হ্যাঁ ভাই, পরে বাসে বসে নিজে নিজে বোঝাপড়া করলাম- যেখানে অন্যায়কারী আমার চেয়ে বেশি শক্তিধর, দূর থেকে ঘৃণা ছাড়া আর কী করতে পারি

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

আহমেদ নিশো বলেছেন: লেখক বলেছেন: যেখানে অন্যায়কারী আমার চেয়ে বেশি শক্তিধর, দূর থেকে ঘৃণা ছাড়া আর কী করতে পারি।

অসম্ভব সুন্দর ভাবনা। সহমত

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

অচিন্ত্য বলেছেন: এটা ছাড়া নিজে নিজে সান্ত্বনার ভাষা আর খুঁজে পাই নি। ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

আহসান২০২০ বলেছেন: ভালো করেছেন। ছুরি মিঠাই খাওয়ার হাতে থেকে বেচেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

সত্যচারী বলেছেন: যাকাত ফিতরা ঠিক মত আদায় করেন তো? ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। না ভাই/বোন

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল ছিনতাই কাহিনী... ;) ;) :P :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি সাধারণত ঔদ্ধত্য দেখিয়ে থাকি রিক্সাচালক কিংবা বাসের হেল্পারের সাথে। ওখানে ঔদ্ধত্য আমার অনুকূলে। প্রতিবাদে ঝলসে ওঠে আমার কলম, গান আর ফেসবুকের ডিজিটাল পাতা। কিন্তু যাপিত জীবন ভরে ওঠে ভীরুতা আর সুবিধাবাদী মধ্যবিত্তের লজ্জিত কাহনে

এ স্ল্যাপ ইন দ্যা ফেস।

ছিনতাই সাহিত্যে +

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটা অতি সুন্দর

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

মামুন রশিদ বলেছেন: খুব খারাপ লাগলো জেনে । :(

আমিও একবার দিনেদুপুরে সিএনজিতে ছিনতাইয়ের হাতে পড়েছিলাম । ভাগ্য ভালো ছিলো, ছুরির পোচ একটুর জন্য পেটে পড়েনি হাতে পড়েছিলো । সেই থেকে যে জিনিসটি হারিয়ে ফেলেছি সেটা হলো সাহস । রাস্তায় বেরুলেই মনে ভয় উঁকি দেয়, ছিনতাইকারির ছুরির আঘাতে কখন বেঘোরে প্রানটা হারাই ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :||

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

অচিন্ত্য বলেছেন: :(

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল প্রহসন
ভারি সত্য

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

রাজঋষী বলেছেন: মানুষের বারবার মরন হয় না, একবারই মরতে হবে তাই ভীরুতা থাকতেই হবে এমন কথা নেই! যে ভয় দেখাচ্ছে তাকেও ভয় দেখানো প্রয়োজন এবং নিজেকে আরো বেশি সাবধান থাকতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

নস্টালজিক বলেছেন: ঘটনাটা অসুন্দর!

লিখসেন সুন্দর!





০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

অচিন্ত্য বলেছেন: :)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: কিন্তু যাপিত জীবন ভরে ওঠে ভীরুতা আর সুবিধাবাদী মধ্যবিত্তের লজ্জিত কাহনে।

কথাটা রুঢ় সত্য... আমারও এই তিক্ত অভিজ্ঞতার স্বাদ নেয়া হয়ে গেছে... টাও দুইবার.... :| :( :|

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

অচিন্ত্য বলেছেন: দুইবার ! খুবই দুঃখের কথা।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

রিওমারে বলেছেন: আপনেরে ছিন্তাই কারীর সাথে খাজুইড়া প্যাচাল পারতে কে কইচিল?? :-P :-P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

অচিন্ত্য বলেছেন: সেটাই তো কাল হয়ে দাঁড়াল। এখন থেকে সাবধান হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

িজৎ বলেছেন: চলেন আমরা ২জনে হাটি B-)) B-)) B-)) আপনি রসিক বটে =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। চলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.