নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

সঙ্গীত বিষয়ক একটি সমস্যা শেয়ার করলাম

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৩

নতুন একখানি গানের নির্মাণকাজে হাত দিয়েছি। কথা শেষের দিকে। স্থায়ী এবং একখানা অন্তরার খসড়া সুর করেছি। এই গানখানির সুর বাগেশ্রী রাগাশ্রিত। গানখানির সঙ্গীতায়োজনে তানপুরা সঙ্গতের বাইরেও আমি ট্রায়াড অ্যাকোম্পেনিমেন্ট ব্যবহার করতে চাই। সমস্যার জায়গাটি এখানে। বাগেশ্রী রাগে আরোহীতে পঞ্চম এড়িয়ে যাওয়া হয়, অবরোহীতেও পঞ্চম হয় বক্র না হয় অপ্রধানরূপে ব্যবহৃত হয়। হোম নোটের মাইনর ট্রায়াডকে হোম কর্ড ধরলে ট্রায়াডটির তৃতীয় নোট অর্থাৎ রাগের অপ্রধান পঞ্চম স্বরটি গানখানির রাগরূপকে ব্যাহত করে।



একটি বিকল্প বের করার চেষ্টা করতে গিয়ে দেখলাম মধ্যম এর মেজর ট্রায়াডকে হোম ধরলে ট্রায়াডের দ্বিতীয় এবং তৃতীয় নোট যথাক্রমে ধৈবত এবং ষড়জ হয়। উল্লেখ্য যে বাগেশ্রী রাগে মধ্যম হল বাদী এবং ধৈবত বেশ জোরালোভাবেই ব্যবহৃত হয়। এ হিসেবে এটি একটি আপাত বিকল্প হতে পারে বটে। কিন্তু বাগেশ্রীতে কোমল গান্ধার অপরিহার্য হওয়ায় (যেহেতু এই রাগ কাফি ঠাটের অন্তর্গত) হোম ট্রায়াড মাইনর হওয়া বাঞ্ছনীয়। শুধ তাই নয়। আরো একটি প্রকট সমস্যা হল এই যে, এক্ষেত্রে মধ্যমকেই ষড়জ বলে ভ্রম হয়, ফলে ষড়জকে পঞ্চম মনে হয়। তাই ষড়জ গ্রহ হওয়ার পরও মনে হয় যেন পঞ্চমই গ্রহ। (বাগেশ্রীতে বেশিরভাগ ক্ষেত্রে ষড়জকেই গ্রহ করা হয়। কিছু ক্ষেত্রে কোমল গান্ধারকেও করা হয়। এই গানের ক্ষেত্রে গ্রহ ষড়জ।) এই ভ্রমের ফলে হোম যহেতু কল্পনায় ৫ সেমিটোন + অথবা ৭ সেমিটোন - দূরত্বে শিফট হয়ে যায়, পুরো সুরের কোথাও কাফি, বাগেশ্রী বা মাইনর এর লেশমাত্র আভাষ মেলে না। সুর এবং অসুর অ্যাবজেকশন প্রক্রিয়ায় একটি সাঙ্গীতিক সমস্যা তৈরি করে।



কী করা যায় কেউ যদি ভাবতেন এবং আওয়াজ দিতেন তাহলে বাঁধ ভেঙে যেত

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

চুক্কা বাঙ্গী বলেছেন: B:-)

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

অচিন্ত্য বলেছেন: :)

২| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৯

নিক পাইনাই বলেছেন: ভাইজান, উস্তাদ রশিদ খান ছাড়া আর কেউ মনে হয় আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারবেনা। বাগেশ্রী রাগের সাথে ট্রায়াড অ্যাকোম্পেনিমেন্ট!! B:-) গান টা শুনতে মন চায়।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪

অচিন্ত্য বলেছেন: আমার এই ক্ষুদ্র সমস্যার সাথে এ...ত বড় নাম উচ্চারণ করলেন !! নিশ্চয়ই শেয়ার করব ব্লগে। ভাল থাকুন। কথা হোক

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

শাফ্‌ক্বাত বলেছেন: আমি পোস্টের হেডিং পড়ে ভেবেছিলাম আপনি গানের জন্যে এলেবেলে গোছের ভোকালিস্ট খুঁজছেন, তাই আগ্রহী হয়ে ঢুকলাম বায়োডেটা দিবো বলে...
কিয়ের কী, মাথার উপ্রে দিয়া গেলো :-& :|| /:) |-)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

অচিন্ত্য বলেছেন: বায়োডাটা !!! নিশ্চয়ই প্রাসঙ্গিক
দেখতে চাই...

৪| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: B:-)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

অচিন্ত্য বলেছেন: :)

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
:||

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

অচিন্ত্য বলেছেন: :)

৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: :| :|
এত কঠিন :-&
আপনি সঙ্গীত বিষয়ে পড়েন তাই না? গানটা শুনতে ইচ্ছে করছে । আশা করি গান টা এমন খটমট হবে না ।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

অচিন্ত্য বলেছেন: ইয়ে মানে হ্যাঁ, একটু না পড়লে ভাল লাগে না। গানটা ব্লগে দিয়েছি- 'বরষার রাতে'
ভাল থাকুন। কথা হবে

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

B:-) :| :||

আমি শুধু শব্দগুলো পড়লাম....হাহাহাহা


অনেকদিন পোস্ট দিচ্ছেন না দেখতে এসে মনে হলো এমন কোন পোস্টে মন্তব্য করি যেটিতে আগে করি নি ...।

আশা করি ব্যস্ততার ফাঁকেই নতুন পোস্ট দিবেন ।।

:)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

অচিন্ত্য বলেছেন: দৌড় দৌড় দৌড়
পথেই আছি। দেখা হয়ে যাবে যেকোন সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.