নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রুবাইয়াৎ আহমেদ এর কথায় একটা গান করলাম

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

রুবাইয়াৎ ভাই এর সাথে কর্মসূত্রে পরিচয়। পরে জানতে পারি তিনি আমারই ইউনিভার্সিটির অগ্রজ। আমাকে লিরিকটা দিয়েছিলেন দুই বছর আগে। তাগাদা দিতে দিতে এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন। যাক, দুই বছর পরে হলেও শেষ পর্যন্ত কাজটা হল।



মৌন মনের গহীন কোণে

মেঘ জমেছে সঙ্গোপনে

যদি মান শোন তবে

সত্য শুধু জীবন ভবে



আকাশ যত হোক না কাল

উঠবে সূর্য ফুটবে আলো

দিনের শেষে রাত আসে

আর রাতের শেষে দিন হাসে



এসো মাতি উৎসবে আজ

সরিয়ে দিয়ে সব দ্বিধা লাজ

রোদের গন্ধ ছড়াও যদি

পাবে গতি জীবন নদী



[কথা রুবাইয়াৎ আহমেদ]



অডিও লিংক

https://soundcloud.com/achintya-2/mouno-moner

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

এহসান সাবির বলেছেন: আমি এই মাত্র শুনলাম। বেশ....

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

এহসান সাবির বলেছেন: user529002985 ২০ মিনিট আগে আপলোড?

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

অচিন্ত্য বলেছেন: ইউজার নেম ওরা যা দিয়েছে ওটাই রেখে দিয়েছি; বদল করি নি।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: শুনতেসি। মিউজিকটা নৃত্যে আহবান করে। মাঝখানে রাগ সংগীত নিয়ে আসা ভালো লাগে নাই। ২.১৫ থেকে ২.৪২ পর্যন্ত এইটা কি বাজাইসেন, সেতার নাকি এস্রাজ? জোস লাগলো!

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। এরকম সেকেন্ড মিনিটএর উল্লেখ এই প্রথম দেখলাম। মজা লাগল। এটা সেতার এর টোন। সফটওয়ার দিয়ে বাজানো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.