নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ক

০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৭

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/hidevouqrcap



বার্তা শুনেছ নাকি চিন্তা তো নেই

ঘরে ঘরে বিজলীর আলো জ্বলবেই

অর্ধেক শোনা যায় শুভ শুভ লাগে

বাকি অর্ধেকটুকু তবে কার ভাগে

ভাগাভাগি পরে সব থামা গোলমাল

বিজলীতে কয়লাতে জ্বলে রামপাল

সুন্দরবন আর পশুরের জলে

কয়লাতে মাখামাখি হবে হল বলে



এই বন মা আমার কাঠ-মধু-মাছে

ছোটকাল থেকে এ শরীরে লেগে আছে

সবাই আজ ভেবে দেখে খুব প্রয়োজন

কয়লা মাখিয়ে তোর মরণ আয়োজন

বাঘ নেই সাপ নেই নেই কলকল

ছাউনির গোলপাতা কোথা’ পাব বল

গড়ান গেওয়ার বুকে ধরে যদি ঘুণ

মোহনার তীরে তীরে ফুরাবে যে নুন



মায়ের আদরে যদি রাখে এই বন

সর্বনাশের তবে কেন আয়োজন

বলেশ্বরের জলে বিষ মিশায়োনা

এই জলে আমাদের অনেক দেনা

জলের জীবন যদি ঝরে যায় অকালে

জেনে রেখো তুমি আমি ডুবব সে জলে

এগিয়ে চলা যখন আত্মঘাতী

থাক সেই পথ চল পিছিয়ে থাকি



বিজলীটা চাই হক কথা বটে

কিন্তু বাঁচার দাবী তারও আগের

বাঁচার রসদ কেড়ে নিওনা

তোমার আমার এবং আমাদের



লাগবে জেনো বুকে অভিশাপ

এই বনানীর এই সবুজের

বাঁচবনা কেউ মরব সবাই

কসম মায়ের মাটি মানুষের



আর দেরি নয় আওয়াজ তোল

হাটবাজারে আর ক্ষেতে খামারে

আর দেরি নয় হাতটা ধর

বন্ধু এসো দাঁড়াই ঘুরে



[part of an audio-visual work underway]

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড B:-/ B:-/ B:-/ B:-/

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩

অচিন্ত্য বলেছেন: কেমন আছেন স্বর্ণা ? আমি একটু দৌড়ের ওপর আছি, তাই ব্লগে বসা হয়ে উঠছে না।

২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

নীল_সুপ্ত বলেছেন: আওয়াজ তুলতে হবেই হবে...

সাহসী উদ্যোগী কাজের জন্য ...

অডিও ফাইল শুনেছি... খুব পছন্দ হয়েছে ...

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৩

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৬

অচিন্ত্য বলেছেন: শুনতে পেরেছেন ! বেশ। অনেক খুশি হলাম। ধন্যবাদ। আপনার বেশ কিছু গল্প মিস করলাম। দেখি, 'ঘুমিয়োনা দীপ্তিময়ী' সেভ করলাম; পড়ে নিতে হবে।

ভাল থাকুন। কথা হবে।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:২১

রেজোওয়ানা বলেছেন: দারুন হইসে অচিন্ত্য!

আমি আসলেই অসাধারণ....

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৭

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু। গীটারখানা কিন্তু কণিকের :)
কথা হবে। ভাল থাকুন। আর ভাল ভাল লেখা উপহার দিতে থাকুন।

৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬

নস্টালজিক বলেছেন: গান শুনতে পারছি না!

লিরিকটা দূর্দান্ত লাগলো, অচিন্ত্য! সুপার্ব!


রামপাল নিয়ে আমি একটা লিখা লিখসিলাম, ফেসবুকে!

শেয়ার করবো ব্লগে, তোমার লিরিক পড়তে পড়তে মনে পড়ে গেলো!

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:১৫

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে উৎসাহ পেলে আমার সাহস অনেক বেড়ে যায়। ভাল থাকুন। নতুন নতুন গানের অপেক্ষায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.